v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2004-10-22 15:12:51    
লেনোভো কোম্পানি আর ওলিম্পিক গেইম্স

cri
    প্রীয় বন্ধুরা, যদি আপনি এখন ২০০৬ সালের টোরিনো শীতকালীন ওলিম্পিক গেইমসের একটি চমত্কার প্রতিযোগিতা দেখছেন, ঠিক সেই মুহূর্তে হঠাত আপনার নেটওর্য়াকের সমস্যা হলো, আপনি নিশ্চয়ই খুব বিরক্ত হবেন। কিন্তু আপনি চিন্তা করবেন না, কারন বিশেষ গবেষণাপ্রসূত সার্ভারের মাধ্যমে ওলিম্পিক তথ্য কেন্দ্র দ্রুতভাবে সমস্যা খুঁজতে পারে এবং স্বয়ংক্রিয়ভাবে যন্ত্রপাতিগুলো বদলে দেবে, যাতে আপনি নির্বিঘ্নে প্রতিযোগিতা উপভোগ করতে পারেন। এই সার্ভারের সরবরাহক হল চীনের সুবিখ্যাত একটি কম্পিউটার কোম্পানী --- লেনোভো কোম্পানি। বর্তমানে লেনোভোর অনেক পণ্য ২০০৬ সালের টোরিনো শীতকালীন ওলিম্পিক গেইম্সের প্রস্তুতীকাজে ব্যবহৃত হয়েছে।

    বিশ বছর আগে, আন্তর্জাতিক ওলিম্পিক কমিটি বিশ্ব অংশীদার কর্মসূচী শুরু করেছে। যেসব প্রতিষ্ঠান এই তত্পরতায় যোগ দিতে পারে সেগুলো বিশ্বের প্রথম শ্রেণীর প্রতিষ্ঠ্ন,তারা যথাসাধ্য আর্থিক ও প্রযুক্তিগতভাবে ওলিম্পিক গেইমসকে সমর্থন করবে। এই বছরের মার্চ মাসে, লেনোভো কোম্পানি আন্তর্জাতিক ওলিম্পিক কমিশনের সংগে চুক্তি স্বাক্ষরকারী কোম্পানিগুলোর মধ্যে প্রথম চীনা কোম্পানি হয়েছে ।

    চুক্তি অনুযায়ী, লেনোভো ২০০৬ সালে টোরিনো শীতকালীন ওলিম্পিক গেইমস এবং ২০০৮ সালে পেইচিং গ্রীষ্মকালীন ওলিম্পিক গেইমসের জন্য যন্ত্রপাতি ও আর্থিক সমর্থন যোগাবে। লেনোভোর একজন প্রকৌশলী চৌ থাও বলেছেন:

"লেনোভো টোরিনো ওলিম্পিকের জন্য, পরিসেবা ,ডাটা সংরক্ষণ ব্যবস্থা, নোটবুক কম্পিউটার, ডেস্কটপ কম্পিউটার এবং প্রিনটার সরবরাহ করা। এগুলো প্রধানত প্রতিযোগিতা পরিচালন ব্যবস্থায় ব্যবহৃত হয়, যেমন ভাষ্যকারের জন্য তথ্য ব্যবস্থা,ক্রীড়াঙ্গনের রেকট ব্যবস্থা আর অফিস ব্যবস্থা।" আর ঠান্ডা আবহাওয়ার জন্য লেনোভো বিশেষ করে এক রকম শীত-সহিষ্ণু কম্পিউটার সৃষ্টি করেছে ,তা ভীষন ঠান্ডাতেও সঠিকভাবে কাজ করতে পারে। টোরিনো ওলিম্পিক গেইমসের ক্রীড়াঙ্গনের বিভিন্ন পরিবেশে অবস্থিত হবে বলে, লেনোভোর উত্পাদিত বস্তুর পরিচালনার ক্রিয়াকলাপ উন্নত হয়েছে, যাতে কর্মকারীরা অবিলম্বে ভিন্ন মাঠের অবস্থা জানতে পারে।

