Web bengali.cri.cn   
যদি লক্ষ্য থাকে অটুট, জয় হবেই হবে
  2015-09-28 14:51:07  cri


'জীবন যেন একটি চকলেটের বাক্স। তুমি কখনোই জানতে পারবে না যে কী পেতে যাচ্ছ'। হলিউডের বিশ্বখ্যাত অভিনেতা টম হ্যাঙ্কসের ফরেস্ট গাম্প সিনেমার এই সংলাপটি চীনা ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মার ভীষণ প্রিয়। বাস্তবেও যেন টম হ্যাঙ্কসের ওই সংলাপ জ্যাক মার ব্যক্তিগত জীবনেরই প্রতিফলন। হাজার রকমের ব্যর্থতার মুখোমুখি হয়েও সফলতার যে নজির তিনি স্থাপন করেছেন, তা এক কথায় বলে শেষ করা যাবে না।

ই-কমার্স তথা অনলাইন কেনাকাটা সম্পর্কে যারা খবর রাখেন, জ্যাক মা তাদের কাছে খুবই পরিচিত একটি নাম। তিনি বর্তমানে বিশ্বের সফলতম ব্যবসায়ী ও শীর্ষ ধনীদের একজন। অথচ একটা সময় তিনি শুধু ব্যর্থতার গ্লানিই বয়ে বেড়িয়েছেন।

সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের এক সম্মেলনের সময় তিনি একটি টেলিভিশন সাক্ষাতকার দেন। সেই সাক্ষাতকারে তিনি তার অতীত জীবনের সমস্ত ব্যর্থতা ও ঘুরে দাঁড়ানোর গল্প তুলে ধরেন।

প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তিনি দুবার ফেল করেন, অর্থাত ব্যর্থ হওয়ার মধ্য দিয়ে শুরু হয় তার জীবন। মাধ্যমিক বিদ্যালয়ে তিনি তিনবার ফেল করেন। এরপর একবার যখন পুলিশের চাকরির জন্য আবেদন করেন, তখনো তিনি প্রত্যাখ্যাত হন।

প্রিয় শ্রোতা একবার ভাবুন তো, তিনি যদি বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় হার্ভার্ডে পড়াশোনার চেষ্টা করেন, তাহলে কী হতে পারে?

একবার-দুবার নয়, তিনি দশ-দশবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আবেদন করেন এবং সেখানেও প্রত্যাখ্যাত হন।

হার্ভাডে ভর্তি হতে না পেরে তার মধ্যে এক ভীষণ জেদ তৈরি হয়। তিনি বলেন, তখন তার মনে হয়েছিলো একদিন হয়তো সেখানেই তিনি পড়াতে যাবেন।...আর সেটি খুবই সম্ভব।

একবার তিনি ফাস্টফুডের দোকানেও চাকরি পেতে ব্যর্থ হন। জ্যাক মা বলেন, কেএফসি যখন তাদের শহরে ব্যবসা শুরু করে তখন ২৪ জন প্রার্থী তাদের কাছে চাকরির জন্য গিয়েছিলো। তাদের মধ্যে তিনিও ছিলেন। কেএফসি বাকি ২৩ জনকে চাকরি দেয়, শুধু তিনিই বাদ পড়েন।

অনেক ব্যর্থতার গ্লানি নিয়ে একপর্যায়ে তিনি নিজের নাম পাল্টে ফেলেন। এক বন্ধুর পরামর্শে মা ইয়ুন থেকে তিনি জ্যাক মা-এই নতুন নাম ধারণ করেন।

তাহলে এখন আমরা দেখি ব্যবসার ক্ষেত্রে জ্যাক মা কত বড় সফলতা অর্জন করেছেন।

২০১৪ সালের অগাস্ট মাসে জ্যাক মা ২১.৮ বিলিয়ন মার্কিন ডলার সম্পদ অর্জন করেন, তিনি চীনের শীর্ষ বিত্তশালী হন। ২০১৪ সালের ডিসেম্বর মাসে তিনি এশিয়ার শীর্ষ বিত্তশালীর অবস্থান অর্জন করেন। আর চলতি বছরের অগাস্ট মাসের হিসেবে অনুযায়ী, জ্যাক মা ৩০ বিলিয়ন মার্কিন ডলার সম্পদ অর্জন করে চীনের শীর্ষ ধনী ব্যক্তিত্বে পরিণত হন।

চীনাদের চোখে জ্যাক মা পৌরাণিক কাহিনীর মত ব্যক্তি, তিনি চীনের গর্ব। বিদেশের তথ্য মাধ্যমের চোখে জ্যাক মা যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারের গড নামে পরিচিত ওয়ারেন বাফেট -এর মত বুদ্ধিমান মানুষ। চীনের সাবেক প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও জ্যাক মা সম্পর্কে বলেন, তিনি একজন শ্রেষ্ঠ সিইও। চীনের ইন্টারনেট মহলের বীর হলেন জ্যাক মা। (শুয়েইফেইফেই/টুটুল)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040