

তরুণ জীবনে আবার ফিরে যেতে পেরে সিয়া লুও দারুণ আনন্দ বোধ করেন। স্কুলে তিনি সুর রচনা করেন, গানে কণ্ঠ দেন এবং গিটার বাজান। তিনি নিজের প্রিয় মেয়ে ছিউ ইয়ার জন্য বিশেষ করে একটি গান রচনা করেন। তারপর তিনি বিখ্যাত হয়ে যান। অতীত সময়ে ফিরে গিয়ে সিয়া লুও নিজের স্বপ্ন বাস্তবায়ন করেন।
চীনের সঙ্গীতাঙ্গনে সুই উই ও ফুশুসহ অনেক বিখ্যাত গায়ক তখন দেখা দেয় নি।
তাই সিয়া লুও নিজের স্মৃতির উপর নির্ভর করে দশ বছর পর দেখা দেওয়া কয়েক জন নামকরা গায়কের গান কপি করে থাকেন। তারপর তিনি সারা দেশে বিখ্যাত হয়ে যান এবং জীবনের চূড়ায় পৌঁছান।
বিখ্যাত হওয়ার পর সিয়া লুও একজন সফল লোকে পরিণত হন। নিজের প্রিয় মেয়ে ছিউ ইয়া তার প্রতি দুর্বল হয়ে পড়েন।
হঠাত্ করে একদিন সিয়া লুও তার পাশে থাকা মা তোং মেইয়ের কথা স্মরণ করেন। তিনি সহপাঠীর মুখ থেকে মা তোং মেইয়ের খোঁজ খবর জেনে ফেলেন।
সিয়া লুও স্কুলে এক সহপাঠীকে বিরক্ত করার কারণে তাকে শাস্তি দেওয়ার জন্য সেই সহপাঠী একদল মাস্তানকে পাঠান। এই খবর জানার পর মা তোং মেই নিজেই গোপনে এক কৌশলের মাধ্যমে সেই মাস্তানদের ওপর আঘাত হানেন। এতে মাস্তানরা অনেক আহত হন। আর এ জন্য মা তোং মেই'র পরিবার তাদেরকে অনেক ক্ষতিপূরণ দেন। তারপর মা তোং মেই দূরের একটি জায়গায় পড়তে যান এবং সিয়া লুওর অন্য একজন সহপাঠীকে বিয়ে করেন।




