আমদানি ও রপ্তানির পরিস্থিত


      চীনের অর্থনীতির স্থায়ী ও দ্রুত বৃদ্ধির প্রক্রিয়ায় চীনের বৈদেশিক বাণিজ্যও অনবরতই উন্নয়ন লাভ করেছে । বিশ্বের যাবতীয় দেশ ও অঞ্চলের মধ্যে বাণিজ্যের মোট মূল্যের দিক থেকে চীনের স্থান ১৯৭৮ সালের ৩২তম থেকে উন্নতি লাভ করে ১৯৮৯ সালে ১৫তম ,১৯৯৭ সালে দশম এবং ২০০১ সালে ষষ্ঠ স্থান অধিকার করেছে । ২০০১ সালে চীনের আমদানি ও রপ্তানির মোট মূল্য প্রথম বারের মতো ৫০০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে ৫০৯.৬৫ বিলিয়ন ডলার হয়েছে , এই পরিমাণ যথাক্রমে ১৯৭৮, ১৯৮৯ এবং ১৯৯৭ সালের ২৪.৭ গুণ, ৪.৬গুণ এবং ১.৫৭ গুণ । ২০০২ সালে চীনের আমদানি ও রপ্তানির মোট মূল্য আর একটি নতুন পর্যায়ে উন্নীত হয়ে ৬২০.৭৭ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। ২০০৩ সালে চীনের আমদানি ও রপ্তানির মোট মূল্য ৮৫১.২ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে, এটা এর আগের বছরের তুলনায় ৩৭.১ শতাংশ বেশী । এর মধ্যে রপ্তানি ছিল ৪৩৮.৪ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের চেয়ে ৩৪.৬ শতাংশ বেড়েছে ; আমদানির পরিমাণ ৪১২.৮ বিলিয়ন মার্কিন ডলার, তা আগের বছরের চেয়ে ৩৯.৯ শতাংশ বেশী ( তালিকা নম্বর ৭ দ্রষ্টব্য) । বিশ্ব বাণিজ্যে চীন চতুর্থ স্থানে উন্নীত হয়েছে ।

  বর্তমানে, চীনের সংগে বাণিজ্যিক সম্পর্কযুক্ত দেশ ও অঞ্চলের মোট সংখ্যা ২২০য়েরও বেশী । জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল, আসিয়ান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ানপ্রদেশ, অস্ট্রেলিয়া, রাশিয়া ও ক্যানাডা হলো চীনের ১০টি বৃহত্তম বাণিজ্যিক অংশীদার ।