v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2004-10-28 21:33:57    
 বিশ্ববিদ্যালয়ের ক্রিড়াচর্চা বিশ্বের অনেক দেশে খুব জনপ্রিয় হয়েছে

cri
    বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ক্রিড়াচর্চা বিশ্বের অনেক দেশে খুব জনপ্রিয় হয়েছে এবং তা বিভিন্ন দেশের ক্রিড়ার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ।কিন্তু তার প্রতিপক্ষে দীর্ঘদিন ধরে সরকারের অর্থ সাহায্যে পেশাগত ক্রিড়া দলে চীনের শ্রেষ্ঠ ক্রিড়াবিদদের তৈরী করা হয় । সাম্প্রাতিক বছরগুলোতে ক্রিড়া শিল্পের সামাজিকীকরণ হওয়ার ফলে এই ক্ষেত্রে কিছুটা পরিবর্তন ঘটেছে ।চীনে এখন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উদ্যোগে উচ্চ মানের ক্রিড়া দল গড়ে তোলার পরিকল্পনা শুরু হয়েছে ।

    গত কয়েক বছর ধরে ,চীনে যে জাতীয় বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের বাস্কেট বল প্রতিযোগিতা অর্থাত্ সি ইউ বি এ এবং ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে তার মান উন্নত থেকে উন্নততর হয়েছে। সুতরাং এটা শুধু উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর উপর নয় সমাজের উপরও অত্যন্ত প্রভাব ফেলেছে । এখন অধিক থেকে অধিকতর ছাত্রছাত্রীরা এতে অংশ নিয়েছেন এবং অধিক থেকে অধিকতর লোক এর দিকে মনোযোগ দিয়েছেন । প্রত্যেক বার যখন এ সব প্রতিযোগিতার আয়োজন করা হয়, তখন কেন্দ্রীয় আর স্থানীয় টেলিভিশনে এ সব প্রতিযোগিতার খবর সম্প্রচারিত হয় ।

    কিছু দিন আগে , চীনের তিয়েনচিন শহরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উসু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল । যদিও অংশ গ্রহণকারীরা সবই ছাত্রছাত্রী,তবু তারা যে নৈপুণ্য দেখিয়েছেন তা পুরোপুরি পেশাগত মানে পৌছেছে বললেই চলে। কিন্তু তারা বিশ্ববিদ্যায়ে থাকতে চান ,পেশাগত ক্রিড়া দলে যেতে চান না । কারণ তাঁরা জানেন, পেশাগত ক্রিড়া দলে গেলে প্রশিক্ষণ ছাড়া আরো অনেক কিছু করতে পারেন না । ওয়াং উয়ে নামে একজন ছাত্র সংবাদদাতাকে বলেছেন,

    পেশাগত ক্রিড়া দলে থাকলে প্রতি দিন দশ ঘন্টা চর্চা করতে হয় । তাদের অন্যান্য জ্ঞান লাভ করার সুযোগ আর সময় বেশী থাকেনা । কিন্তু এখন আমরা দিনে পড়াশুনা করতে পরি, আবার রাতেরবেলায় বা অবসর সময়ে আমরা প্রশিক্ষণ গ্রহণ করতে পারি । উপরন্তু নতুন যুগের বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে বহুমুখী গুণমান বাড়াতে হবে ,যাতে আধুনিক সমাজের বিকাশের সংগে তাল মেলাতে পারি । চীনের উসু ক্রিড়া ব্যবস্থাপনা কেন্দ্রের প্রতিযোগিতা বিভাগের পরিচালক ওয়াং চিন হাই উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে উচ্চ মানের ক্রিড়া দল বিকশিত করার তাত্পর্য উদঘাটন করেছেন । এ প্রসংগে তিনি বলেছেন ,

