v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2004-10-27 14:24:18    
বসন্তের মুকুল পরিকল্পনাকে সাহায্য দেয়া

cri
    উন্নয়নশীল দেশগুলোর মেয়েরা নানা কারনে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত । চীনে অভাব-অনটনের দরুন যে সব মেয়ে স্কুলে যাওয়া বন্ধ করতে বাধ্য হয়েছে, তাদের সাহায্য করার জন্য চীনের সংশ্লিষ্ট বিভাগের প্রচেষ্টায় "বসন্তের মুকুল" নামে একটি পরিকল্পনা প্রনয়ন করা হয়েছে । "বসন্তের মুকুল" নামক পরিকল্পনা বিভিন্ন মহলের সমর্থন পেয়েছে । সম্প্রতি চীনে নিযুক্ত দশ জনেরও বেশী আফ্রিকান রাষ্ট্রদূতের স্ত্রীরা পেইচিংয়ের উপকন্ঠের একটি স্কুলে গিয়ে ৫৭জন ছাত্রীকে ৪০হাজার ইউয়ানের অনুদান দিয়েছেন, যাতে তারা স্কুলের পড়াশোনা শেষ করতে পারে । পেইজিংয়ের মেনথৌ গৌ বিভাগের দাছুন গ্রামের স্কুলের একশোরও বেশী ছাত্রছাত্রীর মধ্যে ৫৭জনই ছাত্রী । আফ্রিকান রাষ্ট্রদূতদের স্ত্রীদের অনুদান পেয়ে তিন বছরের বেতন আর বই ও খাতা কেনার খরচ নিয়ে তাদের আর কোনো মাথাব্যথা নেই । অনুদান অনুষ্ঠানে সিয়েরালিয়নের রাষ্ট্রদূতের স্ত্রী হাননা দিয়েন বলেছেন, আমাদের পক্ষে আজ একটি অবিস্মরনীয় দিন । কারন আমরা বসন্তের মুকুল নামক পরিকল্পনার জন্য অবদান রাখতে পেরেছি । অসহায় মেয়েদের সাহায্য করা আমাদের অর্থ সংগ্রহের উদ্দেশ্য । কারন প্রায় সকল উন্নয়নশীল দেশের ছোটো মেয়েরা নানাকারনে শিক্ষাগ্রহণের সুযোগ পায় না । আমরা আফ্রিকান রাষ্ট্রদূতদের স্ত্রী হলেও সকলেই মা । ক্ষুদে মেয়েরা যাতে লেখাপড়া শিখতে পারে এবং যাতে আদর আর ভালোবাসা পায়, তার জন্য আমরা চেষ্টা করব ।

    স্কুল-চূ্যত ছাত্রীরা যাতে স্কুলে ফিরে আসে, তার জন্য চীনের নারী ফেডারেশন ১৯৯৪ সালে বসন্তের মুকুল নামক পরিকল্পনা প্রনয়ন করে । এই প্রসংগে চীনের নারী ফেডারেশনের ভাইস চেয়ারপারসন মাদাম হুয়া ফু চৌ বলেছেন, আমাদের চোখে স্কুলের মেয়েরা কুঁড়ির মত, বসন্তের হাওয়া বইতে না বইতে ফুটবে । আজকের মেয়ে ভবিষ্যতের মা । তাদের শিক্ষিত করে তোলার মানেই নতুন প্রজন্মের শিক্ষিত মা গড়ে তোলা ।ভবিষ্যতের মায়েরা শিক্ষিত হোন-এটা চীনের সমাজের সকল মহলের অভিন্ন অভিপ্রায় ।

    চীনের ছোটো মেয়েদের লালনের জন্য অনেক বিদেশী বন্ধুও সাহায্যের হাত বাড়িয়েছেন । আফ্রিকান রাষ্ট্রদূতদের স্ত্রীদের বদান্যতা বসন্তের মৃদু বায়ুর মত দাছুন গ্রামের স্কুলের ছাত্রীদের হৃদয়ে দোলা দিচ্ছে । বিদেশী মায়েদের আর্থিক সাহায্য পেয়ে তারা অত্যন্ত কৃতজ্ঞ । বিদেশী মায়েরা তাদের ক্লাসরুম দেখতে গেলে তারা ইংরেজী ভাষায় তাঁদের স্বাগত জানালো ।

    আফ্রিকান রাষ্ট্রদূতদের স্ত্রীদের অনুদান প্রসংগে মাদাম হুয়া ফু চৌ বলেছেন, অনুদানের পরিমান কম বা বেশী তা বড় কথা নয় । তাঁদের অনুদান চীন ও আফ্রিকান জনগণ বিশেষ করে চীন ও আফ্রিকার নারী সমাজের মৈত্রীর প্রতীক । শিশুদের বিশেষ করে মেয়েদের যত্ন নেয়া আমাদের সকল উন্নয়নশীল দেশের অভিন্ন বাসনা । এই দিক থেকে আমাদের অভিন্ন ভাষা আছে ।

অনুদান প্রদান অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা রাষ্ট্রদূতদের স্ত্রীদের গলায় চীনা শিশুদের সম্মানসুচক লাল রুমাল পরিয়ে তাঁদের সর্বোচ্চ শ্রদ্ধা জানায় ।