Web bengali.cri.cn   
আর্থনীতিক সংবাদ ---২০১৫/১১/৯
  2015-11-09 20:03:30  cri

১. গেল অক্টোবরে চীনের বৈদেশিক বাণিজ্য কমেছে। এ নিয়ে টানা আট মাস দেশটির বৈদেশিক বাণিজ্য কমলো। শুল্ক প্রশাসনের হিসেব অনুসারে, অক্টোবরে চীনের বৈদেশিক বাণিজ্য গত বছরের একই সময়ের চেয়ে ৯ শতাংশ কমেছে। এর মধ্যে এ মাসে রফতানি ৩.৬ শতাংশ কমে ১.২৩ ট্রিলিয়ন ইউয়ান এবং আমদানি ১৬ শতাংশ কমে ৮৩৩ বিলিয়ন ইউয়ানে দাঁড়ায়। ফলে অক্টোবরে চীনের বাণিজ্য উদ্বৃত্ত ৪০.২ শতাংশ বেড়ে ৩৯৩ বিলিয়ন ইউয়ানে দাঁড়ায়।

এদিকে, বছরের প্রথম আট মাসে চীনের মোট বৈদেশিক বাণিজ্য আগের বছরের একই সময়কালের চেয়ে ৮.১ শতাংশ কমে দাঁড়ায় ১৯.৯৩ ট্রিলিয়ন ইউয়ানে। এর মধ্যে রফতানির পরিমাণ ছিল ১১.৫ ট্রিলিয়ন ইউয়ান এবং আমদানির পরিমাণ ছিল ৮.৪৭ ট্রিলিয়ন ইউয়ান। ফলে এ আট মাসে দেশটির বাণিজ্য উদ্বৃত্ত ৭৫.৩ শতাংশ বেড়ে দাঁড়ায় ২.৯৯ ট্রিলিয়ন ইউয়ানে।

২. এদিকে, চলতি বছরের অক্টোবরের শেষে এসে চীনের বৈদেশিক মুদ্রার মজুত দাঁড়ায় ৩.৫৩ ট্রিলিয়ন মার্কিন ডলারে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক গত শনিবার এ তথ্য জানায়।

ব্যাংকের হিসেব অনুসারে, অক্টোবরে মজুত বেড়েছে ১১.৪ বিলিয়ন ডলার। এর আগের পাঁচ মাস ধরেই মজুত কমেছিল।

এদিকে, অক্টোবর শেষে চীনের মজুতকৃত মোট স্বর্ণের মূল্য দাঁড়ায় ৬৩.৩ বিলিয়ন মার্কিন ডলারে, যা আগের মাস সেপ্টেম্বরে ছিল ৬১.২ বিলিয়ন মার্কিন ডলার।

৩. শাংহাই মুক্ত বাণিজ্য অঞ্চলে স্থায়ী প্যাভিলিয়ন স্থাপনের মাধ্যমে চীনে রফতানি বাড়ানোর উদ্যোগ নিয়েছে চিলি। প্যাভিলিয়নটির আয়তন দু'হাজার বর্গমিটার। 'চায়না-চিলি সেন্ট্রাল' নামক প্যাভিলিয়নে শতাধিক চিলিয়ান কোম্পানি তাদের পণ্য প্রদর্শনের সুযোগ পেতে যাচ্ছে।

গত শুক্রবার শেষ হওয়া এ সংক্রান্ত এক সেমিনারে চিলির সাবেক প্রেসিডেন্ট এবং এশিয়া-প্যাসিফিকে চিলির অতিরিক্ত দূত এদুয়ার্দো ফ্রেই বলেছেন, প্যাভিলিয়নটি চীনের বাজারে প্রবেশ করতে চিলির ক্ষুদ্র ও মাঝারি শিল্প-প্রতিষ্ঠানগুলোকে সুযোগ দিচ্ছে। সেমিনারে চিলির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা আন্দ্রেস রেবোল্লেদো বলেন, চীনে চিলির ব্রান্ড প্রমোট করা তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ।

৪. চীনের টেলিকম জায়ান্ট হুয়াওয়েই কিউবার টেলিকম কোম্পানি এতেক্সার সাথে গত শুক্রবার হাভানায় একটি চুক্তি স্বাক্ষর করেছে। এ চুক্তির আওতায় হুয়াওয়েই কিউবায় নিজের তৈরির স্মার্টফোন বিক্রি করবে।

