শরত্কাল হলে পেইচিং সুপ্রাচীন পেইচিং মহানগরীর সবচেয়ে সুন্দর ঋতু । কিন্তু এই বছরের শরত্কাল আগের যে কোনো সময়ের চেয়ে আলাদা । চলতি মাসের ১০ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত পেইচিংয়ে প্রথম চীন উন্মুক্ত টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে । এবারই চীনের রাজধানী প্রথম এই ধরনের আন্তর্জাতিক টেনিস প্রতিযোগিতা আয়োজন করেছে । প্রতিযোগিতার আয়োজকদের লক্ষ্য হলো এই ক্রীড়া প্রতিযোগিতাকে চীন এমনকি এশিয়ার সবচেয়ে উচ্চ পর্যায়ের টেনিস প্রতিযোগিতায় উন্নীত করা। ২০০৪ সালে চীনের ক্রীড়া ক্ষেত্রে খুশির কাজ অনেক । জুলাই ও আগস্ট মাসে চীন এশিয়ার ফুটবল প্রতিযোগিতা ভালোভাবে আয়োজন করেছে । চীন দল দ্বিতীয় স্থান অর্জন করেছে । পরে এথেন্স ওলিম্পিক গেমসে চীন দল ৩২ টি স্বর্ণপদক অর্জন করেছে আর পৃথিবীতে দ্বিতীয় হয়েছে । এটা চীনের ইতিহাসের সবচেয়ে ভালো ফল । চীনের জনগণ খুব উত্ফুল্ল। এখন তিনটি বিশ্ব পেশাদার ক্রিড়া প্রতিযোগিতা চালাতে হবে ---চীনের উন্মুক্ত টেনিস প্রতিযোগিতা,বিশ্ব প্রথম গাড়ি চালানো প্রতিযোগিতা আর মার্কিন এন বি এ টুর্নামেস্টের আগের প্রতিযোগিতা । পেইচিং একটি দীর্ঘ ইতিহাস আর সংস্কৃতি সম্পন্ন ভালো শহর । পেইচিং হচ্ছে ২০০৮ সালের গ্রীষ্মকালীন ওলিম্পিক গেমসের স্বাগতিক শহর । তবে দুঃখের বিষয় হচ্ছে পেইচিং এর আগে কখনো এই রকম উচ্চ পর্যায়ের টেনিস প্রতিযোগিতা আয়োজন করেনি । এখন চীনে এই রকম ক্রিড়া আছে । প্রতিযোগিতাআয়জকরা বলেছেন , চীনের উন্মুক্ত টেনিস প্রতিযোগিতা চীন এমনকি এশিয়ার সবচেয়ে ভালো টেনিস প্রতিযোগিতা হবে ।চীনের উন্মুক্ত টেনিস প্রতিযোগিতার মহা-পরিচালক , মার্কিন লিংকন সাংবাদিকদের বলেছেন , তিনি চীনের উন্মুক্ত টেনিস প্রতিযোগিতা যে সবচেয়ে ভালো বিশ্ব প্রতিযোগিতা , সে বিশ্বাস তাঁর আছে । তিনি বলেছেন ,
"চীনের উন্মুক্ত টেনিস প্রতিযোগিতা একটি বিশেষ আর আকর্ষণীয় প্রতিযোগিতা । এই প্রতিযোগিতায় সবচেয়ে ভালো সময় আর স্থানে আয়োজিত হয়েছে । আমি বিশ্বাস করি, এই প্রতিযোগিতা অবশ্যই বিশ্ব বিখ্যাত প্রতিযোগিতা হবে । কারণ প্রথমত ,চীনের উন্মুক্ত টেনিস প্রতিযোগিতার জম্মের সময় চীনের দ্রুত অর্থনৈতিক উন্নীত হচ্ছে। চীনের ধনী জনগণ ক্রিড়ায় অংশ নিয়েছে আর জীবনযাত্রা উন্নত করার আশা প্রকাশ করেছে । দ্বিতীয়ত ,পেইচিং ২০০৮ সালের ওলিম্পিক গেমসে আয়োজন করবে । চীন দল এথেন্স ওলিম্পিক গেমসে ইতিহাস সৃষ্টি করেছে ---চীনের দু'জন মেয়ে নারী দ্বৈত দফায় স্বর্ণপদক অর্জন করেছে ।যেহেতু একটি সরকার একটি সত্যিকার উচ্চ প্রতিযোগিতাআয়োজনের ইচ্ছা আছে , সব জনগণ এতে অংশ নেতে ইচ্ছুক , আই বি এম , কোকা কোলা ইত্যাদি সেরা সেরা কোম্পানিপৃষ্ঠপোষ্কতা করছে , সেহেতু আপনাদের লক্ষ্য সহজ হাসিল হয়েছে ।"
