রাষ্ট্রীয় অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নয়ন এলাকা



      রাষ্ট্রীয় অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নয়ন এলাকাগুলো হলো চীনের বিশ্বমুখী উন্মুক্ত অঞ্চলের অংশ । উন্মুক্ত শহরগুলোর ভেতরে অপেক্ষাকৃত সীমিত এলাকা চিহ্নিত করা হয়, সেখানে শক্তি কেন্দ্রীভূত করে পূর্ণাংগ অবকাঠামো নির্মাণ করা এবং আন্তর্জাতিক মানদণ্ডের সংগে সংগতিপূর্ণ পুঁজিবিনিয়োগের পরিবেশ গড়ে তোলা হয় । বৈদেশিক পুঁজি আকর্ষণ ও ব্যবহার করার কল্যাণে এমন একটি আধুনিক শিল্প-কাঠামো গড়ে উঠে যার প্রধান অংশ হলো উচ্চ ও নতুন প্রযুক্তিশিল্প, এটাই সংশ্লিষ্ট শহর আর তার নিকটবর্তী অঞ্চলের উন্নয়ন আর বৈদেশিক বাণিজ্য ও অর্থনীতির গুরুত্বপূর্ন এলাকা । 

  ১৯৮৮ সালে চীনের রাষ্ট্রীয় পরিষদ দেশের ১৪টি উপকূলীয় উন্মুক্ত শহরে পথম কিস্তির মতো রাষ্ট্রীয় পর্যায়ের অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নয়ন এলাকা স্থাপন অনুমোদন করে , মোট ১৪টি উন্নয়ন এলাকা প্রতিষ্ঠিত হয় । সেই ১৪টি উন্নয়ন এলাকার নাম হলো : তালিয়েন, ছিংহুয়াংতাও, থিয়েনচিন, ইয়েনথাই, ছিংতাও, লিয়েনইয়ুনকাং, নানথোং, মিনহাং, হোংছিয়াও, ছাওহোচিং, নিংপো, ফুচৌ, কুয়াংচৌ, চানচিয়াং । চীনের রাষ্ট্রীয় পর্যায়ের অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নয়ন এলাকার সংখ্যা বাড়তে বাড়তে এখন মোট ৪৯-এ হয়ে দাঁড়িয়েছে , এদের মধ্যে ২৭টি রয়েছে পূর্ব উপকূলীয় অঞ্চলে, অন্য ২২টি রয়েছে মধ্য ও পশ্চিম অঞ্চলে । তাছাড়া , রাষ্ট্রীয় পরিষদের অনুমোদনে আরও প্রতিষ্ঠিত হয়েছে সুচৌ শিল্প-পার্ক এলাকা, চিনছিয়াও রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা, নিংপোর তাসিয়ে অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নয়ন এলাকা, সিয়ামেন হাইছাং পুঁজিবিনিয়োগ এলাকা, হাইনান ইয়াংফু উন্নয়ন এলাকা । এখানেও অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নয়ন এলাকার মতো সুবিধাজনক নীতি প্রবর্তিত হয় ।

  রাষ্ট্রীয় পর্যায়ের অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নয়ন এলাকাগুলো হলো চীনের উন্মুক্ত অঞ্চলের গুরুত্বপূর্ণ অংশ , এগুলো প্রধানত অবস্থিত রয়েছে বিভিন্ন প্রদেশ , মহানগর, স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানি বা কেণ্দ্রীয় শহরে অবস্থিত। এক একটি উন্নয়ন এলাকা হলো উপকূলীয় উন্মুক্ত শহর বা অন্যান্য উন্মুক্ত শহরের নির্ধারিত ছোট একটি এলাকা, যেখানে শক্তি কেন্দ্রীভুত করে পূর্ণাঙ্গ অবকাঠামো নির্মাণ করা হয,এবং আন্তর্জাতিক মানদণ্ডের সংগতিপূর্ণ পুঁজিবিনিয়োগের পরিবেশ গড়ে তোলা হয় । বৈদেশিক পুঁজি আকর্ষণ ও ব্যবহার করার মাধ্যমে এমন একটি আধুনিক শিল্প-কাঠামো গড়ে উঠে যার প্রধান অংশ হলো উচ্চ ও নতুন প্রযুক্তিশিল্প, এটাই সংশ্লিষ্ট শহর আর তার নিকটবর্তী অঞ্চলের উন্নয়ন এবং বৈদেশিক বাণিজ্য ও অর্থনীতির গুরুত্বপূর্ন এলাকা।