কিউবায় হুয়াওয়েইর বিক্রয় বিভাগের প্রধান হাভিয়ের ভিলারিনো সাংবাদিকদের জানান, চুক্তির ফলে হুয়াওয়েই কিউবায় স্মার্টফোন বিক্রি, খুচরা যন্ত্রাংশ সরবরাহ এবং ফোন মেরামতকারীদের প্রশিক্ষণ দিতে পারবে। তিনি আরও জানান, এতেক্সাকে তার কোম্পানি গ্যারান্টি সহকারে পণ্য সরবরাহ করবে।

গত এপ্রিলে এতেক্সা এক প্রতিবেদন উল্লেখ করে যে, কিউবায় ৩০ লাখের বেশি মানুষ বর্তমানে মোবাইল ফোন ব্যবহার করছে এবং এ সংখ্যা দিন দিন বাড়ছে।

এদিকে, গত শনিবার হাভানায় শেষ হয়েছে ৩৩তম হাভানা আন্তর্জাতিক মেলা। মেলায় হুয়াওয়েইসহ ৪০টির বেশি চীনা কোম্পানি অংশগ্রহণ করে।

৫. বাংলাদেশের বিদ্যুত খাতের উন্নয়নে চীনের কাছে সহজ শর্তে ১,৩০৮ কোটি ডলারের ঋণ চাওয়ার প্রস্তুতি নিচ্ছে দেশটির সরকার। বিদ্যুত উত্পাদন বৃদ্ধি এবং সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার উন্নয়নে ১৫টি প্রকল্পে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়নের জন্য ইতোমধ্যেই প্রস্তাবের একটি সার-সংক্ষেপ তৈরি করেছে বিদ্যুত বিভাগ।

চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াংয়ের সফরের সময় আলোচনায় এ প্রস্তাব অন্তর্ভুক্ত করতে বিদ্যুত, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। গত ১০ অক্টোবর প্রধানমন্ত্রীর অনুমোদিত প্রস্তাবটির সার-সংক্ষেপ এরই মধ্যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের কাছে পাঠানো হয়েছে।

তবে এ বিষয়ে বিদ্যুত সচিব মনোয়ার ইসলাম বিডিনিউজকে বলেন, প্রস্তাবটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে; চীনা প্রধানমন্ত্রীর সফরের সময় উপস্থাপন করা হবে কি না- সেবিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্তি উপলক্ষ্যে আগামী মাসে চীনের প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াংয়ের ঢাকা সফরের কথা রয়েছে।

৬. প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। গত বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক কাজী ছাইদুর রহমান সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, প্রতি মাসে ৪ বিলিয়ন ডলার আমদানি ব্যয়ের খরচ হিসাবে এই রিজার্ভ দিয়ে প্রায় সাত মাসের আমদানি ব্যয় মেটানো যাবে। উল্লেখ্য, গত ১৭ অগাস্ট রিজার্ভ প্রথমবারের মতো ২৬ বিলিয়ন ডলার ছাড়িয়ে যায়।

৭. আগামী এক মাসের জন্য দেশ থেকে কাঁচাপাট রপ্তানি নিষিদ্ধ করেছে বাংলাদেশ সরকার। সম্প্রতি দেশটির বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের এক আদেশে ৩ নভেম্বর থেকে পরবর্তী এক মাস কাঁচাপাট রপ্তানি সম্পূর্ণ বন্ধ রাখতে বলা হয়েছে।

আদেশে বলা হয়, "পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০-এর সঠিক বাস্তবায়নের জন্য পাট অধ্যাদেশ ১৯৬২-এর ৪ ও ১৩ ধারা মোতাবেক যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে ৩ নভেম্বর থেকে এক মাস পর্যন্ত সকল প্রকার কাঁচাপাট রপ্তানি বন্ধ রাখা হল।"

উল্লেখ্য, আইনে ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি মোড়কীকরণে পাটের মোড়ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। ৩০ নভেম্বরের পর থেকে এই ছয়টি পণ্যের ক্ষেত্রে পাটের মোড়ক ব্যবহার করা হচ্ছে কি না, সে বিষয়ে সরকার অভিযান চালাবে বলেও ঘোষণা দিয়েছে মন্ত্রণালয়।

এই ছয়টি পণ্যসহ অন্যান্য পণ্য মোড়কীকরণে দেশে বছরে প্রায় ১০ কোটি মোড়কের চাহিদা সৃষ্টি হবে বলে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের এক হিসেবে বলা হয়েছে। এরমধ্যে সরকারি পাটকলগুলো ৪ কোটি মোড়ক সরবরাহ করবে। বাকি মোড়ক সরবরাহ করবে বেসরকারি পাটকলগুলো।

