Web bengali.cri.cn   
বৈচিত্র্যময় ভারতীয় চলচ্চিত্র
  2015-12-17 19:45:13  cri

জবাবে বিবেক বলেন, আসলে বাস্তব জীবনে আমাদের অনেক ঝামেলাকর বিষয় আছে। চলচ্চিত্রে নাচগান মানুষকে সব কষ্ট ভুলে দিতে সক্ষম।

বিবেক বলেন, 'নাচ এবং গানের ভারতীয় চলচ্চিত্র অনেক জনপ্রিয়। এর প্রধান কারণ হলো ভারতের জনগণের চলচ্চিত্র উপভোগের লক্ষ্য হলো বাস্তবতা থেকে বেরিয়ে জীবনের যন্ত্রণা ভুলে গিয়ে বিনোদনমূলক অনুভূতি পাওয়া। ভারতে বিনোদন বলতে লোকজন প্রথমে গান ও নাচের কথাই ভাবেন'।

তবে সঙ্গে সঙ্গে বিবেক স্বীকার করেন, বলিউড ভারতের চলচ্চিত্রের সকল অংশ নয়। নাচগানের চলচ্চিত্র এবং কমেডি গোটা ভারতীয় চলচ্চিত্রের প্রতিনিধিত্ব করতে পারে না।

ফিচার ফিল্ম, আর্ট ফিল্ম এবং আঞ্চলিক ভাষায় নির্মিত চলচ্চিত্র খুব জনপ্রিয় না হলেও ভারতের আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে এসব চলচ্চিত্রের জন্য বিশেষ পুরস্কার চালু করা হয়। এটি হলো ভারতের চলচ্চিত্র সংস্কৃতির বৈচিত্র্যের প্রতিফলন।

বিবেক বলেন, 'ভারতে এমন এক ধরনের চলচ্চিত্র আছে, যাতে কমেডির মতো সুখকর পরিসমাপ্তি নেই, নেই কোনো নাচগান। এতে কেবল ভালোভাবে একটি গল্প তুলে ধরা হয়। এর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হয় যে, সত্যিকার ভারত কি রকম এবং সত্যিকার ভারতে কি ধরনের সমস্যা বিদ্যমান'।

'আলোছায়া' পরিবেশনায় লিলি লাবণ্য ও এনামুল হক টুটুল।


1 2 3
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040