 আমি থাও চৌ নামক একজন গায়ককে আপনাদের সংগে পরিচিত করতে চাই । তাঁর জন্মস্থান হলো হংকং ।তাইওয়ানে তিনি শৈশরের দিন কাটিয়েছেন । এখন তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করছেন ।তিনি কি ভাবে সংগীতের পথে চলেছেন ? এর পেছনে একটা মজার গল্প আছে । ১৯৯৩ সালে চীনের বিখ্যাত সংগীতকার ওয়াং চিফিং লস এন্জ্ঞেলেসে সাউন্ড সিস্টেম কিনছিলেন । তিনি ইরেজি বলতে পারেন না বলে ,দোকানে অন্য লোকের সংগে যোগাযোগ করার সময়ে তাঁর অনেক অসুবিধা হচ্ছিলো। ঠিক সে সময়ে থাও চৌ এগিয়ে এসে তাঁর জন্য অনুবাদ করছিলেন । যখন ওয়াং চিফিং জেনেছেন যে থাও চৌ সংগীত খুব পছন্দ করেন , তখন তিনি থাও চৌকে একটি ভীষণ ভালো সুযোগ দিয়েছেন । ওয়াং চিফিংয়ের সাহায্যে থাওচৌ তাইওয়ানে ফিরে আসার পরে , তিনি সংগীত প্রয়োজনার কাজ শুরু করবেন ।
এখন আমরা থাও চৌর এবটি গান শুনবো ।নাম হচ্ছে : প্রতিদিন । গানের কথা হলো :
রোদেলা দিন হোক বা বৃস্টির দিন , আমি একজন মেয়ের কথা খুব ভাবছি ,
তুমি আমার পাশে না থাকলে , এই অনুভূতি
এত বেদনার
প্রতিদিন আমি তোমার সংগে থাকতে চাই,
প্রতিদিন আমি তোমাকে ভালবাসি বলতে চাই ।
|