v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2004-10-21 10:13:45    
বিউটিফুল চায়না, সি আর আই বাংলাদেশ সেতুবন্ধন

cri
    বাংলাদেশস্থ চীনা দূতাবাস ও বাংলাদেশ চীন গণমৈত্রী সমিতির যৌথ উদ্যোগে এবং সি আর আই লিসনার্স ক্লাব অব বাংলাদেশ চট্টগ্রাম শাখার সহযোগিতায় চলতি বছরের ৫ই জানুয়ারী থেকে ১১ জানুয়ারী পর্যন্ত রাজধানী ঢাকার বাইরে এই প্রথম বানিজ্যিক নগরী চট্টগ্রামের সরকারী আর্ট কলেজে অনুষ্ঠিত হয়ে গেল "বিউটিফুল চায়না" শিরোনামে সপ্তাহব্যাপী ফিল্ম শো ও চিত্রপ্রদর্শনী।

    চীনের মাননীয় রাষ্ট্রদূত জনাব ছাইশি ও চট্টগ্রামের মেয়র আলহাজ্ব মহিউদ্দিন চৌধুরী রঙিন ফিতা কেটে এ প্রদর্শনীর উদ্বোধন করেছিলেন । উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দূতাবাসের সাংস্কৃতিক কাউন্সিলার ম্যাডাম রেন শিউ জি , প্রথম সচিব ইয়াও পাও লাই , বাংলাদেশ-চীন গণ-মৈত্রী সমিতির সভাপতি আনোয়ারুল আমিন , মহাসচিব এস এ শিকদার , চট্টগ্রাম শাখার ফয়জুল্লাহ , নুরুল ইসলাম এবং সি আর আই শ্রোতা সংঘ চট্টগ্রাম শাখার প্রতিষ্ঠাতা পরিচালক দিদারুল ইকবাল , সাধারণ সম্পাদক মাহবুব কালাম সুমন ও শাখা ক্লাবের অন্যান্য প্রতিনিধিরা । উদ্বোধনের শুরুতেই মাননীয় রাষ্ট্রদূত ও মেয়াকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানিয়েছেন শ্রোতা সংঘের প্রতিনিধিরা । উদ্বোধনের পর রাষ্ট্রদূত ছাই শি প্রদর্শনীর সবকটি ছবি পরিদর্শন করে দেখেছেন এবং গুরুত্বপূর্ণ কিছু ছবির বর্ণনাও দিয়েছেন । পরিদর্শন শেষে রাষ্ট্রদূত সি আর আই শ্রোতা সংঘের প্রতিনিধিদের নানান বিষয়ে খোঁজ-খবর নিয়েছেন এবং ফটোসেশনে যোগ দিয়েছেন ।

    দিন ব্যাপী প্রদর্শনীতে প্রতিদিন প্রায় এক হাজারেরও বেশী স্কুল , কলেজ , বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী , পেশাজীবী , ব্যবসায়ী , সাংবাদিক সহ সমাজের সর্বস্তরের দর্শক প্রদর্শনী দেখেছেন এবং ফিল্ম শো উপভোগ করেছেন । প্রদর্শনীতে প্রায় ২০০টি ছবি স্থান পেয়েছে । প্রদর্শনীতে প্রাসাদ যাদুঘর , ড্রাগনের উত্তরসূরী, তিব্বতের পোতালা প্রাসাদ , ইউন্নানের লুকু হ্রদ , দলীয় বিবাহ , থিনছি ছাংপাই পর্বত , চিলিন , মহাপ্রাচীর , নানপু মহাসেতু ইত্যাদি ছবিগুলো ছিলো উল্লেখযোগ্য।

    ফিল্ম শোগুলি ছিলো অত্যন্ত সুস্থ , সুন্দর ও সু-শৃংখল । যেমন , ছায়া যাদু , হোয়াংহোর পরে প্রেমিকের বিলাপ , নীরবতা ভংগ , দৃষ্টিহীনের নানা রং , লোহিত নদীর উপত্যকা , সুংপর্বতে শিয়াও ইয়াও উপত্যকা এবং কুয়াশা চিকিত্সা এই ফিল্মগুলি ছিলো অত্যন্ত আকর্ষনীয় এবং দেখার মত ।

    প্রদর্শনীর সমাপনী দিনে অংশ গ্রহণ করেছিলেন সি আর আই লিসনার্স ক্লাব অব বাংলাদেশের মহাসচিব জিল্লুর রহমান জিলু । ১৫ই জানুয়ারী সকাল ১০টায় বাংলাদেশ বেতার রাঙ্গাঁমাটি কেন্দ্রে চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের ৩৫ বছর পূর্তি উত্সব উপলক্ষে অনুষ্ঠিত হয়েছিলো "সেতু বন্ধন" নামক গোলটেবিল বৈঠক । বৈঠকে উপস্থিত ছিলেন সি আর আই লিসনার্স ক্লাব অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক দিদারুল ইকবাল , সাধারণ সম্পাদক মাহবুব কালাম সুমন , মহিলা সম্পাদক প্রিয়ম জুয়াই রিয়া , কুতুবদিয়া প্রতিনিধি আব্দুল্লাহ আল নোমান , সদস্য মুস্তফিজুর রহমান , রাঙ্গাঁমাটি বেতারের আঞ্চলিক পরিচালক মমতাজ আলী খান , বাসস প্রতিনিধি সবুজ সিদ্দিকী প্রমুখ।

    প্রিয়ম জুয়াইরিয়া, মহিলা সম্পাদক

    চট্টগ্রাম ওয়াল্র্ড রেডিও ডিএক্স লিসনার্স ক্লাব