পরিসেবা শিল্প


       গত শতাব্দীর ৭০-এর দশকের শেষ দিক থেকে চীনের পরিসেবাশিল্পের বিরাট উন্নয়ন ঘটেছে ।

  তা প্রধানত দুটি ক্ষেত্রে প্রতিফলিত হয় : প্রথমত পরিসেবাশিল্পের আকার ক্রমেই সম্প্রসারিত হচ্ছে । পরিসংখ্যান অনুযায়ী ১৯৭৮ থেকে ২০০২ সাল পর্যন্ত চীনের পরিসেবাশিল্পের বর্দ্ধিত মূল্য ৮৬.০৫ বিলিয়ন ইউয়ান থেকে ৪০ গুণ বেড়ে ৩৪৫৩.৩ বিলিয়ন ইউয়ানে দাঁড়িয়েছে । বার্ষিক বৃদ্ধিহার ছিল ১০%-এরও বেশী , এটা একই সময়ের চীনের জি ডি পির মোট পরিমাণের বৃদ্ধিহারের চেয়েও বেশী । চীনের জি ডি পির মোট পরিমাণের মধ্যে পরিসেবাশিল্পে বর্দ্ধিত মূল্যের অনুপাত ১৯৭৯ সালের ২১.৪% থেকে বেড়ে ২০০২ সালে ৩৩.৭% হয়েছে । ২০০৩ সালে সার্সরোগের প্রকোপ আর খরার দরুণ চীনের পরিসেবাশিল্প ক্ষতিগ্রস্ত হলেও বেশ দ্রুতই বিকাশ লাভ করেছে ।

  অন্য দিকে চীনের পরিসেবাশিল্প ক্রমেই সমাজের কর্মসংস্থানের এক প্রধান উপায়ে পরিণত হয়েছে । পরিসেবাশিল্পে নিয়োজিত কর্মীদের সংখ্যা ১৯৭৮ সালের ৪ কোটি ৮৯ লক্ষ থেকে বেড়ে ২০০২ সালে ২১ কোটিরও বেশী হয়েছে । পরিসেবাকর্মীদের বর্দ্ধিত সংখ্যা অনুরূপ সময়পর্বের দ্বিতীয় শিল্পের শ্রমিকদের বর্দ্ধিত সংখ্যার দ্বিগুণ ।

  বর্তমানে চীনের পরিসেবার আওতাভুক্ত রয়েছে: রেস্তোরাঁ(খাবার ও পানীয়) , পর্যটন,খুচরা বিক্রয়, ব্যাংকিং, বীমা, তথ্য, পরিবহণ, বিজ্ঞাপন, আইন, হিসাবরক্ষা, বিয়্যাল -এস্টেট ব্যবস্থাপনা ইত্যাদি । চীনের উন্নয়ন পরিকল্পনা অনুযায়ী, ২০২০ সালে চীনের জি ডি পির মোট পরিমাণের মধ্যে পরিসেবাশিল্পের অনুপাত বর্তমানকালের তিন ভাগের এক ভাগ থেকে বেড়ে দুই ভাগের এক ভাগেরও বেশী হবে ।