v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
    ২০০৬ সাল হচ্ছে চীন-ভারত মৈত্রী বর্ষ। এই উপলক্ষে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগ ২৩ এপ্রিল থেকে ৩১ আগস্ট পর্যন্ত "চীন-ভারত
মৈত্রী" শিরোনামে জ্ঞানযাচাই প্রতিযোগিতার আয়োজন করেছে। এর জন্য আমরা ভারতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের সাক্ষাত্কার, দু'দেশের নিরাপত্তা সহযোগিতা, অর্থনৈতিক ও
বাণিজ্যিক সম্পর্কের দ্রুত উন্নয়ন, সাংস্কৃতিক সহযোগিতা এবং শান্তি নিকেতনের চীনা ভবন প্রসঙ্গে পাঁচটি প্রবন্ধ প্রচার করছি। এই পাঁচটি
প্রবন্ধের ওপর দশটি প্রশ্ন করা হয়েছে। এবারকার প্রতিযোগিতায় আপনাদের সক্রিয় অংশগ্রহণের সুবিধার্থে আমরা বেতার, ওয়েবসাইট এবং আমি তুমি সে ম্যাগাজিনে এই প্রবন্ধগুলো সম্প্রচার ও প্রকাশের ব্যবস্থা নিয়েছি। আশা করি, আপনারা সময়মতো উত্তরপত্র পাঠাবেন।

    সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে ১০ জন প্রথম পুরস্কার, ৩০ জন দ্বিতীয় পুরস্কার এবং ৫০ জন তৃতীয় পুরস্কার বিজয়ী নির্বাচিত হবেন। চলতি বছরের মধ্যেই বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। প্রথম পুরস্কার বিজয়ীদের পুরস্কার হবে একটি সুদৃশ্য রেডিও ।

আশা করি, এ প্রতিযোগিতার মাধ্যমে আমাদের ব্যাপক শ্রোতা চীন ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রসঙ্গে আরো ভালো তথ্য অর্জন করবেন এবং আমাদের দু'দেশের জনগণের মধ্যকার মৈত্রী জোরদার হবে।

বাংলা বিভাগ, সি আর আই

আপনারা এ তিনটি পদ্ধতিতে প্রশ্নোত্তর পাঠাতে পারেন
১.ডাক ঠিকানা: BENGALISERVICE,CRI-11,CHINA RADIO INTERNATIONAL P.O.BOX 4216,BEIJING P.R. CHINA
২.ই-মেইল ঠিকানা: ben@cri.com.cn
৩.সরাসরি নিম্নোক্ত প্রশ্নের উত্তর দিন।
চীন ও ভারতের মধ্যে কি কি মিল রয়েছে? এর দুটি উদাহরণ লিখুন।
 
 
 
 
ভারতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের নাম কি?
        
চীন ও ভারতের নৌ বাহিনীর প্রথম সমুদ্রে যৌথ ত্রাণ মহড়া কোন্ সালে আয়োজিত হয়েছে?
        
কোন্ সালে চীন-ভারত যুক্ত সন্ত্রাস-বিরোধী সংলাপ ব্যবস্থা চালু হয়েছে?
        
২০০৮ সালে চীন-ভারত দ্বিপাক্ষিক বাণিজ্যের লক্ষ্য মাত্রা কত মার্কিন ডলার?
        
২০০৫ সাল পর্যন্ত ভারত চীনে কত মার্কিন ডলারের পুঁজি বিনিয়োগ করেছে?
        
চীনের কোন্ রাজবংশের আমল থেকে চীন-ভারত আদান-প্রদান শুরু হয়?
        
চীনের কোন্ বিশিষ্ট পন্ডিত প্রথমে প্রাচীন ভারতের দুটো মহাকাব্য "রামায়ন" ও মহাভারত" চীনা ভাষায় অনুবাদ করেছেন?
        
ভারতের শান্তিনিকেতনের চীনা ভবন কত সালে প্রতিষ্ঠিত হয়েছে?
        
১০
শান্তিনিকেতনের চীনা ভবনের প্রথম অধ্যক্ষ কে ছিলেন?
        
১১
ঐচ্ছিক প্রশ্ন: ভারতীয় শ্রোতাদের আকর্ষণ করার জন্য সি আর আইয়ের বাংলা অনুষ্ঠানে কি কি পরিবর্তন দরকার? যদি লিখতে পারেন, তাহলে সংক্ষিপ্তভাবে লিখবেন।
আপনার নাম
আপনার ই-মেইলের ঠিকানা
আপনার ঠিকানা