চীনা মুদ্রা রেনমিনবি ও বৈদেশিক মুদ্রার পরিচালনা


       রেনমিনবি(ইউয়ান) হলো চীনের আইনসংগত মুদ্রা । ব্যাংক অব চায়না একীভূতভাবে এই মুদ্রা ইস্যু করে এবং নিয়ন্ত্রণ করে । ব্যাংক অব চায়না রেনমিনবির(ইউয়ানের) বিনিময়হার ধার্য করে । রাষ্ট্রীয় বৈদেশিক মুদ্রা ব্যুরো রেনমিনবি(ইউয়ান) -র বিনিময় হার প্রকাশ করে । চীনের রাষ্ট্রীয় বৈদেশিক মুদ্রা ব্যুরোই একীভূতভাবে বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ করার দায়িত্ব পালন করে । 

  ১৯৯৪ সালে চীনে বৈদেশিক মুদ্রাব্যবস্থার সংস্কার সাধিত হয়, দেশী মুদ্রা রেনমিনবির একই বিনিময়হার ধার্য করা হয়, ব্যাংকের মাধ্যমেই বৈদেশিক মুদ্রার হিসাব নিকেশ ও বিক্রয় করার ব্যবস্থা চালু হয় এবং বিভিন্ন ব্যাংকের মধ্যে বৈদেশিক মুদ্রার বাজার গড়ে ওঠে । এরই ভিত্তিতে ১৯৯৬ সালে বৈদেশিক পুঁজিবিনিয়োজিত শিল্পপ্রতিষ্ঠানগুলোর বৈদেশিক মুদ্রা কেনাবেচার তত্পরতাকেও ব্যাংকের বৈদেশিক মুদ্রার হিসাব নিকেশ ও বিক্রয় ব্যবস্থার আওতাভুক্ত করা হয় । ১৯৯৬ সালের পয়লা ডিসেম্বর চীন আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল চুক্তির অষ্টম ধারা গ্রহণ করেছে এবং পূর্বনিরূপিত সময়ের আগেই নিয়মিত কাজের খাতে চীনা মুদ্রা রেনমিনবি চীনে বিনিময়যোগ্য করেছে । এর সংগে সংগে চীন সক্রীয়ভাবে আসিয়ানের সংগে চীন-জাপান-দক্ষিণ কোরিয়ার দ্বিপাক্ষিক মুদ্রা বিনিময় ইত্যাদি আর্থিক সহযোগিতায় অংশ নিয়েছে এবং তা ত্বরান্বিত করছে । বিশেষ করে এশীয় আর্থিক সংকটের সময়ে চীন শুধু যে রেনমিনবির বিনিময়হার কমিয়ে না দেয়ার নীতিতে অবিচল থেকেছে তা নয়, উপরন্তু সংকটাপন্ন দেশগুলোর কাছে আর্থিক সাহায্যও দিয়েছে এবং এশিয়ার আর্থিক বাজারের স্থিতিশীলতা বজায় রাখার গুরুত্বপূর্ণ ভূমিকা অবলম্বন করেছে ।

  ২০০৩ সালের শেষ দিকে চীনে বৈদেশিক মুদ্রার মজুদ ছিল ৪০৩.৩ বিলিয়ন মার্কিন ডলার, এই পরিমাণ এর আগের বছরের চেয়ে ১১৬.৮ বিলিয়ন মার্কিন ডলার বেশী । রেনমিনবির বিনিময় হার মোটামুটি স্থিতিশীল রাখা হয়েছে।