

151024s.m4a
|
প্রিয় শ্রোতাবন্ধুরা, 'আকাশের সাথে' অনুষ্ঠানে আমরা চীনের বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্য, রীতিনীতি, দর্শনীয় স্থান ও একজন বিদেশির দৃষ্টিতে চীনের প্রতিদিনের অনুভূতি নিয়ে আলোচনা করে থাকি। এ অনুষ্ঠানে আমরা আমাদের জীবনের নানান অনুভূতি আপনাদের কাছে প্রকাশ করি।
এ অনুষ্ঠানের মাধ্যমে আপনারা একদিকে চীনের জীবনযাপন, রীতিনীতি, সাংস্কৃতিক ঐতিহ্য ইত্যাদি বিষয় সম্পর্কে যেমন জানতে পারেন, তেমনি জানতে পারেন আমাদের দৈনন্দিন জীবনের নানান ঘটনা।
আজকের অনুষ্ঠানে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো চীনের একজন বাবুর্চি ও তার ছাত্রদের অনুষ্ঠান।
আশা করি এর মাধ্যমে আপনার চীনের বাবুর্চিদের রীতিনীতি ও তাদের রান্না সম্পর্কে কিছুটা হলেও জানতে পারবেন।
আর এ অনুষ্ঠানটি পরিবেশন করছি শিয়েনান আকাশ ও এনামুল হক টুটুল।
প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা যদি নিজেদের কোনো কথা আমাদের সাথে শেয়ার করতে চান বা কোনো কথা বলতে চান, তাহলে আমাদের কাছে টেলিফোন করতে পারেন বা ইমেইল করতে পারেন। আমাদের টেলিফোন নম্বর হচ্ছে: ০০৮৬১০৬৮৮৯২৪২০ এবং আমাদের ইমেইল হচ্ছে enamulhoquetutul@yahoo.com.
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন।




