অর্থনীতির মালিকানা ব্যবস্থা



  চীনের সংবিধান অনুযায়ী , রাষ্ট্র সমাজতন্ত্রের প্রাথমিক সময়পর্বে এমন এক মৌলিক অর্থনীতিব্যবস্থায় অবিচল থাকবে যার প্রধান অংশ হবে গণ মালিকানাধীন অর্থনীতি, তবে ভিন্ন ভিন্ন মালিকানার অর্থনীতির মিলিত উন্নয়ন সুনিশ্চিত হয় । এই সময়পর্বে প্রধানত শ্রম অনুযায়ী বণ্টনের পদ্ধতি এবং বণ্টনের অন্যান্য পদ্ধতিও একই সময়ে প্রচলনের ব্যবস্থায় অবিচল থাকতে হয় । বর্তমানে চীনে কয়েক ধরনের মালিকানার অর্থনীতি বিদ্যমান : রাষ্ট্রায়ত্ত অর্থনীতি, কলেকটিভ (সমষ্টিগত) অর্থনীতি, প্রাইভেট অথর্নীতি, ইণ্ডিভিড্যুয়াল অর্থনীতি, যৌথ বিনিয়োগের অর্থনীতি, শেয়ার ব্যবস্থাধীন অর্থনীতি(লিমিটেড কোম্পানি), বৈদেশিক পুঁজিবিনিয়োজিত অর্থনীতি এবং হংকং,ম্যাকাও আর তাইওয়ানের পুঁজিবিনিয়োজিত অর্থনীতি ।

  রাষ্ট্রায়ত্ত অর্থনীতি হলো রাষ্ট্রের মালিকানাধীন অর্থনীতি ; কলেকটিভ অর্থনীতি হলো নাগরিকদের সমষ্টিগত মালিকানাধীন অর্থনীতি ; প্রাইভেট অর্থনিতি হলো অন্যান্যদের শ্রমশক্তি খাটানোর ভিত্তিতে পরিচালিত ব্যক্তিগত মালিকানাধীন অর্থনীতি। ইণ্ডিভিড্যুয়াল অর্থনিতি হলো নিজের শ্রমশক্তির ভিত্তিতে পরিচালিত শ্রমজীবীর ব্যক্তিগত মালিকানাধীন (ক্ষুদ্র)অর্থনীতি, শ্রমের ফল বা আয় শ্রমজীবী নিজেই ভোগ বা ব্যবহার করবে । যৌথ বিনিয়োগের অর্থনীতির অর্থ হলো ভিন্ন ভিন্ন মালিকানার শিল্পপ্রতিষ্ঠানগুলোর যৌথ বিনিয়োগের অর্থনীতি, অথবা শিল্পপ্রতিষ্ঠান ও পাবলিক প্রতিষ্ঠানের (যেমন বেতার,টেলিভিশন, প্রকাশণালয় ইত্যাদি) যৌথ বিনিয়োগের অর্থনীতি । শেয়ার ব্যবস্থাধীন অর্থনীতি হলো লিমিটেড কোম্পানিধরেনর অর্থনীতি । বৈদেশিক পুঁজিবিনিয়োজিত অর্থনীতি এমন যে, বিদেশী পুঁজিবিনিয়োগকারীরা চীনের বিদেশসংক্রান্ত অর্থনেতিক আইন ও নিয়ম অনুযায়ী যৌথ পুঁজিবিনিয়োগে ,সহযোগিতায় অথবা নিছক বৈদেশিক পুঁজিবিনিয়োগে চীনের ভূভাগে শিল্পপ্রতিষ্ঠান স্থাপন করেন এবং তা পরিচালনা করেন । বৈদেশিক পুঁজিবিনিয়োজিত অর্থনীতির অন্তর্ভুক্ত তিন রকম শিল্পপ্রতিষ্ঠান : চীন ও বিদেশের যৌথ বিনিয়োগের শিল্পপ্রতিষ্ঠান, চীন ও বিদেশের সহযোগিতাভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান, এবং বিশুদ্ধ বিদেশী পুঁজিতে পরিচালিত শিল্পপ্রতিষ্ঠান । হংকং,ম্যাকাও আর তাইওয়ানের পুঁজিবিনিয়োজিত অর্থনীতিএমন যে , হংকং,ম্যাকাও আর তাইওয়ানের পুঁজিবিনিয়োগকারীরা চীন গণপ্রজাতন্ত্রের বিদেশসংক্রান্ত অর্থনীতির আইন ও নিয়ম অনুযায়ী যৌথ পুঁজিবিনিযোগে অথবা সহযোগিতায় বা বিশুদ্ধ বৈদেশিক পুঁজিতে চীনের মূলভূভাগে শিল্পপ্রতিষ্ঠান স্থাপন আর পরিচালনা করেন ।বৈদেশিক পুঁজিবিনিয়োজিত অর্থনীতির মতোহংকং, ম্যাকাও আর তাইওয়ানের পুঁজিবিনিয়োজিত অর্থনীতিও তিন রকম : যৌথ বিনিয়োগের শিল্পপ্রতিষ্ঠান, সহযোগিতাভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান আর বিশুদ্ধহংকং, ম্যাকাও আর তাইওয়ানের পুঁজিবিনিয়োজিত শিল্পপ্রতিষ্ঠান ।

  চীনের সংবিধানের সংশ্লিষ্ট ধারা অনুযায়ী , কোনো সংগঠন বা ব্যক্তির কোনো উপায়ে রাষ্ট্রীয় বা সমষ্টিগত সম্পত্তি জবরদখল বা বিনষ্ট করা নিষিদ্ধ । রাষ্ট্র ব্যক্তিমালিকানা আর বেসরকারী অর্থনীতি প্রভৃতি অ-রাষ্ট্রায়ত্তঅর্থনীতির বৈধ অধিকার ও স্বার্থ সুরক্ষা করে । নাগরিকদের বৈধ ব্যক্তিগত সম্পত্তি সংবিধান দ্বারা সুরক্ষিত।