ঢাকায় শুরু হয়েছে দ্যা ফ্লেবারর্স অব চায়না শিরোনামে "চীনা খাদ্য উত্সব ২০১৫"
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চীনা রাষ্ট্রদূত মা মিংছিয়াং, চীন আন্তর্জাতিক বেতার বাংলা বিভাগের উপ-পরিচালক সুবর্ণা এবং প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে জেনারেল ম্যানেজার ই.জে.ম্যাক ইভান।
অনুষ্ঠানের শেষে সাংস্কৃতিক পরিবেশনায় ছিলো, কুংফু এবং ড্রাগন নৃত্য যা দশকদের ব্যাপক আনন্দ দিয়েছে। পরে ক্যাফে বাজার রেস্টুরেন্টে ডিনার ব্যুফেতে অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তী হয়।
চীনা খাদ্য উৎসবটি ৭ নভেম্বর ২০১৫ পর্যন্ত সোনারগাঁ হোটেলের ক্যাফে বাজারে "ডিনার ব্যুফেট" হিসেবে চলবে। যে কোন ভোজন বিলাসী মাত্র সাড়ে তিন হাজার টাকায় এই ডিনার ব্যুফেটে অংশ নিতে পারবেন।
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক