v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2004-11-04 11:16:34    
ইন্টারন্যাশনাল রেডিও ক্লাব অব কুমিল্লা

cri

    সবচেয়ে ধন্যবাদ দিচ্ছি ইন্টারন্যাশনাল রেডিও ক্লাব অব কুমিল্লার পক্ষ হতে । আর আমি এর সভাপতি , সে জন্য অনেক গর্বিত । আমাদের পাড়ায় ক্লাবের অভাব নেই । যেখানে সেখানে ছড়িয়ে আছে বিভিন্ন নামধারী ক্লাব । যখন সি আর আই এর বাংলা বিভাগ সম্পর্কে জানতাম না , তখন আমার সঙ্গী ছিল বাংলাদেশ বেতার , অল ইন্ডিয়া রেডিও, বি বি সি লন্ডন , ভয়েস অব আমেরিকা । এক দিন রেডিও'র নব   ঘুরাতে ঘুরাতে শুনতে পেলাম "আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও চীন থেকে " , তখন থমকে গেলাম।  বিশ্বাসই হচ্ছিল না চীনের মত সবচেয়ে একক ভাষী একটি দেশেও বাংলা ভাষায় অনুষ্ঠান হয় । সে দিনের পর হতে আজও পর্যন্ত ক্লান্তি নেই । বিরতি নেই , শুনেই চলেছি মনোমুদ্ধকর সব অনুষ্ঠান । তখন আমার ভাই , বোন ও কয়েক জন বন্ধু মিলে গঠন করি এই "ক্লাব"। ফলে অন্যান্য রেডিও ক্লাবের বন্ধুরা অবহেলা ও কটুক্তি করতে লাগলো । তারপর এক দিন বি বি সি এর সভাপতি , ভি ও এ এর সভাপতি , ডি ডাবলিউ এর সভাপতি আমাদের ক্লাব পরিদর্শনে এল । যদিও তারা আমার বন্ধু । ডি ডাবলিউ এর সভাপতি বলল , জার্মানী ভাষা ও সংস্কৃতি শিখো , তারপর বেতার বন্ধু হয়ে ডি ডাবলিউ জার্মানী ভ্রমণ করো । তার সাথে সাথে বি বি সি এর সভাপতিও বলল হে, ইংরেজী ভাষা শিখো এবং বাংলা অনুষ্ঠান শোন । তারা অনেক প্রকার তথ্য দিতে লাগলো , তাদের নিজ নিজ বেতার অনুষ্ঠান সম্পর্কে । তখন বললাম , তোমাদের বেতার অনুষ্ঠানে কি , সরাসরি ফোনে কথা বলা যায় ? প্রকাশ করে কি কোন মাসিক পত্রিকা? পড়ে কি তোমাদের লেখা চিঠিগুলো? তাদের মুখ থেকে কোন কথা বেরুল না । মাথা নিচে করে বলল , দুঃখিত । আরো রয়েছে মেয়েদের জন্যে সুন্দর একটি বিভাগ ?
    তাদের সে দিন হারমাখা মুখ দেখে সত্যিই বিজয় দিবসের মত আনন্দিত হয়েছিলাম । সেই দিন যদি আমি সি আর আই সম্পর্কে না জানতাম ও শুনতাম , তাহলে হয়ত তাঁদের সাথে তাল মেলাতে হত । কিন্তু ধন্যবাদ তাদেরকে যারা ধরে রেখেছেন সি আর আই এক বাংলা বিভাগকে । আজ তারা বি বি সি , ভি ও এ , ডি ডাবলিউ এর পাশাপাশি সি আর আইও শুনছে ও জানছে ।  আমি তাই খুবই গর্বিত যে , এই ক্লাবের সভাপতি ও সি আর আই এর বাংলা বিভাগের এক জন শ্রোতা ।