    অফিসের ব্যবস্থা ছাড়া, লেনোভোর প্রতিযোগিতা সম্প্রচার ব্যবস্থাও খুব অসাধারণ। প্রকৌশলী চৌ থাও বলেছেন:

"টোরিনো ওলিম্পিক গেইমসে বহুসংখ্যক দেশের ভাষ্যকাররা লেনোভোর ব্যবস্থা ব্যবহার করবেন। তাঁরা শুধু একটি আঙ্গুল দিয়ে কম্পিউটারের পর্দা স্পর্শ করে সব খেলোওয়ারের তথ্য ও ঐতিহাসিক সংশ্লিষ্ট ক্রীড়া প্রতিযোগিতা এমনকি সেদিনের আবহাওয়া এইসব জানতে পরবেন।" প্রতিটি প্রতিযোগিতার পর, ফলাফল হলো সবার তৃষিত প্রত্যাশা। লেনোভোর সম্প্রচার ব্যবস্থা তখন প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করার দায়িত্ব পালন করা। এই ব্যবস্থার প্রেরণের গতি ও যথার্থতার মান প্রভৃতি আন্তর্জাতিক মানদন্ডে পৌছেছে।

    লেনোভোর পন্য দিয়ে টোরিনো ওলিম্পিক গেইমসের সম্পাদন নিয়ে, আন্তর্জাতিক ওলিম্পিক কমিটির বিপনন উন্নয়ন বিভাগের চেয়ারম্যান হেইবার্গ তাঁর ইতিবাচক মূল্যায়ন করেছেন:

"সবাই জানেন যে, লেনোভো সহ ওলিম্পিক অংশীদার পরিকল্পনায় অংশগ্রহণকারীদের ভালো ভাবমূর্তি আছে, তাদের পন্যের গুনগত মান চমত্কার। নিজের প্রচেষ্টায় অন্যান্য অংশীদারের মতো লেনোভোও ওলিম্পিক কমিটি এবং স্বাগতিক শহরের আস্থা পেয়েছে, এবং বিভিন্ন দেশের ওলিম্পিক প্রতিনিধি-দলগুলো ও ক্রীড়া-মোদীদের বিশ্বাস অর্জন করবে। "

    ওলিম্পিক গেইমসের অন্যান্য অংশীদারের তুলনায়, লেনোভোর উন্নয়নের সময় শুধু ২০ বছর,কিন্তু এই ২০ বছরে তার বিকাশ খুব দ্রুত:লেনোভো এখন চীনের হাই-টেক শিল্পগুলোর প্রতিনিধি; কম্পিউটার উত্পাদন ক্ষেত্রে লেনোভোর বিক্রয়ের পরিমান এসিয়ার এক নম্বর আর পৃথিবীতে প্রথম দশ নম্বরের মধ্যে।

    লেনোভোর ব্যবস্থাপনা পরিচালক শুধু ৪০ বছর বয়েসী ইয়াং ইউয়ান ছিংয়ের মনে হয়: ওলিম্পিক গেইমস হলো লেনোভোর নতুন ও হাই-টেক পন্য প্রদর্শনের মঞ্চ, এটা হলো লেনোভোর আন্তর্জাতিক বাজারে যোগ দেয়ার একটি মুল্যবান সুযোগ:

"লেনোভো একটি আন্তর্জাতিক কোম্পানি হতে চায়, আর ওলিম্পিক গেমসের প্রষ্ঠপোষক হবার কল্যানে তার আরো উন্নয়ন সাধনের মাধ্যমে এই স্বপ্ন বাস্তবায়িত হবে। ওলিম্পিক অংশীদার হবার এমন সুযোগ, আর ২০০৮ সালে পেইচিং ওলিম্পিক গেমসের সুর্বণ মঞ্চ ব্যবহার করে, লেনোভো নিশ্চয়ই তার বিদেশী বাজার অর্জন করতে পারবে, এবং একটি আন্তর্জাতিক কোম্পানি হওয়ার জন্য সুযোগ পাবে।