v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2004-11-01 10:38:27    
বাংলাদেশে চীনা ভাষা শিক্ষা
প্রেক্ষাপট , সুযোগ , সম্ভাবনা(দুই)

cri
    বর্তমানে বাংলাদেশে চাইনীজ টিভি চ্যানেল দেখা যায় , যেখানে বিভিন্ন চাইনীজ প্রোগ্রাম সহ চীন সম্পর্কে বিভিন্ন সংবাদ জানা যায় । বাংলাদেশে চীনের বন্ধুত্বপূর্ণ সহযোগিতা ও সাহায্যের নিদর্শনসমূহ যেহম কল-কারখানা , ব্রীজ , হাইওয়ে , পাবলিক কনষ্ট্রাকশন ইত্যাদি চোখে পড়ে। এ ছাড়াও সংস্কৃতি , শিক্ষা ও খেলাধুলা বিষয়েও বাংলাদেশে চীনের অবদান রয়েছে । উপরোক্ত বিষয়গুলোর পরিপ্রেক্ষিতে বাংলাদেশে এখন চীনা ভাষা জানা লোকের খুবই প্রয়োজন । এ ধরনের পরিবেশে বাংলাদেশে চীনা ভাষা ও এর শিক্ষার গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে ।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট দেশের সবচেয়ে ভালো ভাষা শিক্ষা ইনস্টিটিউট । তা ছাড়া এক মাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ই বাংলাদেশে চীনা ভাষা শিক্ষার ব্যবস্থা করেছে । এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা বিভাগে ৪টি কোর্সে প্রায় ১০০ জন শিক্ষার্থী আছে । এদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও ব্যবসায়ী ও বিভিন্ন চীনা কোম্পানীতে কর্মরতরাও চীনা ভাষার দোভাসী হওয়ার উদ্দেশ্যে চীনা ভাষা শিখছেন ।

    শিক্ষার্থীদের মধ্যে ১৮/১৯ বছর বয়সের ছাত্র/ছাত্রী ছাড়াও সমাজের প্রতিষ্ঠিত , অভিজ্ঞ , মধ্য বয়সী ও ৭০ বছরের বৃদ্ধও আছেন । যেহেতু বাংলাদেশে বিশেষ করে ঢাকায় চীন , হংকং , তাইওয়ান এর অনেক কোম্পানীতে চীনা ভাষার ব্যবহার রয়েছে , অন্য দিকে অনেক বাংলাদেশী কোম্পানী চীন , তাইওয়ান , হংকং , সিঙ্গাপুরের সাথে ব্যবসা করছে , কাজেই প্রয়োজন হচ্ছে চীনা ও বাংলা ভাষার দোভাষী । কিন্তু এখানে চীনা ভাষা জানা লোক খুবই কম । কাজেই এক জন দোভাষীর বেতন খুবই উঁচু ।

    কিছু সংখ্যক শিক্ষার্থী চীনা ভাষা শিখছে , চীন ও চীনের ইতিহাস , সংস্কৃতি জানার জন্য । বাকিরা চীনের সাথে ব্যবসা-বাণিজ্য , চীনা কোম্পানীতে চাকুরী অথবা দোভাষী হওয়া অথবা চীনে পড়াশোনা করার উদ্দেশ্যে । এ সব শিক্ষার্থীদের চীনা ভাষা শেখার উদ্দেশ্য খুবই নির্দ্দিষ্ট এবং সে কারণে পড়াশোনায় খুবই আন্তরিক । অনেকেই কিছু দিন পড়ার পর বেশ ভালো চাইনীজ বলতে পারেন । অনেকে ২ বছর মেয়াদী সিনিয়র কোর্স সমাপ্তির পর খন্ডকালীন দোভাষীর কাজ করে দিনে ১৫০০-২০০০ টাকা , কখনো আরো বেশী টাকা আয় করে থাকে । যেহেতু চাইনীজ জানা লোকের তুলনায় প্রয়োজনীয়তা অনেক বেশী , তাই অনেক সময় দোভাষী খুঁজে পাওয়া যায় না । কখনো কখনো এক জন চীনা ভাষা জানা লোকের বিভিন্ন ধরনের কাজ বেছে নেয়ার সুযোগ থাকে । তা ছাড়া অনেকে চীনা কোম্পানীতে ফুল টাইম কাজ করে মাসে ৪০-৫০ হাজার টাকা আয় করছে । চার বছর পড়া শেষে খুব সহজেই এখানে চীনা কোম্পানীতে চাকুরী পাওয়া যায় । মাঝে মধ্যে কিছু চীনা কোম্পানী আমাকে অনুরোধ করে যেন কিছু ভাল ছাত্র ফুল টাইম/পার্ট টাইম দোভাষী হিসাবে তাদের কোম্পানীতে দেই ।

    বর্তমানে পত্রিকাতেও "চীনা বাংলা ভাষার দোভাষী আবশ্যক" বিজ্ঞপ্তি দেখা যায় । তা ছাড়া চীনা কোম্পানীগুলো চীনা ভাষা জানা বাংলাদেশীদের কোম্পানীর বিভিন্ন ম্যানেজমেন্টেও নিয়োগ করে থাকে ।