v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2004-10-27 10:16:22    
সাংহাইয়ের প্রতিবন্ধীদের কল্যানব্রত

cri
    সাংহাইয়ের প্রতিবন্ধী ফেডারেশনের নেতা কোং চিআথাও সাংহাইয়ের প্রতিবন্ধীদের কল্যাণব্রতের উন্নয়ন আর প্রতিবন্ধীদের সামাজিক নিশ্চয়তাব্যবস্থা সম্পর্কে জানিয়েছেন : গত পাঁচ বছরে সাংহাইয়ের অর্থনীতি যেমন দ্রুত বেড়ে চলেছে, তেমনি সমাজকল্যাণের নানা কাজকর্মেরও উন্নতি হয়ে চলেছে, ফলে প্রতিবন্ধীদের জন্যে কল্যাণব্যবস্থার দ্রুত বিকাশ হয়েছে । এই পাঁচ বছরে সাংহাইয়ের প্রতিবন্ধীদের জীবনযাত্রার বাস্তব অবস্থার লক্ষণীয় উন্নতি হয়েছে, প্রতিবন্ধীদের আত্মবিশ্বাস আর আশাবাদী মনোভাব গড়ে উঠছে ।

    প্রতিবন্ধীদের সামাজিক নিশ্চয়তাব্যবস্থা প্রসংগে কোং চিয়াথাও বলেছেন, প্রথমত: ব্যবস্থার উন্নতিসাধন: শহরে গুরুতর প্রতিবন্ধীদের মধ্যে যারা বেকার তাদের জীবনযাত্রার মৌলিক নিশ্চয়তার ব্যবস্থা নেয়া হয়েছে । তাদের মাথাপিছু পাঁচ শো ইউয়ান বা একষটি মার্কিন ডলারের বার্ষিক চিকিত্সা ভাতা দেয়া হয়, দু হাজার দুই সালের শেষ দিকে সাংহাইয়ের ২১ হাজার ন'শো ছেচল্লিশ জন গুরুতর প্রতিবন্ধী জীবনযাত্রার নূণ্যতম নিশ্চয়তাব্যবস্থা উপভোগ করেন, ১৩ হাজার ১৮ জন গুরুতর প্রতিবন্ধী অবসরভাতার আওতাভুক্ত হয়েছেন । দ্বিতীয়ত: তাদের সামাজিক বীমা ত্বরান্বিত করা । কর্ম থেকে সরে যাওয়া আট হাজার চার শো তেষট্টি জন প্রতিবন্ধীর জন্যে সামাজিক বীমার ব্যবস্থা করা হয়েছে । এ বছর যারা অবসর নেয়ার বয়স অতিক্রমণ করেছে তারা অবসরভাতা ভোগ করতে শুরু করেছেন । তৃতীয়ত : প্রতিবন্ধীদের জন্যে বিশেষ শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে । প্রতিবন্ধী শিশুদের শতকরা ৯৫ জনেরও বেশী লোক স্কুলে ভর্তি হয়েছে । এক শো উনপঞ্চাশ জন প্রতিবন্ধী ছাত্রছাত্রী উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন । প্রতিবন্ধীদের ছয়টি পেশাগত প্রশিক্ষণ প্রতিষ্ঠান স্থাপন করা হয়েছে, মোট ২১ হাজার পাঁচ শো পঞ্চাশ জন প্রতিবন্ধী তাতে প্রশিক্ষণ পেয়েছেন । গত পাঁচ বছরে প্রতিবন্ধীদের জন্যে নানা সাহায্যভাতা হিসেবে এক কোটি দশ লক্ষ মার্কিন ডলারেরও বেশী অর্থ বন্টন করা হয়েছে এবং নানা উত্সব উদযাপনের জন্যে প্রায় ৩৫ লক্ষ ডলার অথর্থ উত্সবভাতা হিসেবে বন্টন করা হয়েছে এক লক্ষ দশ হাজার প্রতিবন্ধীর মধ্যে ।

    প্রতিবন্ধীদের স্বাস্থ্য পুনরুদ্ধারের কাজের ওপর গুরুত্ব আরোপ করে মিঃ কোং বলেছেন, রাষ্ট্রের নির্দেশ অনুসারে আমরা পাঁচ বছর প্রয়াস চালিয়ে প্রতিবন্ধীদের স্বাস্থ্য পুনরুদ্ধরের কাজ করেছি, ফলে তাদের জন্যে মোট চার লক্ষ ৫৭ হাজার ৯৭৪ পার্সন টাইমস স্বাস্থ্যপুনরুদ্ধারের পরিসেবা যুগিয়ে দেয়া হয়েছে । তাদের স্বাস্থ্যের জন্যে বীনা খরচে দুই লক্ষ ৬২ হাজারটিরও বেশী প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা হয়েছে, ২৮ হাজার আট শো তিরিশ জন বিকলাংগের জন্যে নকল অংগ সরবরাহ করা হয়েছে । সাংহাই শহরে প্রতিবন্ধী শিশুদের জন্যে ৬০টি স্বাস্থ্যপুনরুদ্ধারকেন্দ্র স্থাপিত হয়েছে । শত করা ৮০ ভাগ পাড়ায় আর ৫০ ভাগ টাউনশীপ বা ইউনিয়নে স্বাস্থ্যপুনরুদ্ধার প্রশিক্ষণ আর পরিসেবার কাজ চালানো হয়েছে ।

