Web bengali.cri.cn   
সিপিসি'র ১৮তম কংগ্রেসের পঞ্চম অধিবেশনে ত্রয়োদশ পাঁচশালা পরিকল্পনা নিয়ে সি চিন পিংয়ের আলোচনা
  2015-10-30 13:49:58  cri

অক্টোবর ৩০: চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র ১৮তম কংগ্রেসের পঞ্চম পূর্ণাঙ্গ অধিবেশনে সিপিসি'র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও দেশটির প্রেসিডেন্ট সি চিন পিং এক গুরুত্বপূর্ণ ভাষণ দেন এবং ত্রয়োদশ পাঁচশালা পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

অধিবেশনে বলা হয়েছে, ২০২০ সালে সার্বিকভাবে সচ্ছল সমাজ গড়ে তোলা হবে সিপিসি'র প্রথম লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে বিষয় অনুসারে পরিকল্পনা প্রণয়ন করা হবে।

অধিবেশনে সচ্ছল সমাজ গড়ে তোলা সম্পর্কে নতুন লক্ষ্য দাখিল করা হয়। এর মধ্যে রয়েছে অর্থনীতির মাঝারি ও উচ্চগতির প্রবৃদ্ধি বজায় রাখা, ভারসাম্য, সহনশীলতা ও ধারাবাহিকতা বজায় রাখার ভিত্তিতে ২০২০ সালে জিডিপি এবং নগর ও গ্রামে বসবাসকারীদের আয় ২০১০ সালের তুলনায় দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা।

তাছাড়া, চীনের দারিদ্র বিমোচনের লক্ষ্যমাত্রা ব্যাপকভাবে উন্নত করার জন্য পরিকল্পনা প্রণয়ন করা হয়।

উল্লেখ্য, সিপিসি'র ১৮তম কংগ্রেসের পঞ্চম অধিবেশন ২৬ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত পেইচিংয়ে আয়োজিত হয়। (সুবর্ণা/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040