
ওয়াং ফেই ,১৯৬৯ সালের ৮ই আগস্ট তারিখে পেইচিংয়ে জন্মগ্রহণ করেন ।১৯৮৭ সালে তিনি বাবা-মার সংগে চীনের হংকংয়ে চলে যান। তিনি নাম ওয়াং ছিয়েন ভেন এই শিল্পী নাম নিয়ে হংকংয়ের সংগীত মঞ্চে আত্মপ্রকাশ করেন । ১৯৯৪ সাল থেকে তিনি তাঁর আসল নাম ওয়াং ফেই আবার ব্যবহার করতে শুরু করেছেন ।অনেক বছর ধরে তিনি তাঁর চমত্কার ও সুনিপুণ শৈল্পিক প্রতিভার সাহায্যে চীনা ভাষা সংগীত মঞ্চে সর্বোত্তম গায়িকার অবস্থান পাকাপোক্ত করেছেন । তাঁর কন্ঠস্বর উদাত্ত এবং প্রাঞ্জল। গান শুনে খুবই আরাম লাগে। তাঁর বিশেষ উপস্থাপনার ভংগী আর অত্যন্ত স্মার্ট আচরণের কারণে তিনি অসংখ্য দর্শক-শ্রোতার সমাদর আর সম্মান অর্জন করেছেন ।
এখন আমরা একসংগে ওয়াংফেইর একটি সুন্দর গান শুনবো ।গানটির নাম <তুমি সুখী ,তাই আমি সুখী >
তুমি তোমার ভ্রূ নাচালে বলে ,
আমি হেসেছি ।
তোমার চোখ লাল হয়েছে ,
তাই আমার আকাশ ধূসর ।
কেবল স্রষ্টা জানেন ,
তুমি সুখী , তাই আমিও সুখী ।
গোলাপফুল তো ফুটেছে ,আমি আর ভাবনার কি আছে?
এ তো আমি সবসময় চেয়েছি, এটা স্রষ্টার সৃষ্টির মতো সুন্দর ।
আনন্দ, বিষাদ আর সুখ-দু:খ, সব সময়ই আমি তোমার পাশে থাকবো ।
তোমার চুল ভিজেছে বলে আমার জ্বর হয়েছে ।
তুমি সত্যি ক্লান্ত,তাই আমি ঘুমিয়ে পড়েছি ।
কেবল স্রষ্টা জানেন "কেন", এ বাসনা আমি মনে পুষেছি ।
|