Web bengali.cri.cn   
চলুন জানা যাক, ইউরোপের ষাঁড় যোদ্ধা ও ষাঁড়ের লড়াই
  2015-09-21 18:26:43  cri


আমরা সবাই জানি স্পেনে ষাঁড়ের লড়াই খুব জনপ্রিয়। তবে ষাঁড়ের লড়াইয়ের বেশ নিয়ম আছে। একজন বুল ফাইটার হতে চাইলে তাকে অনেক প্রশিক্ষণ নিতে হয়। আসলে এর পেছনে রয়েছে নানান গল্প।

ষাঁড়ের লড়াই দেখতে অনেক চমত্কার, তবে এটি একইসঙ্গে অনেক বিপজ্জনকও।

মানুষ এবং ষাঁড়ের প্রত্যেক পদই খুব উত্তেজনাময়। সবার উল্লাসে বিশেষ কাপড় পরা বুল ফাইটার নি:সন্দেহে গোটা মাঠের আলোচিত ব্যক্তিত্ব। তবে বুল ফাইটারের অটল দৃষ্টির পিছনে অজানা অনেক গল্প আছে। তারা অনেক বাধা-বিপত্তি পার হয়ে এ আলোচিত মঞ্চে উঠতে পেরেছেন।

আসলে বুল ফাইটার যেন ইউরোপের অন্যান্য প্রাচীন চাকরির মতই। তার নিজস্ব প্রশিক্ষণ ব্যবস্থা এবং রহস্যময় মর্যাদা আছে। যা আসলে ইউরোপের ইতিহাসের প্রতিফলন।

বুল ফাইটারের জীবন অথবা একজন বুল ফাইটার শিক্ষার্থীর উন্নয়নের পথ জানতে চাইলে প্রথমে একবার ষাঁড়ের লড়াই অনুষ্ঠান বুঝতে হবে। আর ষাঁড়ের লড়াই অনুষ্ঠান বুঝতে চাইলে ষাঁড়ের লড়াই মাঠের প্রত্যেকের দায়িত্ব ও অবস্থা বুঝতে হবে।

পাশ্চাত্য ভাষায় ষাঁড়ের লড়াই মাঠের সবাইকে বুল ফাইটার হিসেবে গণ্য করা হয়। তবে যারা ষাঁড়ের লড়াই অনুষ্ঠান দেখেছেন, তারা নিশ্চয়ই জানেন, মাঠের লোকেরা ষাঁড়ের লড়াই-এর বিভিন্ন পর্যায়ে মাঠে আসে। তাদের দায়িত্ব ভিন্ন, এমনকি তাদের কাপড়ও ভিন্ন। মাঠে সবচেয়ে আলোচিত ব্যক্তিত্ব নিশ্চয়ই সেই ব্যক্তি যিনি লাল ছদ্মবেশ নিয়ে ষাঁড়ের সঙ্গে লড়াই করেন এবং অনুষ্ঠান শেষে একটি লম্বা তরবারি দিয়ে ষাঁড়কে হত্যা করেন। ষাঁড়ের লড়াই মহলে তাকে বলা যায় ট্রাম্প বা তুরুপ।

ট্রাম্প বুল ফাইটার প্রত্যেক অনুষ্ঠানে শুধু একজনই থাকেন। তিনি নি:সন্দেহে প্রতিযোগিতার আলোচিত ব্যক্তিত্ব এবং সবচেয়ে আকর্ষণীয় বিষয়। তার নাম প্রতিযোগিতার পোস্টারে দেখা যায়। তার লাখ লাখ ভক্ত আছে। মাঠে আসা থেকে ষাঁড়কে হত্যা করা পর্যন্ত ট্রাম্প বুল ফাইটার বড় আর ছোট দুটি লাল ছদ্মবেশ ধারণ করেন। ষাঁড় বুল ফাইটারের পাশেই দৌড়চ্ছে, আর বুল ফাইটারের মুখে কোনো ভয় দেখা যায় না। এমন চমত্কার অনুষ্ঠান বা প্রদর্শনী ট্রাম্প বুল ফাইটারের বিশেষ ক্ষমতা।

