v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2004-11-12 11:22:14    
চীনা কৃষকদের পারিবারিক বৈজ্ঞানিক গবেষনাগার

cri
    বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে কৃষকদের সচেতনতা বৃদ্ধির সংগে সংগে চীনের সানতুং প্রদেশের গ্রামান্চলে অধিক থেকে অধিকতর কৃষকরা আর সহজভাবে প্রযুক্তি অধ্যয়নে সন্তুষ্ট হচ্ছেন না । বরং তারা নিজেদের উদ্যোগে "পারিবারিক বৈজ্ঞানিক গবেষনাগার" খুলে বৈজ্ঞানিক গবেষনা চালাচ্ছেন । যাতে তাদের নিজেদের বৈজ্ঞানিক গবেষনায় লব্ধ সাফল্য সচ্ছল জীবনের লক্ষ্য অর্জনে ভূমিকা পালন করতে পারে ।

    নিন্নান জেলার সি ফু রং গ্রামের অধিবাসী ছুন হোন লি -প্রতিষ্ঠিত ভোজ্য ছত্রাক গবেষনাগার সম্প্রতি পাই লিন কু নামে এক ধরণের নতুন ছত্রাক লালন করেছে। বাজারে এই ধরণের ছত্রাক বিক্রিহওয়ার সংগে সংগেই তার বিরাট চাহিদা পড়ে । এখন তার চাহিদা মেটানোই যাচ্ছে না । স্থানীয় কৃষকদের জন্য ধনী হওয়ার আরেকটি পথ উন্মুচিত হয়েছে । ছুন হোন লি সবসময় কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি অধ্যয়ন করতে খুব ভালবাসেন । নিজের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত মান উন্নত করার জন্য তিনি উনিশশো চুরানব্বই সালে ভোজ্য ছত্রাক গবেষনাগার প্রতিষ্ঠা করেন এবং নিজের বাড়ীতে পরীক্ষাগার খুলেন । গত দশ বছরের প্রতিটি বছরেই তিনি মোটামুটি গড়পড়তা একটি করে নতুন ধরণের ছত্রাক উদ্ভাবন করেছেন । তিনি বিজ্ঞান ও প্রযুক্তির উপর নির্ভর করে শুধু নিজেই ধনী হন নি , বরং তার আশেপাশের অনেক গ্রামের কৃষকদেরও উপকার হয়েছে ।

    নিন্নান জেলায় ছুন হোন লি'র মতো কৃষক আরো অনেক রয়েছেন । গোটা জেলায় কৃষকদের নিজের উদ্যোগে প্রতিষ্ঠিত ধান গবেষণাগার , চা গবেষণাগার , শাকসব্জী গবেষণাগার , ফলমূল গবেষণাগার ইত্যাদি "পারিবারিক বৈজ্ঞানিক গবেষণাগারের সংখ্যা হয়েছে চুয়াল্লিশটি । নিন্নান জেলা সরকার জেলা , মহকুমা ও গ্রাম পর্যায়ের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত নেটওয়ার্ক গড়ে তোলার ক্ষেত্রে বেসরকারী বৈজ্ঞানিক গবেষনা শক্তির বিকাশের উপর গুরুত্ব দেয় এবং যাতে কৃষকরা নিজের উদ্যোগে বৈজ্ঞানিক গবেষনাগার খোলা , দৃষ্টান্তমূলক বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত ঘাঁটি স্থাপন আর পরীক্ষা ঘাঁটি প্রতিষ্ঠায় উত্সাহ-উদ্দীপনা পান সেজন্য তাদের অনুকূল নীতি প্রকাশ করে পুজি ও প্রযুক্তিগত সমর্থন দেয় । সাম্প্রতিক বছরগুলোতে গোটা জেলায় কৃষকদের বৈজ্ঞানিক গবেষণাগারগুলোর একশোটিরও বেশী বৈজ্ঞানিক গবেষণালব্ধ সাফল্য জনপ্রিয় করে তোলা হয়েছে এবং আশাপ্রদ অর্থনৈতিক ও সামাজিক ফলপ্রসূতা পাওয়া গিয়েছে ।

    সানতুং প্রদেশে কৃষকদের নিজেদের উদ্যোগে প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক গবেষনাগারগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য প্রতিনিধি হচ্ছেন চীনের বিখ্যাত "ভুট্টা-রাজ" লি তেন হাই প্রতিষ্ঠিত লাইচৌ শহরের ভুট্টা গবেষনাগার । এই বৈজ্ঞানিক গবেষনাগার পরে সম্প্রসারিত হয়ে লাইচৌ শহরের কৃষিবিজ্ঞান একাডেমীতে পরিণত হয়েছে । লি তেন হাই'ও একজন সাধারণ কৃষক থেকে তেন হাই বীজ শিল্প কোম্পানির ডিরেক্টর , জাতীয় ভুট্টা প্রকল্প প্রযুক্তি গবেষনা কেন্দ্রের সানতুং প্রদেশের পরিচিলক এবং কাতীয় গণ কংগ্রেসের প্রতিনিধি হয়েছেন । সংকর ভুট্টা ক্ষেত্রে , বিশেষ করে উচ্চফলনশীল ভুট্টা লালন ক্ষেত্রে তিনি উল্লেখযোগ্য অবদান রেখেছেন । যে বছরে সারাদেশের সবচেয়ে বেশী জমিতে লি তেন লি'র স্বহস্তে লালিত চল্লিশটিরও বেশী শ্রেষ্ঠ ভুট্টার বীজ বপন করা হয়েছে সে বছর সারাদেশের একতৃতীয়াংশেরও বেশী আবাদী জমিতে সেই বীজগুলো বপন করা হয়েছে ।