Web bengali.cri.cn   
পেইচিংয়ে চীন ও ফ্রান্সের প্রেসিডেন্টের বৈঠক
  2015-11-03 16:36:04  cri
নভেম্বর ৩: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং গতকাল (সোমবার) পেইচিংয়ে মহা গণভবনে সফররত ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলান্দের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে দুই নেতা চীন ও ফ্রান্সের সম্পর্ক উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন এবং দু'দেশের বন্ধুত্বপূর্ণ সহযোগিতার নতুন পরিস্থিতি উন্মোচন করার বিষয়ে মতৈক্যে পৌঁছান।

সি চিন পিং বলেন, নেতাদের মধ্যকার ঘনিষ্ঠ যোগাযোগ হচ্ছে চীন ও ফ্রান্সের সম্পর্কের ভালো ঐতিহ্য। দু'পক্ষের যৌথ প্রচেষ্টায় বিভিন্ন ক্ষেত্রের বাস্তব সহযোগিতা ও মানবিক বিনিময় অনেক ফলপ্রসূ।

বৈঠকে প্রেসিডেন্ট সি দু'দেশের সম্পর্ক উন্নয়নে তিনটি প্রস্তাব তুলে ধরেন। প্রস্তাবের মধ্যে রয়েছে পুরোপুরি পারস্পরিক রাজনৈতিক আস্থা, বাস্তব সহযোগিতা ও মানবিক বিনিময় এগিয়ে নেয়া এবং নতুন আকারের আন্তর্জাতিক সম্পর্কের প্রতিষ্ঠাকাজ জোরদার করা।

ওলান্দ বলেন, এবার তার চীন সফরের প্রধান লক্ষ্য হচ্ছে প্যারিস ও পেইচিংয়ের সার্বিক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক আরও জোরদার করা। দু'দেশের নেতাদের ঘনিষ্ঠ যোগাযোগের মধ্য দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন উচ্চ পর্যায়ে পৌঁছাবে বলে তিনি আশা করেন।

ব্রিটেন ও জার্মানিসহ ইউরোপ-চীন সহযোগিতামূলক সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে ফ্রান্স আগ্রহী বলেও জানান তিনি। (ওয়াং হাইমান/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040