প্রথম ওলিম্পিক গেমসের এক শো মিটার দৌড় প্রতিযোগিতার চ্যাম্পীয়ন, মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত দৌড়বিদ টোমাস বার্ক সম্বন্ধে কিছু বর্ণনা করবো।
মার্কিন যুক্তরাষ্ট্রের দৌড়-ঝাঁপ-নিক্ষেপ ইতিহাসে টোমাস বার্কের নাম উল্লেখ না করা চলবে না।১৮৯৬ সালে এথেন্সে প্রথম ওলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়।টোমাস বার্ক এক শো মিটার দৌড় প্রতিযোগিতায় অংশ নেন।তখন স্প্রিন্ট দৌড় প্রতিযোগিতায় নির্দিষ্ট (runaway posture, starting pose) স্টাডিং দৌড়ের ভংগি ছিল না।দৌড়বিদদের মধ্যে কেউ কেউ দাঁড়ায়, কেউ কেউ দুই হাত কোময়ে রেখে দাঁড়ায়, কেউ কেউ দেহ এক পাশে ঘুরে আধা উবু হয়ে বসে, আবার কেউ কেউ রক নিয়ে দু হাত মাটির উপর রেখে দেয়।এক কথায় একজন আরেক জনের ভংগি সম্পূর্ণ আলাদা । মাত্র টোমাস বার্ক দুই হাত মাটির উপর রেখে এক পা সামনে আর এক পা পিছনে রেখে নিতম্ব উচু করিয়ে ভংগি করেন।তাঁর এই অদ্ভুত ভংগি দেখে উপস্থিত দর্শকরা সবাই হেসে উঠল।কিন্তু স্টাডিং সংকেতের পর তিনি সবাইয়ের আগে সমাপ্তি স্থলের দিকে ছুটে পড়েন।উল্লেখযোগ্য বাছাই প্রতিযোগিতায় তিনি ১১ দশমিক ৮ সেকেন্ট সময় নিয়ে চূড়ান্ত প্রতিযোগিতায় উন্নীত হন।চূড়ান্ত প্রতিযোগিতায় তিনি ১১ সেকেন্ট সময় নিয়ে শীরোপা পান।আগের ৪০০ মিটার দৌড় প্রতিযোগিতায় তিনিও শীরোপা অর্জন করেন।পরে জানা গেছে যে বার্কের এই স্টাডিং দৌড়ের ভংগি অষ্ট্রেলিয়ার ক্যাংগারুর ভংগির অনুশীলনে সৃষ্টি হয়।টোমাস বার্কের সাফল্য থেকে এই ধরনের প্রযুক্তির শ্রেষ্ঠতা আর বিজ্ঞানকরণপ্রমাণিত হয়েছে ।পরে বারংবার সংস্কার ও সম্পূর্ণ করার পর আধুনিক দৌড় ঝাঁপ নিক্ষেপ প্রতিযোগিতায় এই স্টাডিং দৌড়ের ভংগি গ্রহণ করা হয়।
|