Web bengali.cri.cn   
বাংলাদেশের মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর
  2015-12-18 17:41:00  cri

প্রিয় শ্রোতাবন্ধুরা, পেইচিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের 'চলতি প্রসঙ্গ' অনুষ্ঠান।

বন্ধুরা, এ অনুষ্ঠানে আপনাদের জন্য তুলে আনা হয়েছে পৃথিবীর নানা প্রান্তে ঘটে যাওয়া কিছু ঘটনা। আর এ আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি প্রকাশ এবং আমি আইরীন নিয়াজী মান্না।

প্রকাশ : মান্না আপু, আমরা তাহলে অনুষ্ঠান শুরু করতে পারি। আজ প্রথমেই কি বিষয়ে আলোচনা হবে।

মান্না : প্রথমে চীনের একটি সাম্প্রতিক সংবাদ দিয়ে শুরু করুন।

প্রথম খবর : ইয়াওকান-২৯ রিমোট সেন্সিং উপগ্রহ মহাশূন্যে পাঠালো চীন

প্রকাশ : নভেম্বর মাসের শেষের দিকে শানসি প্রদেশের থাই ইউয়ান উপগ্রহ উতক্ষেপণ কেন্দ্র থেকে ইয়াওকান-২৯ রিমোট সেন্সিং উপগ্রহ মহাশূন্যে পাঠায় চীন। উপগ্রহটি উতক্ষেপণের জন্য 'লং মার্চ-৪সি' রকেট ব্যবহার করা হয়। উপগ্রহটি মহাশূন্যে বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা চালাবে। ভূমি জরিপের কাজ করবে। ফসল উত্পাদন সম্পর্কে পূর্বাভাস দেবে এবং দুর্যোগ প্রশমনে সাহায্য করবে।

চীন ২০০৬ সালে ইয়াওকান-১ রিমোট সেন্সিং উপগ্রহ মহাশূন্যে পাঠায়।

দ্বিতীয় খবর :

মান্না : বাংলাদেশের মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর

১৬ ডিসেম্বর বাংলাদেশের মহান বিজয়ের দিন। বাঙালি জাতির সবচেয়ে বড় অর্জনের দিন। পাকিস্তানের বিরুদ্ধে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী লড়াইয়ের পর লাখো প্রাণের বিনিময়ে ১৯৭১ সালের এই দিনে অর্জিত হয় বাংলাদেশের স্বাধীনতা। বাঙালী জাতি এদিন গভীর শ্রদ্ধা ও ভালবাসার সাথে স্মরণ করে সেইসব শহীদদের; যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে বাংলার প্রিয় স্বাধীনতা।

বিজয়ের ৪৪ বছর পূর্ণ হল ১৬ ডিসেম্বর বুধবার। দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। এদিন প্রত্যুষে ঢাকায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের সূচনা হয়। সে দিন সরকারি ছুটির দিন। সাভারে জাতীয় স্মৃতিসৌধে নামে জনতার ঢল। বিভিন্ন ভবনের ছাদে উড়ে গৌরবের জাতীয় পতাকা। এছাড়া যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালনের জন্য রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর নেতৃত্বে বীরশ্রেষ্ঠ পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাগণ পুষ্পস্তবক অর্পণ করেন।

এছাড়া সকাল ৮টা ১৫ মিনিটে গণভবনে স্মারক ডাকটিকিট অবমুক্ত করেন প্রধানমন্ত্রী। বিকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠানে মিলিত হন। এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীও উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে আজ মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। হাসপাতাল, জেলখানা, বৃদ্ধাশ্রমসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন এবং রাতে আলোকসজ্জা করা হয়। প্রধান প্রধান সড়ক ও সড়কদ্বীপসমূহ জাতীয় পতাকায় সজ্জিত করা হয়।

তৃতীয় খবর : চীনের কুযাং তো প্রদেশে এশিয়ার সবচেয়ে বড় পাতাল রেলস্টেশন পরীক্ষামূলকভাবে চালু

প্রকাশ : চীনের কুযাং তো প্রদেশের সেন চেন শহরে সম্প্রতি এশিয়ার সবচেয়ে বড় পাতাল রেলস্টেশান পরীক্ষামূলকভাবে চালু করা হয়। বছরের শেষ দিকে পুরোদমে স্টেশনটি চালু হবে বলে আশা করা হচ্ছে।

তিন তলা বিশিষ্ট সেন চেন ফু থিয়ান রেলস্টেশনটির মোট আয়তন এক লক্ষ ৪৭ হাজার বর্গমিটার। অর্থাত স্টেশনটির মোট আয়তন ২১টি ফুটবল স্টেডিয়ামের মিলিত আয়তনের সমান।

চতুর্থ খবর : পাকিস্তানে আটজনের ফাঁসি কার্যকর

মান্না : পাকিস্তান সাজাপ্রাপ্ত আরো আট খুনির ফাঁসি কার্যকর করেছে। দেশটিতে ভয়াবহ সন্ত্রাসী হামলার একবছর পূর্ণ হবার একদিন আগে ১৫ ডিসেম্বর মঙ্গলবার এ রায় কার্যকর করা হয়। পেশোয়ারে ভয়াবহ ওই হামলার পর কর্তৃপক্ষ মৃত্যুদন্ড কার্যকরের ওপর থেকে ছয় বছরের নিষেধাজ্ঞা তুলে নেয়।

গত বছর ১৬ ডিসেম্বর সেনা পরিচালিত একটি স্কুলে তালিবানের ভয়াবহ হামলায় দেড়শোরও বেশি লোক নিহত হয়। এই ঘটনার পর পাকিস্তান সন্ত্রাসীদের দমনের অংশ হিসেবে মৃত্যুদন্ড কার্যকর শুরু করে। পাঞ্জাব প্রদেশের বিভিন্ন স্থানে সর্বশেষ এসব মৃত্যুদন্ড কার্যকর করা হয়। পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর কারাগার বিষয়ক উপদেষ্টা চৌধুরী আরশাদ সাঈদ জানান,সাজাপ্রাপ্ত খুনি দুজনকে মুলতান,ভাওয়ালপুর ও গুজরাটে দুজন করে এবং আটক ও ডেরা গাজী খানে একজন করে অপরাধীকে ফাঁসি দেয়া হয়।

মৃত্যুদন্ড কার্যকরের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর এ পর্যন্ত পাকিস্তানে কতজনকে ফাঁসিতে ঝোলানো হয়েছে তার সরকারি কোনো হিসেবে নেই। মানবাধিকার কর্মীরা বলছেন,এ সংখ্যা তিনশ।

মান্না : প্রিয় শ্রোতা বন্ধুরা, আলাপে আলাপে অনেক সময় চলে গেলো। এবার বিদায়ের পালা। যাবার আগে বলি, 'চলতি প্রসঙ্গ' অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে জানাবেন। আপনারা আপনাদের যে কোনো মতামত জানাতে পারেন, লিখতে পারেন চিঠি।


সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040