আন্তর্জাতিক ওলিম্পিক কমিটির চেয়ারম্যান জ্যাক্স রোগে পয়লা নভেম্বর পেইচিংয়ে বলেছেন , পেইচিং ওলিম্পিক সাংগঠনিক কমিটি মিতব্যয়তার নীতিতে ওলিম্পিক গেমস অনুষ্ঠানের জন্য যে বক্তব্য রেখেছে তা কার্যকরভাবে ওলিম্পিকের গেমসের আকার আর ব্যয় নিয়ন্ত্রণ করবে ।এটা পরবর্তী ওলিম্পিক আয়োজকদের জন্যে মুল্যবান অভিজ্ঞতা যোগাবে । চীনের রাজধানী পেইচিংয়ে তাঁর তিন দিনের আনুষ্ঠানিক সফর শেষে আয়োজিত এক তথ্যজ্ঞাপন সভায় তিনি বলেছেন ,তিনি পেইচিং ওলিম্পিক সাংগঠনিক কমিটির কাজে খুবই সন্তুষ্ট।
পেইচিং সফরকালে জ্যাক্স রোগে পেইচিং ওলিম্পিক স্টেডিয়ামের নির্মানস্থল পরিদর্শন করেছেন । তিনি পেইচিং ওলিম্পিক তথ্য কেন্দ্র উদ্বোধন করেছেন এবং মহা- প্রাচীর ,স্বর্গীয় মন্দির ইত্যাদি দর্শনীয় স্থানে ভ্রমণ করেছেন ।
|