 লি ছুয়ান , মাত্র ৪ বয়সে পিয়ানো শিখতে শুরু করেন ।তিনি শাংহাই প্রথম সংগীত বিশ্ববিদ্যালয় পিয়ানো বিষয় ডিগ্রি পেয়েছেন । তার সংগীত জীবন অন্য যে কোনো সংগীতজ্ঞদের চেয়ে বেশি দীরর্ঘ এবং তিনি অনেক দূর এগিয়ে গেছেন ।নিম্ন-মাধ্যমিক বিদ্যালয়ে তাঁর একই বয়সের ছাত্রছাত্রী পিয়ানো রুমে যখন অনুশীল করছিলেন ,তখন তিনি তাঁর প্রথম রচনা শেষ করেছেন । এর থেকে রচনা লিছুয়ানের দৈনন্দিনের জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে । ১৯৯৩ সালে লেখাপড়ার শেষ পরে , লিছুয়ান শাংহাই প্রথম সংগীত বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দিয়েছেন। কিন্তু ঠিক সে সময়ে তিনি সংগীতের টানে সিদ্ধান্ত নিয়ে ক্যাম্পাসকে বিদায়ে জানিয়েছেন । তার এই হৃদয়বৃত্তির নিরর্দেশে নেয়া সিদ্ধান্তে অন্যরা অবাক হন ।তিনি সাহসিকতার সাথে এই সংগীত রচনার পথ বেছে নিয়েছেন ।
এখন আমরা একত্রে লিছুয়ানের একটি খুব মধুর গান শুবো । তার নাম হচ্ছে ( বীনার তারে বাঁধা যে জীবন) গানের কথা হলো :
ইসপাতের তারে চেয়ে চলেছে আমি ,
প্রবল ঝড়ে আমি প্রায় পড়ে যাচ্ছি ।
তুমি তারের ওপাশ থেকে বলেছো আমায় ভালোবাসো না ।
আমি বাতাসে কেঁপে কেঁপে ওঠি ।
আমি তোমাকে সুখ দিতে চাই , কিন্তু তুমি এড়িয়ে যাও ।
|