পশ্চিম থেকে পূর্বে বিদ্যুত সরবরাহের প্রকল্প


       চীনের পশ্চিমাংশ থেকে পূর্বাংশে বিদ্যুত সরবরাহের প্রকল্প হলো চীনের পশ্চিমাংশের সমৃদ্ধ বিদ্যুত্শক্তি পূর্বাংশের অর্থনৈতিকভাবে উন্নত অঞ্চলগুলোতে পাঠানোর জন্য বিদ্যুত্শক্তি প্রকল্প নির্মাণ । চীনে বিদ্যুত্ উত্পাদনের জন্য শক্তিসম্পদ প্রধানত পশ্চিমাংশে ও উত্তরাংশে পাওয়া যায় , কিন্তু বিদ্যুতশক্তি ব্যবহার করা হয় প্রধানত পূর্বাংশে, অর্থাত পেইচিং-কুয়াংচৌ রেলপথ বরাবর ও তার পূর্ব দিকের অর্থনৈকিতভাবে উন্নত অঞ্চলগুলোতে।

  পশ্চিমাংশের বিদ্যুত পূর্বাংশে পাঠানোর প্রকল্পের মৌলিক কাঠামো হলো উত্তর , মধ্য ও দক্ষিণ অংশে মোট তিনটি বিদ্যুত্ সরবরাহ লাইন নির্মাণ করা । 

 উত্তর দিকের বিদ্যুত্ সরবরাহ লাইনের আওতাভুক্ত রয়েছে : উত্তরপূর্ব চীন, উত্তরচীন, শানতোং প্রদেশ, উত্তরপশ্চিম চীনের বিদ্যুত নেটওয়ার্ক । প্রধানত উত্তরপশ্চিম চীনের জলবিদ্যুত্ উন্নয়নের মাধ্যমে পেইচিং, থিয়েনচিনে হোপেই আর শানতোংয়ের বিদ্যুত্ নেটওয়ার্কের কাছে বিদ্যুত্ সরবরাহ করা । 

 মধ্য অংশের বিদ্যুত্ সরবরাহ লাইনের আওতাভুক্ত রয়েছে : পূর্বচীন, মধ্যচীন, সিছুয়েন ও ছোংছিং এবং ফুচিয়েন বিদ্যুত্ নেটওয়ার্ক । প্রধানত ইয়াংসি নদীর জলবিদ্যুত্ উন্নয়নের মাধ্যমে মধ্যচীন, পূর্বচীন এবং ফুচিয়েন অঞ্চলের কাছে বিদ্যুত্ সরবরাহ করা । এটা “ পশ্চিম থেকে পূর্বে বিদ্যুত্ সরবরাহ প্রকল্পের ” মধ্যে সবচেয়ে ব্যাপকভাবে বিদ্যুত সরবরাহ-নেটওয়ার্ক নির্মাণ । এটা সারা চীনদেশের বিদ্যুত্ সরবরাহের সংযুক্ত নেটওয়ার্ক গঠনের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে । 

  দক্ষিণ অংশের বিদ্যুত্ সরবরাহ লাইন : কুইচৌ প্রদেশর উচিয়াং নদী, ইউননান প্রদেশের লানছাংচিয়াং (মেকং নদীর উজান ও মধ্য অংশ)নদী এবং হোংশুই নদী ইত্যাদির জলবিদ্যুত্ উন্নয়ন করে এবং এই প্রদেশদুটোর কয়লাখনি গুলোর কাছে তাপবিদ্যুত্ কেন্দ্র স্থাপন করে কুয়াংতোং অঞ্চলের জন্য বিদ্যুত্ সরবরাহ করা । চীনের “ পশ্চিম থেকে পূর্বে বিদ্যুত্ সরবরহ “ প্রকল্প হলো একটি মহা প্রকল্প , এটি চীনসরকারের উত্থাপিত পশ্চিশাঞ্চলের ব্যাপক উন্নয়ন পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ । এই মহা প্রকল্পের মাধ্যমে দেশের পশ্চিমাংশের সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদের সংগে পূর্বাংশের বিরাট বাজারের সমন্বয় সাধন করা হয়েছে, তা নিশ্চয়ই বলিষ্ঠভাবে চীনের বিদ্যুত্ শিল্প ও জাতীয় অর্থনীতির ব্যাপক উন্নয়নকে ত্বরান্বিত করবে ।