এবছরের প্রথমার্ধে চীন সরকার পরপর কৃষিকর লাঘব ও মওকুফের ধারাবাহিক নীতি প্রকাশ করার ফলে ক্রমেই চীনের আরো বেশী কৃষকের করের বোঝা বিপুলমাত্রায় কমেছে ।
পেইচিংয়ে অনুষ্ঠিত চীনের জাতীয় কৃষিকর সংক্রান্ত কর্মসম্মেলন সূত্রে জানা গেছে , এ পর্যন্ত চীনের চিলিন , হেইলুংচিয়াং , পেইচিং ও থিয়েনচিন এই চারটি প্রদেশ ও কেন্দ্রশাসিত মহানগরে সার্বিকভাবে কৃষিকর মওকুফ করা হয়েছে । তাছাড়া অন্যান্য প্রদেশে যে পরিমান কৃষিকর মওকুফ করা হয়েছে তা এই বছরের গোড়ার দিকের তুলনায় দ্বিগুন বেড়েছে । কৃষিকর মওকুফ ও লাঘবের ফলে কৃষকদের বোঝা বাইশ বিলিয়ন ইউয়ান রেনমিনপি কমেছে । তার উপর বিশেষ কৃষিজ পণ্য কর বাতিল করা হয়েছে বলে কৃষকদের বোঝা মোট আটাশ বিলিয়ন ইউয়ান রেনমিনপি অর্থাত ত্রিশ শতাংশের বেশী কমেছে ।
|