v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2004-10-19 13:32:33    
প্রথম ওলিম্পিক গেমস

cri
    ১৮৯৪ সালে প্যারিসে আয়োজিত আন্তর্জাতিক ক্রিড়া কংগ্রেসে তত্কালীণ আন্তর্জাতিক ওলিম্পিক কমিটির চেয়ারম্যান গুবাইটান প্রথম ওলিম্পিক গেমস প্যারিসে আয়োজনের প্রস্তাব উপস্থাপন করেন । তবে তাঁর প্রস্তাব গৃহীত হয় নি । এর পর তিনি আবার প্রস্তাব দেন যে , ওলিম্পিক গেমসের প্রভাব আরো প্রসারিত করার জন্যে দ্বিতীয় ওলিম্পিক গেমস আর ১৯০০ সালের আন্তর্জাতিক প্রদর্শনী প্রতিনিধিরা তাঁর প্রস্তাবের সমর্থনে দ্বিতীয় ওলিম্পিক গেমস প্যারিসে আয়োজনের অনুমোদন দেন । যার ফলে ১৯০০ সালের ২০শে মে থেকে ২৮শে অক্টোবর পর্যন্ত প্যারিসে দ্বিতীয় ওলিম্পিক গেমস আয়োজিত হয় । এখানে উল্লেখযোগ্য যে , বিশ্ব প্রদর্শনীর পাশাপাশি সে বার ওলিম্পিক গেমস আয়োজন করা হয় বলে দ্বিতীয় ওলিম্পিক গেমস সারা পাঁচ মাস ধরে চলে ।

     ২২টি দেশ আর অঞ্চলের ১৩৩০জন ক্রিড়াবিদ দ্বিতীয় ওলিম্পিক গেমসে অংশ নিয়েছিলেন । প্রথম পর্যায়ে যে সব দেশ এই গেমসে যোগ দিয়েছিলো , সেগুলো হলো বেলজিয়াম , স্পেন ,ইতালি , ক্যানাডা , নেদারল্যান্ড, বিউবা , নরওয়ে এবং ভারত প্রভৃতি দেশ । প্রাচীন ওলিম্পিক গেমসের ঐতিহ্য আর গুবাইটানের ধারনা অনুসারে সেবারকার ওলিম্পিক গেমসে নারীদের অংশ গ্রহণ নিষিদ্ধ ছিল । তবে প্রস্তুতিমূলককাজ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় । বিশ্ব প্রদর্শনী প্রস্তুতিমূলক কমিটি একগুয়েভাবে মনে করে যে যত বেশী ক্রিড়াবিদ ওই ওলিম্পিক গেমসে অংশ নেবেন ততই ভালো । এই ধারণার আলোকে কয়েকটি দেশের নারী ক্রিড়াবিদরা ওই ওলিম্পিক গেমসে অংশ গ্রহণ করেছিলেন । তাদের মধ্যে ছিলেন চার জন ফ্রাসী , তিন জন মার্কিনী ,তিন জন বৃটিশ । তারা প্রধানতঃ লন টেনিস এবং গলফ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন । লনটেনিসের একক দফা প্রতিযোগিতায় বৃটিশ খেলোয়াড় খুপো ২ : ০ সেটে ফরাসি খেলোয়াড়কে পরাজিত করে প্রথম ওলিম্পিক নারী চ্যামপীয়ন হন । ঠিক এর পর ওলিম্পিক গেমসে নারীদের সামিল থাকার প্রচলন শুরু হয় । গুবাইটনের পক্ষে এটা ছিলো এক অপ্রত্যাশিত প্রাপ্তি । এখানে উল্লেখ করা যেতে পারে যে, প্রথম ওলিম্পিক গেমস শেষ হওয়ার পর , গ্রীস এথেন্সকে ওলিম্পিক গেমসের আজীবন স্বাগতিক শহর বলে গণ্য করার দাবি জানায় । তবে তত্কালীণ ওলিম্পিক কমিটির চেয়ারম্যান গুবাইটান আধুনিক ওলিম্পিক ক্রিড়ার বিশ্বায়ন জোরদার করেন । অবশেষে ভিন্ন দেশে ওলিম্পিক গেমস আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয় ।সেবার ওলিম্পিক গেমস অতি দীর্ঘ সময় ধরে চালানো হয়েছিলো বলে গোটা সাংগঠনিক কাজ ছিল অভূতপূর্ব বিশৃংখল । ওলিম্পিক স্টেডিয়াম ছিল না , ছিল না উদ্বোধনী আর সমাপনী অনুষ্ঠানও ছিলনা । প্রতিযোগিতার বন্দোবস্ত শিথিল , খেলার মাঠ বিক্ষিপ্ত এবং ব্যবস্থা মোটেই ভাল নয় । ক্রিড়াবিদদের থাকার জায়গা শরণার্থী শিবিরের মতো । নানা দেশের প্রতিনিধি দলের মধ্যে কোনো যোগাযোগ ছিল না । প্রতিনিধি দল এবং সাংগঠনিক কমিটির মধ্যেও খুব একটা যোগাযোগ ছিল না । ওলিম্পিক গেমস আয়োজনের আগে পুরস্কার হিসেবে যে সব শিল্পকর্ম প্রস্তুত করা হয়ে ছিলো সেগুলোর মধ্যে বেশির ভাগই বিতরণ করা হয় নি । সেবার ওলিম্পিক গেমসের প্রতিযোগিতার ইভেন্ট সুশৃংখল নয় । অনেক ইভেন্টে শিথিলতা দেখা দেয় । যার ফলে আনুষ্ঠানিক প্রতিযোগিতা এবং প্রদর্শনীমূলক ইভেন্টের মধ্যে স্পষ্ট পাথর্ক্য দেখা যায় নি । সেবার ওলিম্পিক গেমসে বৃটেনে অধ্যয়নরত একজন ভারতীয় ছাত্র পুলিছাড ২০০ মিটার দৌড়ে এবং ২০০ মিটার হার্ডলস রেস ইভেন্টে রানার্স -আপ হন ।

