সম্ভাষণ১
你 好 ----তুমি ভালো থাকো ।
nǐ hǎo
您 好 ----আপনি ভালো থাকুন ।
nín hǎo
您 好 吗?----আপনি কেমন আছেন ?
nín hǎo ma
শব্দের অর্থঃ
你 তুমি
您 আপনি
好 ভালো
ব্যাখ্যাঃ
你 এই শব্দের উচ্চারণ বাংলায় "নী" , একে তৃতীয় স্বর বা তরঙ্গ স্বর বলা যায় । অর্থাত্ একবার নীচে নেমে আবার উপরে উঠার রীতি অনুসরণ করে এর উচ্চারণ করতে হবে ।
您 এই শব্দের উচ্চারণ বাংলায় নীন্ । এটি দ্বিতীয় অর্থাত্ আরোহী স্বর মেনে চলবে । চীনা ভাষায় আপনি আর তুমি এই দুটো শব্দের ধ্বনির কিছুটা মিল আছে ।
好 এই শব্দের উচ্চারণ মোটামুটিভাবে "হাও" । তবে "ও"টা আধাআধি উচ্চারিত হবে । এটি তৃতীয় স্বর বা তরঙ্গ স্বর মেনে চলবে ।
চীনে দিনের যে কোন সময়ে দু জনের দেখা হলে এক জন আরেক জনকে 你好 বলে সম্ভাষণ জানাতে পারেন । এর উত্তরও একই হবে । কারণ সাধারণতঃ চীনারা সম্ভাষণ করার সময়ে প্রশ্ন করেন না ।
যদি কোনো লোকের সঙ্গে আপনার প্রথম দেখা , অথবা তার বয়স আপনার চেয়ে বেশী হয় , তাহলে সম্মান দেখানোর জন্য বলবেন 您好 ।
|