    যে কোনো একটি তত্পরতায় ভিন্ন স্তরের লোক নিয়োগ করলে ভিন্ন ফলাফল হতে পারে । জ্ঞানের দিক থেকে যাদের স্তর উচু তারা এই তত্পরতার জন্যে সম্পুর্ণ নতুন বিষয়বস্তু এনে দিতে পারেন এবং এই তত্পরতার মূল্যও বাড়িয়ে দিতে পারেন ।তাছাড়া ,চীনের রাষ্ট্রীয় বহুমুখী শক্তি বাড়া এবং অর্থনৈতিক মান বিকশিত হওয়ার সংগে সংগে বিভিন্ন ক্ষেত্রের ব্রত বিশ্বের সংগে আরো সংযুক্ত হয়েছে । বলাবাহুল্য ক্রিড়া শিল্পও এই প্রবণতার সংগে তাল রেখে চলতে হয় । ভবিষ্যতে কেবলমাত্র সরকারের উপর নির্ভর করে উচ্চ মানের ক্রিড়াবিদদেরকে তৈরী করা চলবে না । দেশের অর্থনীতির সার্বিক মান উন্নত হওয়ার সংগে সংগে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে গড়ে তোলা ক্রিড়া দলের সংখ্যা ক্রমে ক্রমে বাড়বে । এটা থেকে বুঝা যায় যে , চীনের ক্রিড়া মহল স্পষ্টভাবে উপলদ্ধি করেছে, চীনের ক্রিড়া শিল্প আরো বিকশিত করা এবং তার মান আরো উন্নত করার জন্যে জ্ঞান ,সংস্কৃতি এবং উচ্চ গুণমানসম্পন্ন এক দল দক্ষ ব্যক্তি থাকতে হতে।

    তিয়েনচিন প্রযুক্তি ও বিজ্ঞান ইনস্টিউটের প্রেসিডেন্ট জু সি হো অনেক বছর ধরে ক্রিড়া শিক্ষাদানে নিয়োজিত হন ।উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উদ্যোগে উচ্চ মাসের ক্রিড়া দল গড়ে-তোলা প্রসংগে তিনি নিজের ধারণা উপষ্হপান করেছেন ।তিনি বলেছেন ,

    ক্রিড়াবিদদের ক্রিড়া মান বাড়ানোর বিষয়টি সাধারণত দু'ভাগে ভাগ করা যায় । একটি হলো প্রশিক্ষণের মান, আরেকটি হলো ক্রিড়াবিদদের নিজস্ব গুণমান ।যদি আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি দৈনিক প্রশিক্ষণে মিশিয়ে দেওয়া হয়,তাহলে এই মেশামেশি যত বেশী হয় প্রশিক্ষণের মান শীঘ্রই ততই উন্নত হয় । এই লক্ষ্য বাস্তবায়িত করতে হলে কোচ এবং ক্রিড়াবিদদের উচ্চ সংস্কৃতি সম্পন্ন গুণমান থাকা দরকার ।

    দীর্ঘ সময় ধরে চীনের সবচেয়ে বড় শহর সাংহাইত্রর ক্রিড়া শিল্প অপেক্ষকৃত উন্নত । গত কয়েক বছরে এই মহা নগরে একটি গুরুত্বপূর্ণ সংস্কার চালু হয়েছে । বর্তমানে এই মহা নগরের সমস্ত প্রথম এবং দ্ধিতীয় স্তরের পেশাগত ক্রিড়া দলকে শহরে পুরোপুরি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর উদ্যোগে উচ্চ মানের ক্রিড়া দল গড়ে তোলার লক্ষ্য বাস্তবায়িত হয়েছে ।চীনের আরেকটি মহা নগর তিয়েনচিনেও যথোচিত ব্যবস্থা নেয়া হয়েছে ।তিয়েনচিন শহরের শিক্ষা কমিশনের কর্মকর্তা গু চিন টিন বলেছেন,

    বর্তমানে তিয়েনচিন শহরে দশটি বিশ্ববিদ্যায়ে নিজেদের উচ্চ মানের ক্রিড়া দল আছে । যার ফলে তিয়েনচিন শহরের ক্রিড়া ক্ষেত্রে প্রানচাঞ্চল্য দেখা দিয়েছে । সম্প্রতি তিয়েনচিনের ক্রিড়ার মান বাড়ানোর নতুন পথ খুঁজে বের করার জন্যে তিয়েনচিনের ক্রিড়া ব্যুর্রো এবং শিক্ষা কমিশন একটি পরিকল্পনা প্রণয়ন করছে ।এটা হলো শিক্ষার সংগে ক্রিড়ার সমন্বয়ের পথ । প্রত্যেক বছর সারা দেশে নতুন ছাত্রছাত্রীদের সংগ্রহ করার সুযোগে বিভিন্ন জায়গার শ্রেষ্ঠ ক্রিড়াবিদদেরকে তিয়েনচিনের বিশ্ববিদ্যালয়গুলোতে আকর্ষণ করার চেষ্টা চালানো হয় । অনুমান করা যায় যে , অদূর ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের ক্রিড়া চীনের ক্রিড়া বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান অধিকার করবে এবং বিরাট ভূমিকা পালন করবে ।