চীনের হোনান প্রদেশ তেং ইয়া পিনের জম্মস্থান। যখন তার বয়স পাঁচ তখন তিনি টেবিল-টেনিস দলে যোগে দেন । এর পর তিনি পর পর আঠারো বার বিশ্ব চ্যামপীয়ন হন । ১৯৯৬ সালের জুলাই মাসে ২৬তম ওলিম্পিক গেমসের টিবিল -টেনিসের নারী এককদের মধ্যে চ্যামপীয়ন হওয়ার পর তিনি ২৫তম এবং ২৬তম ওলিম্পিক গেমসের টেবিল-টেনিসের স্বর্ণপদক বিজয়ী এবং ২৬তম ওলিম্পিক গেমসের চারটি স্বর্ণপদক বিজয়ী একমাত্র খেলোয়াড়ে পরিণত হন । ১৯৯৩ সালে তিনি চীনের অষ্টম গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের সদস্য মনোনীত হয়েছেন ।
২০০৩ সালে চীনা গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলনের প্রথম অধিবেশনে অংশ নিয়েছেন । তাঁর দাখিল-করা প্রস্তাব প্রসংগে তেং ইয়া পিং বলেছেন ,
অবসর নেয়ার পর ক্রিড়াবিদ এবং কোচদের কর্মসংস্থানের বিষয় হচ্ছে আমার প্রস্তাবের কেন্দ্র।আমি একজন খেলোওয়াড় ছিলাম । ক্রিড়াবিদদের কষ্ট আর অসুবিধা সম্বন্ধে আমি ভালোভাবে জানি ।আমি লক্ষ্যও করেছি , কোচদের কাজ মোটেই সহজ কাজ নয়, তাদের কাজে উঠেপড়ে লাগতে হয় । আমি বুঝতে পেয়েছি যে , তাদের আশা-আকাংক্ষা ব্যাখ্যা করা আমার দায়িত্ব। যদি এ ক্ষেত্রে আমাদের কাজ ভালোভাবে পরিচালনা করা না হয় , তাহলে খুব সম্ভবত ক্রিড়া শিল্পে নিয়োজিত দক্ষ ব্যক্তিদের সংখ্যা কমে যাবে । চীনের ক্রিড়া শিল্পের বিকাশের দিকে মনোযোগ দেয়া ছাড়াও তিনি বর্তমান সমাজে নারীদের উন্নতি প্রভৃতি বিষয়াদি এবং গোটা সমাজের স্বার্থ সংসলিষ্ট সমস্যাগুলোর দিকেও মনোযোগ দেন। তিনি এক সময় অন্যান্য সদস্যের সংগে যৌথভাবে কয়েকটি প্রস্তাব উপষ্থাপন করেছিলেন । রাজনীতিতে সদস্যদের অংশ গ্রহণ করার ভূমিকা কেমন করে আরো ভালোভাবে কাজে লাগানো যায়, সে প্রসংগে তেং ইয়া পিং বলেছেন ,
চীনা গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলন সদস্যদের উপষ্থাপিত প্রস্তাবের উপর অত্যন্ত গুরুত্ব আরোপ করে । গত দু দিনের দাখিল করা রিপোর্টগুলো থেকে আমি জেনেছি যে , শতকরা ৯৮ ভাগ প্রস্তাব মোকাবেলা করা হয়েছে ।চীনা গণ রাজৈতিক পরামর্শ সম্মেলনের একজন সদস্য হিসেবে আমি শুরু যে ক্রিড়া মহলের সমস্যার দিকে মনোযোগ দিই তাই নয় , অন্যান্য ক্ষেত্রের সমস্যা , গোটা সমাজের স্বার্থ সংসলিষ্ট সমস্যার দিকেও মনোযোগ দিই । যাতে আমি আরো ভালোভাবে জনসাধারণের আশা আকাংক্ষা ব্যাখ্যা করতে পারি ।
অবসর নেয়ার পর তেং ইয়া পিং পর পর চীনের ছিংহুয়া বিশ্ববিদ্যালয় , বৃটেনের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় এবং বৃটেনের নোটিংহাম বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন । তিনি এখন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে পি এইচডি করছেন । আন্তর্জাতিক ওলিম্পিক কমিটিতে তিনি দুটো পদে অধিষ্ঠিত হয়েছেন । একটি হলো ক্রিড়া কমিটির সদস্য , আরেকটি হলো ক্রিড়া আর পরিবেশ কমিটির সদস্য । বর্তমানে তেং ইয়া পিং পেইচিং ওলিম্পিক গেমসের সংগঠনিক কমিটিতে যোগ দিয়ে বাজার উন্নয়ন বিভাগের একজন কর্মকর্তা । এই কমিটিতে যোগ দেয়ার কারণ প্রসংগে তেং ইয়া পিং সংক্ষেপে কিন্তু দৃড়ভাবে বলেছেন , আমি আশা করি ,চীন যাতে একটি সবচেয়ে চমত্কার ওলিম্পিক গেমসের আয়োজ হতে পারে ,তার জন্যে আমি কিছু কিছু বাস্তব কাজ করতে চাই।
|