v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2004-10-29 10:59:42    
ওলিপিক গেমস

cri
    ওলিপিক গেমস হচ্ছে ওলিপিক ক্রীড়া ব্যবস্থাগুলোর একটি গুরুত্বপূর্ণ বিষয়বস্তু।এটা হলো আন্তর্জাতিক ওলিপিক কমিটির উদ্যেগে আয়োজিত একটি বহুমুখী বিশ্বব্যাপী গেমস । ওলিপিক সনদে স্পষ্টভাবে বলা হয়েছে, ওলিপিক গেমস হচ্ছে ব্যক্তিগত আর দলগত প্রতিযোগিতা ইভেন্টে ক্রীড়াবিদদের মধ্যকার প্রতিযোগিতা , দেশগুলোর মধ্যকার প্রতিযোগিতা নয়। চার বছর পর পর ওলিপিক গেমস একবার করে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী আর সমাপনী অনুষ্ঠান সহ ওলিপিক গেমসের মেয়াদ ১৬ দিন বেশি হতে পারে না।যদি ছোটির দিনে প্রযোগিতা না হয় তাহলে মেয়াদ আপনাআপনি বাড়িয়ে দেয়া হয়।

    সাধারণত লোকেরা গ্রীষ্মকালীণ ওলিপিক গেমসকে ওলিপিক গেমস বলে ডাকে।এখানে উল্লেখ্য১৯৯২ সালের আগে গ্রীষ্মকালীণ আর শীতকালীণ ওলিপিক গেমস একই বছরে অনুষ্ঠিত হয়।কিন্তু ১৯৯৪ সালের পর এই নিয়ম বদলে গেেছছে ।

    ওলিপিক সনদে নির্ধারন করা হয়েছে, ওলিপিক গেমস আয়োজনের স্বাগতিক শহরের সংগঠন আর অর্থের সার্মথ্য অনুসারে আন্তর্জাতিক ওলিপিক কমিটি এই শহরকে পরবর্তীকালের ওলিপিক গেমস আয়োজনের অধিকার দিবে কিনা তা যাচাই চরবে।যে সব দেশ আর অঞ্চের ওলিপিক কমিটি আন্তর্জাতিক ওলিপিক কমিটির স্বীকৃতি পেয়েছে সে সব দেশ আর অঞ্চলের ওলিপিক কমিটি নিজ নিজ দল গঠন করে ওলিপিক গেমসে অংশ নিতে পারে।

    ওলিপিক গেমসের আয়োজন করা স্বাগতিক দেশ আর শহরের পক্ষে রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি আর শিক্ষা ইত্যাদি ক্ষেত্রে একটি বিরাটাকারের প্রশর্দনী।এর সংগে সংগে ওলিপিক গেমসের আয়োজনের মাধ্যমে বিরাট অর্থনৈতিক আর সামাজিত ফলপ্রসুতা বয়ে আনা হবে।যে শহর আন্তর্জাতিক কমিটির অনুরোধের সংগে সংগতিপূর্ণ সে শহরের ওলিপিক গেমসের আয়োজনের অধিকার আছে। আসলে ওলিপিক গেমস আয়োজনের আবেদন জানানোর গোট প্রক্রিয়া হলো বিশ্বের কাছে স্বদেশের ভাবমূর্তি প্রকাশ করার প্রক্রিয়া।

    ক্রীড়া প্রতিযোগিতা হলো ওলিপিক গেমসের প্রধান বিষয়বস্তু।ওলিপিক গেমসের সমস্ত ইভেন্ট আন্তর্জাতিক ওলিপিক কমিটির স্বীকৃতি পাওয়া উচিত।

    ১৬ দিনব্যাপী এই ওলিপিক গেমস যেন সফল হয় সেই জন্য কয়েক বছর আগে প্রস্তুতিমূলক কাজ করতে হবে। সুতরাং স্বাগতিক দেশের পক্ষে এটা সত্যি একটি সহজ কাজ নয়।