লিংকন চীনের উন্মুক্ত টেনিস প্রতিযোগিতার সাফল্যের ব্যাপারে খুব আত্নবিশ্বাসী । কারণ চীনের টেনিসের পরিবেশ তাঁর খুব পরিচিত হয়েছে ।জানা গেছে , পেইচিং শহরে নিয়মিত টেনিস খেলার মানুষ প্রায় ৫০ হাজার ।অনেক টেনিস ক্লাব আছে ,অনেক মানুষ ইন্টার্নেট যোগে ভালো বন্ধুর সংগে মেলামেশা করেছে । চীনের উন্মুক্ত টেনিস প্রতিযোগিতা আয়োজন করার আগে , সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে , প্রতিযোগিতা টিকিট বিক্রয় করার ব্যবস্থা খুবই ভালো , শহরের সর্বস্তরের মানুষ সক্রীয়ভাবে অংশ নিয়েছে । এথেন্স ওলিম্পিক গেমসে উপর চীনের লিথিং আর সুন থিয়ান থিয়ান নারী দ্বৈত দফায় স্বর্ণপদক অর্জন করেছে । চীনের টেনিসের পরিবেশের গুরুত্ব বদলে গেছে । লিথিং বলেছেন ,
চীনের টেনিস শুরু হয়েছে খুবই দেরীতে । আগে এই ক্রিড়ার ওপর নজর রাখার মানুষ খুবই কম । আমার ছোট বেলায় এই ক্রিড়া আয়োজন করার সময় মানুষ দেখিনি । কিন্তু সম্প্রতি টেনিস পছন্দ করার লোক বেশী ।বড় প্রতিযোগিতা আয়োজন করার ফলে আরো বেশী লোক টেনিস প্রতিযোগিতা দেখছেন আর বুঝছেন । আমি আশা করি , আরো বেশী লোক এই ক্রিড়ার ওপর নজর রাখবেন ।" চীনের উন্মুক্ত টেনিস প্রতিযোগিতা আয়োজন করার জন্যে চীনের ,বিশেষ করে পেইচিং জনগণের নিজের বাড়িতে বসে উচ্চ পর্যায়ের বিশ্ব টেনিস প্রতিযোগিতা দেখার একটি সুযোগ সৃষ্টি হয়েছে । তাঁরা টেনিস আরো পছন্দ করবে । জানা গেছে , এই বছরে প্রথম চীনের উন্মুক্ত টেনিস প্রতিযোগিতায় অংশ নেয়ার পুরুষ ক্রীড়াবিদ হচ্ছেন রাশিয়ার সাফিন ,স্পেনের ফেরেরো , থাইল্যান্ডের স্রীছাপান ইত্যাদি বিখ্যাত ব্যাক্তি , নারী ক্রীডাবিদদের মাঝে রয়েছেন রাশিয়ার শারাপোভা ---যিনি এইবছরে উইম্বলডন স্বর্ণপদক অর্জন করেছে ,মার্কিন বিখ্যাত ক্রীড়াবিদ সেরেনা ওয়েলিয়াম্স প্রভৃতি । প্রতিযোগিতা মহা-পরিচালক লিংকন বলেছেন , চীনের টেনিস বর্তমানে তাড়াতাড়ী উন্নত হয়েছে । এখন উচ্চ পর্যায়ের চীনের উন্মুক্ত টেনিস প্রতিযোগিতা চীনের টেনিসের উন্নয়নের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
লিংকন বলেছেন যদি চীনের উন্মুক্ত টেনিস প্রতিযোগিতার আয়োজন চলতে থাকে তাহলে যুগ যুগ ধরে তা চীনের যুবকদের টেনিস খেলার মাঠে আকর্ষণ করবে। সর্বোচ্চ মানের টেনিস প্রতিযোগিতা নিশ্চয় সুন্দর স্বপ্নের জাল বোনতে শিশুদের উত্সাহ দেবে । আপনি জানেন , মনের স্বপ্ন চাপা দেয়া যায় না । চীনের উন্মুক্ত টেনিস প্রতিযোগিতা শিশুদের টেনিসের রঙিন স্বপ্নে নিমজ্জিত করবে এবং তা চীনের পেশাদার টেনিস খেলোয়াড়দের দোলনায় পরিণত হবে । । আমরা আশা করি, ঠিক যেমন লিংকন বলেছেন, চীনের উন্মুক্ত টেনিস প্রতিযোগিতা চীনের টেনিস খেলা প্রচলিত করার শক্তি যুগাবে এবং আশা করি ,এবারের প্রতিযোগিতার উদ্যোক্তার প্রত্যাশার মতো তা -আন্তর্জাতিক টেনিস প্রতিযোগিতার আরেকটি উজ্জ্বল মুক্তায় পরিণত হবে ।
|