সরকারি পাটকলগুলোর কাছে এক কোটি ৪ লাখ পাটের মোড়ক (বস্তা) রয়েছে। বাকি বস্তা উত্পাদনের জন্য স্থানীয় বাজারে পাটের সরবরাহ বাড়ানোর লক্ষ্যে রপ্তানিতে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়।

৮. বাংলাদেশে প্রথমবারের মতো শীতকালীন আয়কর মেলা আয়োজন করেছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর। আগামী ১৯ থেকে ২১ নভেম্বর রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে এ মেলা অনুষ্ঠিত হবে। মেলায় করদাতারা আয়কর রিটার্ন দাখিলসহ কর সংক্রান্ত অন্যান্য তথ্য ও পরামর্শ পাবেন।

গত বুধবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) প্রকাশিত ট্যাক্স গাইড ২০১৫-১৬-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান শীতকালীন আয়কর মেলা আয়োজনের তথ্য জানান। ঢাকায় দুই জায়গায় এই মেলা আয়োজনের পাশাপাশি ছয়টি বিভাগীয় শহরেও (চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল ও রংপুর) তা আয়োজন করা হবে বলে জানান তিনি।

এসময় তিনি বলেন, দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের পাশাপাশি সাধারণ করদাতারাও মেলায় আয়কর পরিশোধ করতে পারবেন।

উল্লেখ্য, গত কয়েক বছর ধরে সেপ্টেম্বর মাসে দেশব্যাপী আয়কর মেলা আয়োজন করে আসছে এনবিআর। এবছর রাজধানী, বিভাগীয় শহর ও জেলা শহরে মেলা আয়োজনের পাশাপাশি উপজেলাতেও ভ্রাম্যমাণ মেলা করে এনবিআর। ১৬ থেকে ২২ সেপ্টেম্বর ওই মেলা অনুষ্ঠিত হয়। মেলায় ৭ লাখ ৫৭ হাজার করদাতা বিভিন্ন সেবা গ্রহণ করেছেন। সপ্তাহব্যাপী মেলা থেকে ২ হাজার ৩৫ কোটি টাকার কর আদায় হয়। তবে কাঙ্ক্ষিত রিটার্ন জমা না-হওয়ায় এবারও দুই মাস বাড়িয়ে ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর রিটার্ন জমার সুযোগ রাখা হয়েছে। যারা এখনও আয়কর রিটার্ন দাখিল করেননি তারা শীতকালীন মেলায় গিয়ে জমা দিতে পারবেন।

৯. উত্সবের মৌসুমে বাজার ধরতে তাদের নতুন ছোট গাড়ি 'কুইড'-এর উত্পাদন বাড়াচ্ছে ফরাসি সংস্থা রেনো ইন্ডিয়া। সংস্থা জানিয়েছে, এখনও পর্যন্ত ৫০ হাজারেরও বেশি ক্রেতা 'কুইড' গাড়িটি বুক করেছেন। গত ২৪ সেপ্টেম্বর গাড়িটি প্রথম বাজারে আসে।

সংস্থার সিইও এবং এমডি সুমিত শেনয় জানিয়েছেন, ক্রেতাদের হাতে গাড়ি তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আর তাতে গতি আনতে তাঁরা উত্পাদন বাড়াচ্ছেন। পাশাপাশি ডিলারের সংখ্যাও বাড়াচ্ছে সংস্থা। ২০১১-তে মাত্র ১৪ জন ডিলার থাকলেও, এখন সারা দেশে তা বেড়ে ১৮০-তে দাঁড়িয়েছে।

১০. পাকিস্তানের জিডিপি মাঝারি গতিতে বাড়বে এবং ২০২০ সাল নাগাদ ৫.২ শতাংশে পৌঁছাবে। সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) তার 'ওয়ার্ল্ড ইকনোমিক আউটলুক' প্রতিবেদনে এ পূর্বাভাস দিয়েছে। উল্লেখ্য, ২০১৪ ও ২০১৫ সালে দেশটির জিডিপি প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ৪ এবং ৪.২ শতাংশ। ২০১৬ সালে পাকিস্তানের জিডিপি প্রবৃদ্ধি ৪.৫ শতাংশ হবে বলে ধারণা করা হচ্ছে।

(আলিম)

মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040