ষাঁড়ের লড়াই মাঠের আলোচিত ব্যক্তিত্ব হতে চাইলে শিক্ষার্থীরা দীর্ঘকালের ষাঁড়ের লড়াই প্রশিক্ষণ নেয়া ছাড়াও, যখন তাদের সুনাম এবং মর্যাদা নির্দিষ্ট পর্যায়ে পৌঁছায়, তখন তারা ছোট ষাঁড় দিয়ে আয়োজিত এক প্রতিযোগিতায় অংশ নেন। তা যেন বুল ফাইটার দলের একজন সদস্য হওয়ার একটি প্রবেশ পরীক্ষা। যদি প্রতিযোগিতায় জয়ী হন, তাহলে একজন পেশাদার বুল ফাইটার এ শিক্ষার্থীকে একজন প্রাথমিক বুল ফাইটার হওয়ার কথা ঘোষণা করেন।

আর প্রাথমিক বুল ফাইটারকে আরও দীর্ঘকালের প্রশিক্ষণ নিতে হয়। এরপর তিনি একজন পেশাদার বুল ফাইটার অথবা ট্রাম্প বুল ফাইটার হবেন কি না, এ সিদ্ধান্ত নেবেন। তা হতে চাইলে একটি খোলা ষাঁড়ের লড়াই মাঠে অনুষ্ঠান আয়োজন করতে হয়। এতে দু'জন ট্রাম্প বুল ফাইটারকে অংশ নিতে হয়। একজন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, আরেকজন তা স্বচক্ষে দেখেন। এরপর এ প্রাথমিক বুল ফাইটারের মর্যাদা আনুষ্ঠানিকভাবে উন্নীত হতে পারে। এর ফলে তিনি ৪ থেকে ৬ বছরের এবং ওজন ৪৫০ কেজি থেকে ৭০০ কেজির ষাঁড়ের সঙ্গে লড়াই করতে পারেন।

ইউরোপের দক্ষিণ-পূর্বাঞ্চলে ষাঁড়ের লড়াই-এর রীতিনীতি এখনো বজায় রয়েছে। শিক্ষার্থীরা সাধারণত দশ বারো বছর বয়স থেকে প্রশিক্ষণ নিতে শুরু করেন। আসলে ষাঁড়ের লড়াই শুধু যে স্পেনেই আছে তা নয়, ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের নিমেস ও আর্লেস এলাকায় ষাঁড়ের লড়াই খুবই জনপ্রিয়। সেখানে ষাঁড়ের লড়াই বৈধ।

নিমেসে বেশ কয়েকটি বুল ফাইটার প্রশিক্ষণ কেন্দ্র আছে। এখানে শিশুরা প্রত্যেক সপ্তাহে দুই বার প্রশিক্ষণ নেয়। শুরুর দিকে তারা কাঠের ষাঁড় দিয়ে প্রশিক্ষণ নেয়। আস্তে আস্তে তারা ছোট ষাঁড়ের সঙ্গে লড়াই করতে পারে। অবশ্যই প্রশিক্ষণ কেন্দ্রে শিক্ষার্থীরা সত্যিকার অর্থে ষাঁড়কে হত্যা করবে না, তারা শুধু ঐতিহ্যবাহী কৌশল শেখে।

পাশ্চাত্য দেশে যদি আপনি একজন শিশুকে জিজ্ঞেস করেন, তুমি বড় হওয়ার পর কি চাকরি করতে চাও? তারা হয়তো আপনাকে জানাবে দমকলকর্মী, ফুটবল খেলোয়াড়, ডাক্তার বা জ্যোতির্বিদ ইত্যাদি ইত্যাদি। তবে নিমেসে দশ বারো বছরের শিশুদের উত্তর হবে একজন বুল ফাইটার হওয়াই তাদের স্বপ্ন।

