রাষ্ট্রীয় হাইটেক শিল্পউন্নয়ন এলাকা


      বর্তমানে চীনে ৫০টিরও বেশী রাষ্ট্রীয় পর্যায়ের নতুন হাইটেক শিল্প উন্নয়ন এলাকা স্থাপিত হয়েছে , এই সব এলাকায় প্রদেশ ও মন্ত্রণালয়-পর্যায়ের ৬ শোরও বেশী বিজ্ঞান -গবেষণা প্রকল্পের অর্জনগুলো বাস্তব শিল্পে ব্যবহার করা হয়েছে । চীনের নতুন হাইটেক শিল্প উন্নয়ন এলাকাগুলোর প্রধান অর্থনৈতিক লক্ষ্যমাত্রার গড়পড়তা বার্ষিক বৃদ্ধি-হার একটানা ১০ বছরে ৬০ শতাংশ বজায় রেখেছে , এটা চীনের জাতীয় অর্থনীতির প্রবৃদ্ধি ত্বরান্বিত করার গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হয়েছে। 

  পেইচিংয়ের চোংকুয়ানছুন বিজ্ঞান ও প্রযুক্তি পার্ক এবং থিয়েনচিন, সাংহাই , হেইলোংচিয়াং, চিয়াংসু, আনহুই, শানতোং, হুপেই, কুয়াংতোং, শা’নসি, তালিয়েন, সিয়ামেন, ছিংতাও আর শেনচেন প্রভৃতি প্রদেশ ও শহরে অবস্থিত কিছু রাষ্ট্রীয় নতুন হাইটেক শিল্প উন্নয়ন এলাকার সামগ্রিক উন্নয়নের গতি দ্রুত, সোফ্ট ও হার্ড ওয়্যার পরিবেশ ভাল, হাইটেক পণ্য রপ্তানির বৃদ্ধি বেশ দ্রুত, এ সব এলাকা হলো রাষ্ট্রের ধার্য করা প্রথম কিস্তির রপ্তানিমুখী ঘাঁটি । মুক্তা নদীর বদ্বীপ অঞ্চল, ইয়াংসি নদীর বদ্বীপ অঞ্চল এবং পেইচিং-থিয়েনচিন অঞ্চলে হাইটেক পণ্য রপ্তানি ঘাঁটি ঘণীভূত রয়েছে বলে তাদের রপ্তানির পরিমাণ গোটা চীনদেশের হাইটেক পণ্য রপ্তানির ৮০ শতাংশেরও বেশী হয়েছে । ২০০২ সালে চিনের বৈদেশিক বাণিজ্যের মোট রপ্তানিমূল্যের মধ্যে হাইটেক পণ্য রপ্তানিমূল্যের অনুপাত ২০ শতাংশেরও বেশি হয়েছে , ফলে চীনের রপ্তানির কাঠামো আরও উন্নত হয়েছে ।