    আরেকটি কথা এখানে উল্লেখযোগ্য যে , সেবার ওলিম্পিক গেমসে স্বর্ণ , রৌপ্য এবং ব্রোন্জ পদক বিতরণ করা হয় নি। কয়েক মাস পর ওলিম্পিক গেমসে অংশ গ্রহণকারী প্রত্যেক ক্রিড়াবিদের কাছে একটি লন্বাটে ধরনের স্মাবকবস্তু পাঠানো করা হয় । ওলিম্পিকের ইতিহাসে এটা নজিরহীন । সেবার ওলিম্পিক ধারণাও ভিন্ন ছিল । বিশ্ব প্রদর্শনীর সংগঠকরা মনে করেন , সেবারকার ওলিম্পিক গেমস সাফল্যজনক । কারণ ,তাদের ধারণায় বিশ্ব প্রদর্শনীতে আনন্দ বাড়ানোর লক্ষ্য বাস্তবায়িত হয়েছিল । তবে ওলিম্পিক কমিটির তখনকার চেয়ারমান গুবাইটান সেই ওলিম্পিক গেমস সম্বন্ধে হতাশা আর বিষন্নতা প্রকাশ করেন । তিনি এভাবে দ্বিতীয় ওলিম্পিক গেমসের মূল্যায়ন করেনঃ প্রথমে উদ্দেশ্য ভালো ছিল , কিন্তু পরিণামে সেটিকে আর ওলিম্পিক গেমস বলা যায় না । বিশ্ব প্রদর্শনী আমাদের ব্রতকে নিজের স্বার্থে ব্যবহার করেছে এবং আমাদের ব্রতকে নষ্ট করে দিয়েছে । তবে ওলিম্পিক উন্নয়নের ইতিহাস বিবেচনা করে দেখলে সেবারকার ওলিম্পিক গেমস তাত্পর্যসম্পন্ন । কারণ প্যারিস ওলিম্পিক গেমস সময় মতো আয়োজন করা হয়েছিল । ওলিম্পিক গেমসে অংশ গ্রহণকারী ক্রিড়াবিদের সংখ্যা বেড়েছে ।প্রথম বারের মতো নারীরা দ্বিতীয় ওলিম্পিক গেমসে অংশ নিয়েছিলেন । তা ছাড়া কিছু নতুন প্রতিযোগিতার ইভেন্ট যুক্ত হয়েছিল । যেমন ফুটবল ,সুটিং প্রভৃতি ইভেন্ট প্রথমবারের মতো ওলিম্পিক ইভেন্ট হিসেবে অন্তর্ভূক্ত হয় ।