ঢাকায় জমে উঠেছে "ক্যামেরায় চীন-বাংলাদেশ মৈত্রী" আলোকচিত্র প্রদর্শনী
বাংলাদেশের রাজধানী ঢাকার জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারীতে বেশ জমে উঠেছে "ক্যামেরায় চীন-বাংলাদেশ মৈত্রী" শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী।
1 2 3 4
প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শতশত দর্শক প্রদর্শনীটি দেখতে ভিড় জমাচ্ছে জাতীয় জাদুঘরে। প্রদর্শনী দেখতে বাংলাদেশের বেশ কয়েকটি জেলা থেকেও এসেছেন চীন আন্তর্জাতিক বেতারের শ্রোতাবন্ধুরা।
গ্যালারীতে প্রদর্শীত ছবি দেখে বহু দর্শনার্থী তাদের মূল্যবান মতামত লেখেছেন "ভিজিটর বুকে"। যেখানে দর্শনার্থীদের চোখে ভালো লাগা, প্রদর্শনীর গুরুত্ব এবং প্রয়োজনীয়তার বিষয়গুলি ফুটে উঠেছে। এছাড়া সিআরআই এর বিশেষ ইন্টারভিউতেও বেশ কয়েকজন দর্শনার্থী তাদের অনুভূতি এবং ভালোলাগার কথাগুলি জানিয়েছেন।
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক