v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2004-10-29 10:40:08    
চীনের জাতীয় কৃষক গেমস

cri
    (২০০৪/২০০৫) ২০০৪ -৫ সালের আন্তর্জাতিক স্কি ইউনিয়ানের শর্ট-ট্র্যাক স্পিড স্কেটিং বিশ্ব কার্পের হারবিন ধাপের প্রতিযোগিতা গত ২৪শে অক্টোবর শেষ হয়েছে।চীনের ক্রীড়াবিদ ওয়াংমন যথাক্রমে ৫০০ আর ১৫০০ মিটার ইভেন্টে দুটো স্বর্ণপদক অর্জন করেছেন।

    চীনের পঞ্চম জাতীয় কৃষক গেমস সাত দিন চলার পর গত ২৪শে অক্টোবর চিয়াংসি প্রদেশের ইছুয়েন শহরে সমাপ্ত হয়েছে।চীনের তাইওয়ান প্রদেশ সহ ৩২টি প্রদেশ , স্বায়ত্তশাসিত অঞ্চল এবং কেন্দ্র শাসিত মহানগর শহগুলোর প্রতিনিধি দল এবারকার কৃষক গেমসে অংশ নিয়েছে।ষষ্ঠ কৃষক গেমস ২০০৮ সালে চীনের ফোচিয়েন প্রদেশের শিয়েনচো শহরে অনুষ্ঠিত হবে।

    গত ২৪শে অক্টোবর ক্যানাডার রিছমনডে ২০০৪ সালের বিশ্ব যুব ব্যাডমিন্টন চ্যাম্পীয়নশীপের দলগত প্রতিযোগিতা সমাপ্ত হয়েছে।ফাইনাল খেলায় চীনের যুব দল ৩:০ সেটে দক্ষিণ কোরিয়া দলকে পরাজিত করে শীরোপা অর্জন করেছে।এটা হলো এই ইভেন্টের প্রতিযোগিতায় চীনের যুব দলের একটানা তিনবার শীরোপা অর্জন। মোট ২১টি দেশ আর অঞ্চলের খেলোয়াড়রা এবারকার প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।২৫ তারিখ থেকে একক দফা প্রতিযোগিতা শুরু হয়েছে। সমস্ত প্রতিযোগিতা সমাপ্ত হবে আগামী ৩০ তারিখে।

    ২০০৪-২০০৫ সালের বিশ্ব ফিগার স্কেটিংয়ের গ্রাঁ প্রীর প্রথম ধাপ প্রতিযোগিতা---মার্কিন যুক্তরাষ্ট্র ধাপের প্রতিযোগিতা গত ২৩শে অক্টোবর শেষ হয়েছে।চীনের জানডেন আর জানহাও দ্বৈত ইভেন্টের চ্যাম্পীয়ন হয়েছেন।

    ১৭তম এশিয় অনুর্ধ্ব ১৮ নারী বাস্কেটবল চ্যাম্পীয়নশীপের ফাইনাল প্রতিযোগিতা গত ২১শে অক্টোবর চীনের গুওয়ান প্রদেশের সেনজেন শহরে শেষ হয়েছে।চীনের যুবতী বাস্কেটবল দল ১০২:৭৯ পয়েন্টে দক্ষিণ কোরিয়া দলকে পরাজিত করে চ্যাম্পীয়ন হয়েছে। তারা ছ'টি খেলায় ছ বার জিতেছে।এটা হলো চীন দলের চতুর্থবার শীরোপার অর্জন।চীন দল আর দক্ষিণ কোরিয়া দল উভয়ই আগামী বছরে অনুষ্ঠিতব্য বিশ্ব যুবতী বাস্কেটবল প্রতিযোগিতায় অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করেছে।

    ২০০৪ সালের ফমিউলার ওয়ান প্রতিযোগিতা গত ২৪শে অক্টোবর ব্রাজিলে শেষ হয়েছে।উইলিয়ামস গাড়ী বহরের কলম্বিয়ার চালক মনটোয়া এই প্রতিযোগিতায় শীরোপা অর্জন করেছেন।ব্রাজিল হচ্ছে ২০০৪ সালের ফমিউলার ওয়ান প্রতিযোগিতার শেষটি ধাপ ।