যুক্তরাষ্ট্রে ষাঁড়ের লড়াইয়ের বাজারও আছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ১৯৯৭ সালে একটি বুল ফাইটার স্কুল খোলা হয়েছে। যদিও এ স্কুল সত্যিকার অর্থেই ষাঁড়কে হত্যা করে না। তবে আশেপাশে এলাকায় অনেকেই এর বিরোধিতা করে। বিরোধিতাকারীরা মনে করে, হত্যা না করার উপায়ের মাধ্যমে শিশুকে হত্যা করার পদ্ধতি শেখায় এ স্কুল। তবে আরও অনেকেই এর সমর্থন করে। সমর্থকরা জানে, ষাঁড়ের লড়াই যুক্তরাষ্ট্রে হয়তো কোনোদিনই বৈধ হবে না। তবে এ প্রাচীন শিল্পের রহস্য জানাও খুব মজার ব্যাপার।

এখন ষাঁড়ের লড়াই মুনাফাবহুল একটি অনুষ্ঠান। একজন বিখ্যাত বুল ফাইটার এক অনুষ্ঠানে অংশ নিয়ে ৩০ লাখ ইউয়ান পান। ভালো আয়ের কারণে ইউরোপের বাইরে, বিশেষ করে ল্যাটিন আমেরিকা অঞ্চলে ষাঁড়ের লড়াই প্রশিক্ষণ খুব সমৃদ্ধ হয়ে উঠেছে। মেক্সিকো এসব দেশের মধ্যে অন্যতম।

স্পেনে ষাঁড়ের লড়াই সম্বন্ধে আইনগত নিয়ম আছে। বুল ফাইটার শিক্ষার্থী ১৬ বছর পার হওয়ার পরই সত্যিকার অর্থে একটি ষাঁড়কে হত্যা করতে পারে। তবে মেক্সিকোয় এমন নিয়ম নেই। মেক্সিকোয় অনেকেই যখন নিজের শিশুর ৫ বছর বয়স হয়, তখন তাকে প্রশিক্ষণ স্কুলে ভর্তি করে দেয়।

সাধারণত বুল ফাইটার শিক্ষার্থী যদি কোনো অনুষ্ঠানে অংশ নেয় বা কোনো প্রতিযোগিতায় জয়ী হয়, তাহলে তাদের পুরস্কার সাধারণত ষাঁড়ের কান বা ষাঁড়ের লেজ। যদি তাদের অনুষ্ঠান মোটামুটি ভালো হয়, তাহলে তারা ষাঁড়ের কান পেতে পারে। যদি তাদের অনুষ্ঠান চমত্কার হয়, তাহলে তারা ষাঁড়ের দু'টি কান পেতে পারে। যদি তাদের অনুষ্ঠান অতি চমত্কার হয়, তাহলে তাদের পুরস্কার হবে ষাঁড়ের লেজ। আর যে ষাঁড়কে হত্যা করা হয়েছে, তা অবশেষে স্থানীয় রেস্তোরাঁর টেবিলে যাবে।

একজন ট্রাম্প বুল ফাইটার হওয়ার গর্ব এবং আয় সত্যি আকর্ষণীয়। মেক্সিকোয় প্রত্যেক বছর কয়েক শ' পাঁচ ছয় বছর বয়সের শিশু বুল ফাইটার স্কুলে যায়। আসলে বড় মাঠের মঞ্চে ওঠার বুল ফাইটার খুব কম। তা হয়তো এক হাজার বুল ফাইটারের মধ্যে শুধু একজন নিজের স্বপ্ন বাস্তবায়ন করতে পারে।

'দৃষ্টির সীমানায়' পরিবেশনায় শুয়েইফেইফেই ও এনামুল হক টুটুল।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040