শিল্প


        চীনের শিল্প-উত্পাদনের দ্রুত উন্নয়ন শুরু হয় গত শতাব্দীর ৫০-এর দশকে। ১৯৪৯ সালে নয়া চীন প্রতিষ্ঠিত হয়, তার পরই চীনের শিল্পের পুনরুদ্ধার আর বিকাশের পর্ব শুরু হয়েছে । ১৯৭৮ সালে চীনে সংস্কার আর উন্মুক্ত নীতি প্রবর্তনের আগেই চীনে প্রাথমিকভাবে একটি বেশ পূর্ণাঙ্গ শিল্প-অর্থনীতির ব্যবস্থা গড়ে উঠেছে । ঐতিহ্যিক তেলশিল্প এবং নতুন শিল্প হিসেবে রসায়নশিল্প ও ইলেক্ট্রোনিক শিল্পের বেশ দ্রুত উন্নয়ন হয়েছে , হাইটেক শিল্প হিসেবে পারমাণবিক শিল্প ও মহাকাশ শিল্পের ব্রেকথ্রু ধরনের উন্নয়ন ঘটেছে । গত শতাব্দীর ৭০-এর দশকের শেষ দিক থেকে চীনের শিল্পের উন্নয়নের গতি আরও দ্রুত হয়েছে । ১৯৭৯ থেকে ২০০৩ সাল পর্যন্ত শিল্পের বর্দ্ধিত মূল্যের গড়পড়তা বার্ষিক বৃদ্ধি-হার বরাবরই ১০ শতাংশের উপরে ।

  ৫০ বছরেরও বেশী সময়ের উন্নয়নের পর চীনের প্রধান প্রধান শিল্পজাত দ্রব্যের উত্পাদনপরিমাণ কয়েক ডজন গুণ বা কয়েক শো গুণ বেড়েছে । অনেক শিল্পজাত দ্রব্য বিশ্বের বিভিন্ন অঞ্চলে রপ্তানি করা হয় । ১৯৯৬ সাল থেকে চীনের ইস্পাত, লোহা, কয়লা, সিমেণ্ট, সার, আর টেলিভিশনসেট উত্পাদন বরাবরই বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে। 

  ২০০৩ সালে চীনে শিল্পের বর্দ্ধিত মূল্য বাস্তবায়িত হয়েছে ৫৩৬১.২ বিলিয়ন ইউয়ান । তা এর আগের বছরের তুলনায় ১২.৬% বেড়েছে । বর্তমানে চীনে বিমান, জাহাজ, মটর গাড়ী, কৃত্রিম উপগ্রহ এবং আধুনিক শিল্পসরঞ্জাম তৈরী করা হয় । চীনের এমন এক স্বাধীন শিল্পব্যবস্থা গড়ে উঠেছে যার প্রযুক্তির মান বেশ ভাল এবং প্রায় সব রকম পণ্যদ্রব্য উত্পাদন করা হয় । পরবর্তীকালে চীন তথ্যায়নের মাধ্যমে শিল্পায়ন ত্বরান্বিত করার নীতি আরও ভালভাবে কার্যকরী করবে, এইভাবে চীনের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার ব্যাপারে শিল্পের ভূমিকা আরও জোরদার করবে।