    এতক্ষণ আপনারা দেশী-বিদেশী ক্রীড়া খবর শুনলেন।এখন চীনের জাতীয় কৃষক গেমস সম্বন্ধে কিছু বর্ণনা করবো।চীনের পঞ্চম জাতীয় কৃষক গেমস গত ১৮ই থেকে ২৪শে অক্টোবর পর্যন্ত চিয়াংসি প্রদেশের ইছুন শহরে অনুষ্ঠিত হয়েছে।তাইওয়ান প্রদেশ সহ সারা চীনের ৩২টি প্রনিতিদলের ২৫৬০ জনেরও বেশী ক্রীড়াবিদ, ৭০০রও বেশী পরিচালক আর কোর্চ এবং ৮৩০ জন রেফারি এবারকার গেমসে অংশ নিয়েছেন।তা ছাড়া হংকং আর ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চল পর্যবেক্ষন দলও পাঠিয়েছে।এটা শুধু যে নব শতাব্দীতে চীনের আয়োজিত সবচেয়ে বড় আকারের একটি কৃষক গেমস তা নয় সারা দেশের বিভিন্ন জায়গা থেকে আসা কৃষকদের একটি বড় সমাবেশ আর সম্মিলনীও বটে।

    ১৯৮৮ সালে চীনের জাতীয় কৃষক গেমসের জম্ম হয়। চার বছরে একবার করে আয়োজন করা হয়।এর আগে পেইচিং , হুপেই প্রদেশের শিওগান অঞ্চল, সাংহাই শহরে এবং সিছুয়েন প্রদেশের মিয়েনইয়াং শহরে অনুষ্ঠিত হয়েছিলো।

    ১৯৮৮ সালের ৯ই থেকে ১৬ই সেপ্টেম্বর পর্যন্ত চীনের প্রথম জাতীয় কৃষক গেমস অনুষ্ঠিত হয়।দেশের বিভিন্ন জায়গা থেকে আসা তিন হাজারেরও বেশী কৃষক এই গেমসে অংশ নেন।দৌড় ঝাঁপ নিক্ষেপ, বাস্কেটবল, চীনারীতির কুস্তি, সাইকল পৃভৃতি সাতটি ইভেন্ট এই গেমসে অন্তর্ভূক্ত হয়েছে।

    ১৯৯২ সালের ১০ই থেকে ১৯শে অক্টোরব পর্যন্ত হুপেই প্রদেশের শিওগান অঞ্চলে দ্বিতীয় জাতীয় কৃষক গেমস অনুষ্ঠিত হয়।দেশের নেতারা যথাক্রমে এবারকার গেমসের জন্য অভিলেখন লিখে দিয়েছেন। দশ হাজারেরও বেশী লোক উদ্বোধনী অনুষ্ঠানের সাংস্কৃতিক প্রদর্শনীতে যোগ দিয়েছেন ।

    ১৯৯৬ সালের ১২ই থেকে ২০শে অক্টোবর পর্যন্ত সাংহাইএ তৃতীয় জাতীয় কৃষক গেমস অনুষ্ঠিত হয়।৩০টি প্রতিনিধি দলের ২৪০০ জন ক্রীড়াবিদ ১০টি ইভেন্টের প্রতিযোগিতায় অংশ নিয়েছেন।তৃতীয় জাতীয় কৃষক গেমসে কয়েকটি পল্লী- ক্রীড়ার প্রদর্শনী ইভেন্ট যুক্ত হয়েছে।

    ২০০০ সালের ২৯শে অক্টোরব থেকে চোঠা নভেম্বর পর্যন্ত সিছুয়ানের মিয়েনইয়াংএ চতুর্থ জাতীয় কৃষক গেমস আয়োজন করা হয়।তাইওয়ান প্রদেশ সহ সারা দেশের ৩২টি প্রতিনিধি দল এবং হংকং ও ম্যাকও বিশেষ প্রশাসনিক অঞ্চলের দুটো পর্যবেক্ষণ দলের প্রায় দশ হাজার ক্রীড়াবিদ, কোর্চ এবং রেফেরি এই গেমসে অংশ নিয়েছেন।