তিনগিরিখাত প্রকল্প 


        ইয়াংসি নদীর জলসম্পদ খুবই সমৃদ্ধ , ইয়াংসির তিনগিরিখাত বহুমুখী প্রকল্প হলো ইয়াংসি নদীর বহুমুখী সংস্কার ও উন্নয়নের চাবিকাঠিমূলক প্রকল্প। তিনগিরিখাত প্রকল্পের নির্মাণস্থল হিসেবে ইয়াংসি নদীর মধ্য অববাহিকার হুপেই প্রদেশের ইছাং এলাকার সানতৌফিং নামক জায়গাকে বেছে নেয়া হয়েছে । এখানে ইয়াংসি নদীর উপত্যকা সুপ্রশস্ত, এখানকার গ্রানাইট শিলা প্রস্তর খুবই মজবুত এবং পূর্ণাঙ্গ, এখানে প্রকল্প নির্মাণ করলে এর উজান দিকের ১০ লক্ষ বর্গকিলোমিটার আয়তনবিশিষ্ট সুবিশাল এলাকা নিয়ন্ত্রণ করতে পারে , নদীর আই অংশের মধ্য দিয়ে বছরে গড়পড়তা প্রায় ৫০০ বিলিয়ন কিউবিক মিটার পানি প্রবাহিত হয় । 


  ইয়াংসির তিন গিরিখাত প্রকল্প নির্মাণের পদ্ধতি হলো : “এক পর্যায়েই উন্নয়ন করা, একবারেই গড়ে তোলা, ধাপে ধাপে পানি মজুদ রাখা, অনবরতভাবেই স্থানীয় বাসিন্দাদের স্থানান্তরিত(অভিবাসন) করা ” । প্রকল্পটির প্রধান বাঁধের উপরিভাগ মোট ৩০৩৫ মিটার দীর্ঘ, তাতে সাধারনত ১৭৫ মিটার উচ্চতা পর্যন্ত পানি মজুদ রাখা হয়, বাঁধের মাধ্যমে সৃষ্ট জলাধারে মোট ৩৯৯৩০ কোটি কিউবিক মিটার পানি মজুদ রাখা যায় ।

  ইয়াংসির তিনগিরিখাত প্রকল্প নির্মাণ সমাপ্ত হবার পর তা বন্যা প্রতিরোধ, বিদ্যুত্ উত্পাদন, নৌপরিবহণ, মাছ প্রভৃতি জলজাত দ্রব্য চাষ, পর্যটন, প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ, পরিবেশ সংস্কার, উন্নয়নমূলক অভিবাসন, চীনের দক্ষিণাঞ্চলের পানি উত্তরাঞ্চলে পাঠানো আর জলসেচ ও জল সরবরাহ ইত্যাদি বহুমুখী ভূমিকা পালন করতে পারে ।