v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2004-10-27 12:58:03    
পশ্চিম চীনের মহা উন্নয়নের সিনচিয়াংয়ের মহিলা

cri
    বর্তমানে চীন সরকারের পশ্চিমাংশে মহা উন্নয়নের রণনীতি বাস্তবায়ন করা নিঃসন্দেহে পশ্চিম চীনে অবস্থিত সিনচিয়াংয়ের জন্য সুবর্ণ সুযোগ বয়ে এনেছে। এই নতুন সুযোগ সম্পর্কে সিনচিয়াংয়ের মোট জনসংখ্যার শতাকরা প্রায় অর্ধেক বিভিন্ন জাতির মহিলারা কি ভাবছেন? সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের নারী ফেডারেশনের ভাইস চেয়ারম্যান ম্যাডাম কুরিছাতি আব্দুহাদ বলেছেন, "সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল হচ্ছে একটি বহু জাতিক এলাকা, এখানে প্রধানতঃ উইগুর , হান, কাজাখ্, হুই, মঙ্গোলীয় প্রভৃতি ১৩টি জাতি আছে। মোট জনসংখ্যা ১ কোটি ৭৪ লক্ষ ৭০ হাজার, মহিলার সংখ্যা মোট জনসংখ্যার অর্ধেক। সিনচিয়াংয়ের বিভিন্ন জায়গায় এবং বিভিন্ন পেশাদার-সম্প্রদায়ের জনপদগুলোতে সংখ্যালঘু জাতির মহিলার মূর্তি দেখা যায়। তবে নিরস্কুশ সংখ্যাগরিষ্ঠ মহিলারা এখনো কৃষি ও গবাদি পশু পালন শিল্পে জড়িত আছেন।

    সামন্ত চেতনা এবং পুরনো ঐতিহ্যিক ধারণার প্রভাবের দরুণ নয়া চীন প্রতিষ্ঠিত হওয়ার আগে, চীনা নারী বিশেষ করে কিছু সংখ্যালঘু জাতী অধ্যুষিত অঞ্চলের নারীদের কাছে একজন গৃহিনীর কর্তব্য ভালোভাবে নির্বাহ করাই ছিলো তাঁদের জীবনের যাবতীয় চাওয়া-পাওয়া। বর্তমানের পরিবর্তন সম্পর্কে ম্যাডাম কুরিছাতি বলেছেন, রাজনৈতিক বিষয়াদিতে অংশ গ্রহণ সবচেয়ে স্পষ্টভাবে আধুনিক সমাজে নারীর মর্যাদা প্রমাণ করতে পারে। গণ প্রতিনিধির নির্বাচনের কথা ধরা যাক, অতীতে বিশেষ করে গ্রামে, অনেক মহিলা নির্বাচনে অংশ নিতেন না। কিন্তু বর্তমানে তাঁদের নির্বাচনের চেতনা জোরদার হয়েছে। সবাই সক্রিয়ভাবে নির্বাচনে অংশ নেন।

    গত বিশাধিক বছর ধরে সংস্কার ও উন্মুক্ত অভিযান গভীরতর হওয়া এবং সমাজের উন্নয়নের সংগে সংগে সংখ্যালঘু জাতির মহিলারা দিন দিনে উপলব্ধি করছেন যে, সত্যি সত্যি পুরুষ আর নারীর সমতা বাস্তবায়ন এবং নারীর সামাজিক মর্যাদা উন্নীত করলে দেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক জীবনে সক্রিয়ভাবে অংশ নিতেই হবে। কেবল এইভাবেই নারীরা সত্যি সত্যি পরিবার থেকে বাইরে যাওয়ার সুযোগ পাবেন, নিজের মর্যাদা প্রতিষ্ঠা করবেন এবং সমাজের কল্যাণে অবদান রাখতে পারবেন।

    পশ্চিম চীনের মহা উন্নয়ন সম্পর্কে কুরিছাতি বলেছেন, "পশ্চিম চীনের মহা উন্নয়নকে স্বাগত জানানোর জন্যে স্বায়ত্তশাসিত অঞ্চলের নারী ফেডারেশন বহু বার আলোচনা সভার আয়োজন করেছে। কয়েকটি ক্ষেত্র থেকে পশ্চিম অঞ্চলের মহা উন্নয়ন অভ্যর্থনার প্রস্তুতি নেয়া সংক্রান্ত একটি সিদ্ধান্ত নারী ফেডারেশনে গৃহীত এবং কার্যকরী করা হয়েছে।

    চল্লিশ বছর বয়স্কভাইস চেয়ারম্যান কুরিছাতি আব্দুহাদের একটি সুখি পরিবার আছে। তাঁর দু'জন সন্তান আছে। তাঁর স্বামী একজন সম্মানিত শিক্ষক। তিনিও তাঁর কাজে বেশ সমর্থন দিয়েছেন।