Web bengali.cri.cn   
বিশ্বের বেশ কয়েকজন বিখ্যাত ও সুদর্শন বয়স্ক তারকা
  2015-12-24 14:28:01  cri

চলচ্চিত্রে অভিনয় করার সঙ্গে সঙ্গে স্টিভ বুসেমি চিত্রনাট্যকার, পরিচালক ও চলচ্চিত্র নির্মাতার দায়িত্বও পালন করেন। বলা যায়, তিনি একজন বহুমুখী প্রতিভাসম্পন্ন লোক। অপেরা স্কুল থেকে স্নাতক ডিগ্রি লাভের পর তিনি ফায়ারম্যান হিসেবে চার বছর চাকরি করেন।

এই বিশ্ব এমন এক ধরণের মানুষ রয়েছেন, যাদের আকর্ষণীয় শক্তির মানদণ্ড নির্ধারণ করা সত্যিই কঠিন। আসলে তাদের এক ধরনের বিশেষ আকর্ষণীয় শক্তি আছে। তাদের ওই আকর্ষণীয় শক্তিই বিশেষ এক ধরণের সৌন্দর্য । বেনিডিক্ট কাম্বারবাছ হলেন এমন এক ধরণের অভিনেতা। তিনি ১৯৭৬ সালের ১৯ জুলাই লন্ডনে জন্মগ্রহণ করেন। তিনি হ্যারো স্কুল ও ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে লেখাপড়া করেন। লন্ডন একাডেমি অব মিউজিক অ্যান্ড ড্রামাটিক আর্ট থেকে তিনি এমএ ডিগ্রি লাভ করেন।

বেনিডিক্ট কাম্বারবাছ একটি সাক্ষাতকার অনুষ্ঠানে জানান, বিশ্ববিদ্যালয়ে প্রবেশের আগে তিনি ভারতের দার্জিলিংয়ে ইংরেজি ভাষার শিক্ষক হিসেবে কাজ করেছেন। শিক্ষক হিসেবে তিনি সেখানে এক বছর সময় কাটিয়েছেন।

জিম ক্যারির নাম কমেডির সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। আসলে জিম ক্যারির অভিনয় কৌশল একটু অন্যরকম। তবে তার একটি বিশেষ দক্ষতা আছে। তিনি ভীষণভাবে মানুষকে হাসাতে পারেন। তিনি যখন মুখ চেপে হাসেন তখন অন্যরা তাদের মুখের হাসি চেপে রাখতে পারেন না।

1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040