    প্রতিবন্ধীদের তৃণমূল সংগঠন আর তাদের পরিসেবা বা সুবিধার জন্যে নানা স্থাপনা গড়ে তোলা হয়েছে । মিঃ কোং বলেছেন : প্রতিবন্ধীদের তৃণমূল সংগঠনে পূর্ণাংগ ব্যবস্থা স্থাপন করা হয়েছে । বর্তমানে সাংহাই শহরে তিন হাজার চার শোরও বেশী পাড়া কমিটির প্রত্যেকটিতেই প্রতিবন্ধী সমিতি প্রতিষ্ঠিত হয়েছে । উপকন্ঠের গ্রামাঞ্চলে সাত শো সাতান্নটি গ্রামে প্রতিবন্ধীসমিতি বা গ্রুপ প্রতিষ্ঠত হয়েছে । সর্বত্রই প্রতিবন্ধীদের পরিসেবাকেন্দ্র স্থাপিত হয়েছে । তাদের সুবিধার জন্যে নানা অবকাঠামোগত স্থাপনা গড়ে তোলা হয়েছে । ১৯৯৮ সালের তুলনায় দু'হাজার দুই সালে প্রতিবন্ধীদের পরিসেবার অবকাঠামোর আয়তন ১৬ হাজার বর্গমিটার বাড়ানো হয়েছে । এই সব ব্যবস্থা পরিদর্শন করতে এসেছিলেন কয়েক ডজন দেশ আর অঞ্চলের ১৩৯ কিস্তির ১২ হাজার জনেরও বেশী প্রতিবন্ধী প্রতিনিধি । সাংহাই শহরের প্রতিবন্ধী সমিতির উদ্যোগে ৪৭৯ জন প্রতিবন্ধী শিল্প, ক্রীড়াবিদ আর কর্মী বিদেশভ্রমণে গিয়েছিলেন । সাংহাইয়ে সাফল্যের সংগে জাতীয় প্রতিবন্ধীদের গেম্স আর এশিয় ও প্রশান্তমহাসাগরীয় অঞ্চলের প্রতিবন্ধীসমিতির নেতাকর্মী প্রশিক্ষণ কোর্স ও সেমিনার আয়োজিত হয়েছে ।

    সাংহাইয়ের প্রতিবন্ধী বিষয়ক কাজের সাফল্য আর ভবিষ্যত্ প্রসংগে মিঃ কোং বলেছেন, সাফল্যের সারসংকলনের সংগে সংগে সচেতনভাবে উপলব্ধি করা উচিত যে, অন্যান্য ক্ষেত্রের তুলনায় আমাদের সাফল্য খুবই সামান্য, শহরের অর্থনীতি ও সমাজের যতটা উন্নয়ন হয়েছে আমাদের প্রতিবন্ধীবিষয়ক কাজে ততটা সাফল্য অর্জিত হয় নি, বা তার সংগে তাল মিলিয়ে এগিয়ে যেতে পারি নি । প্রতিবন্ধীদের কর্মসংস্থান, স্বাস্থ্যপুনরুদ্ধার আর শিক্ষাক্ষেত্রে অনেক কিছু করার আছে, কাজ আরও জোরদার করতে হবে, প্রতিবন্ধীদের তৃণমূল সংগঠনের ভূমিকা আরও পরিস্ফূর্ত করতে হবে ।

    ভবিষ্যতে সাংহাইয়ের অর্থনৈতিক ও সামাজির উন্নয়নের সংগে সংগে প্রতিবন্ধীবিষয়ক কাজের আরও উন্নতি ঘটাতে হবে, বিশেষ করে সংশ্লিষ্ট আইনবিধি পূর্ণাং করে তুলতে হবে, প্রতিবন্ধীদের সামাজিক নিশ্চয়তাব্যবস্থা উন্নত করতে হবে, প্রতিবন্ধীবিষয়ক কাজের আন্তর্জাতিকায়ন, তথ্যায়ন, বাজারায়ন, আইনায়নের গতি দ্রুততর করতে হবে, যাতে প্রতিবন্ধীরাও তুলনামূলক স্বচ্ছল জীবনের সমাজে প্রবেশ করতে পারেন, তার মজবুত ভিত্তি স্থাপন করতে হবে ।