v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2004-10-20 15:57:31    
জাং নিং

cri

    ১৯৭৫ সালে চীনের লিয়াও নিং প্রদেশেজাং নিংয়ের  জম্ম । তিনি একজন ডান-হাতি খেলোয়াড় ১৯৯৪ সালে তিনি  চীনের    ব্যাডমিন্টন  দলের পক্ষ থেকে  ইউবার কাপ  ব্যাডমিন্টন প্রতিযোগিতায়  অংশ  নেন  ।জাং নিং এমন একজন খেলোয়াড়  যিনি একটু দেরিতে পক্কতা অর্জন করেন ।২০০৩ সালে তিনি ব্যাডমিন্টনে বিশ্ব শিরোপা  অর্জন করেছেন । ২০০৪ সালে তিনি এথেন্স ওলিম্পিক গেমসে নারী একক  দফায় স্বর্ণপদক অর্জন করেছেন ।
    ২০০২ সালের দক্ষিণ কোরিয়া  উন্মুক্ত ব্যাডমিন্টন প্রতিযোগিতায় জাং নিং পর পর মারটিন আর কোং রুই নাকে  পরাজিত করেছেন এবং  নারী একক  দফার  প্রতিযোগিতায় তিনি স্বর্ণপদক অর্জন করেন । পৃথিবীর সেরা ব্যাডমিন্টন খেলোয়াড়দের  তালিকায় নিজের অবস্থা পাকাপোক্ত করেন । বলা যায়  , নারী  ব্যাডমিন্টনের আঙ্গিনায় তিনি যেন এক  চিরহরিত্গুল্ম ।
    ১৯৯৪ সালে ফ্রান্স উন্মুক্ত নারী একক দফার প্রতিযোগিতায় তিনি  চ্যাম্পীয়ন হন , ইউবারকাপ  প্রতিযোগিতায় তিনি শীর্ষ  খেলোয়াড় ছিলেন ,এবং  কোপেনহেগেন শ্রেষ্ঠ খেলোয়াড়দের প্রতিযোগিতা  তিনি  নারী একক  দফার ব্রোন্ঞ্জ বিজয়ী হন  ।
    ১৯৯৫ সালে তৃতীয় শহরে  গেমসে তিনি যথাক্রমে  একক  আর মিশ্র দফার রানার্স-আপ হন  আর জাতীয় গেমসে নারী একক দফার চ্যাম্পিয়ন  হন ।
    ১৯৯৬ সালে তিনি সুইডেন উন্মুক্ত প্রতিযোগিতায়  নারী একক  দফার চ্যাম্পীয়ন এবং   ইউবারকাপ প্রতিযোগিতার শীর্ষ খেলোয়াড় হন  । এশিয়া কাপ এবং বিশ্বকাপ প্রতিযোগিতায় তিনি শিরোপা অর্জন করেন ।
    ১৯৯৮ সালে নিখিল ব্রিটিশ উন্মুক্ত ব্যাডমিন্টন  প্রতিযোগিতায়  তিনি নারী  একক  দফার চ্যাম্পীয়ন , মালায়েশিয়া উন্মুক্ত  ব্যাডমিন্টন প্রতিযোগিতায় তিনি নারী একক  দফার চ্যাম্পীয়ন এবং এশিয়  গেমসে চীনের ব্যাডমিন্টন প্রতিনিধি দলের প্রধান খেলোয়াড়ের মর্যাদা লাভ করেন । ব্রুনেই উন্মুক্ত প্রতিযোগিতার  নারী একক  দফায় তিনি  তৃতীয়  স্থান অর্জন করেছেন ।ডেনমার্ক শেষ্ঠ খেলোয়াড়দের প্রতিযোগিতায়  তিনি  নারী একক  দফার শিরোপা  অর্জন করেছেন ।
    ১৯৯৯ সালে দক্ষিণ কোরিয়া উন্মুক্ত নারী দ্বৈত দফায় তিনি  দ্বিতীয় স্থান অর্জন করেছেন । 
    ২০০১ সালে সিংগাপুর উন্মুক্ত প্রতিযোগিতার নারী একক  দফায়   তিনি  প্রথম শিরোপা অর্জন করেছেন ,এশিয়া চ্যাম্পিয়ন শিপ্সের নারী একক  দফায়  তিনি শিরোপা  অর্জন করেন ।বিশ্ব চ্যাম্পিয়ানশিপে  তিনি নারী একক  দফার   তৃতীয়  হয়েছেন ।কোপেনহেগেন  শ্রেষ্ঠ খেলোয়াড়দের  প্রতিযোগিতায় তিনি  নারী একক  দফার শিরোপা অর্জন করেন ।
    ২০০২ সালে দক্ষিণ কোরিয়া উন্মুক্ত প্রতিযোগিতায় তিনি নারী একক  দফার  শিরোপা  অর্জন করেন ।চীন , ইন্দোনেশিয়া আর সিংগাপুর উন্মুক্ত প্রতিযোগিতায় নারী একক  দফার  রানার্স -আপ হন ।
    ২০০৩ সালে  সুইস  উন্মুক্ত প্রতিযোগিতায় তিনি  নারী একক দফার  শিরোপা অর্জন করেন , বিশ্ব চ্যাম্পিয়ানশিপে  তিনি    নারী একক  দফার  শিরোপা  অর্জন করেন ।
    ২০০৪ সালে সুইডেন আর নিখিল বৃটেন উন্মুক্ত প্রতিযোগিতার  সেমি-ফাইনালে উন্নীত হন, এবং দক্ষিণ কোরিয়া ,জাপান উন্মুক্ত প্রতিযোগিতার চ্যাম্পীয়ন হন । ২০০৪ সালে এথেন্স ওলিম্পিক গেমসের নারী  একক  দফার  স্বর্ণপদকটিও তিনিই পকেটস্থ করেন ।