Web bengali.cri.cn   
চীন হলো বিশ্ব শান্তি রক্ষার দৃঢ় শক্তি: অবসরপ্রাপ্ত তুর্কি জেনারেল
  2015-09-11 19:22:55  cri

৩ সেপ্টেম্বর চীনাদের জাপানি আগ্রাসনবিরোধী যুদ্ধ ও বিশ্ব ফ্যাসিবাদবিরোধী যুদ্ধ জয়ের ৭০তম বার্ষিকী উপলক্ষে তুরস্কের অবসরপ্রাপ্ত নৌবাহিনীর মেজর জেনারেল সেম গুর্ডেনিজ চীন আন্তর্জাতিক বেতারকে এক বিশেষ সাক্ষাত্কার দিয়েছেন। তিনি মনে করেন, চীনা মানুষদের কাছে এ স্মরণ অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ তাত্পর্য রয়েছে। তিনি বলেন, চীনের পূর্বসূরিরা উত্থান-পতন ও দূঃখবেদনার মধ্য দিয়ে সময় পার করেছেন। কিন্তু বর্তমানে চীনারা গর্বিত ঐক্যবদ্ধ জাতি হিসেব বিশ্বের সামনে দাঁড়িয়েছে। অর্থনৈতিক ক্ষেত্রে হোক, রাজনৈতিক অবস্থান হোক, চীন স্থিতিশীলভাবে বিশ্বের সামনে নিজেকে তুলে ধরেছে। বিভিন্ন ক্ষেত্রে চীনের আজকের অগ্রগতির পেছনে ৭০ বছর আগের প্রতিরোধ যুদ্ধের বিরাট অবদান রয়েছে। নানচিং থেকে শাংহাই পর্যন্ত, হোয়াংহো নদীর দু'তীর থেকে প্রাচীন নগর পেইচিং পর্যন্ত, কোটি কোটি চীনা মানুষ রক্তপাতের মাধ্যমে আজকের সমৃদ্ধি ও উন্নত সমাজ নির্মাণ করেছে। তাই এবারের কুচকাওয়াজ চীনা জনগণের কাছে অত্যন্ত তাত্পর্যময়।

গুর্ডেনিজ মনে করেন, নতুন বিশ্ব রাজনৈতিক পরিস্থিতিতে চীনের ফ্যাসিবাদবিরোধী যুদ্ধজয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি বলেন, আমি মনে করি, বিশ্ব ফ্যাসিবাদবিরোধী যুদ্ধজয়ের পরেই নতুন বিশ্ব রাজনৈতিক শৃঙ্খলা নিশ্চিত হয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হলো জাতিসংঘ প্রতিষ্ঠা। চীনসহ ৫টি দেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশে পরিণত হয়েছে এবং বিশ্বের রাজনৈতিক প্রক্রিয়া এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

এ ছাড়া, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়ী হওয়ার পর থেকে আন্তর্জাতিক রাজনীতিতে চীনের গুরুত্বপূর্ণ ভূমিকার ইতিবাচক মূল্যায়ন করেছেন গুর্ডেনিজ। তিনি বলেন, চীন সবসময় বিশ্বশান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতার পক্ষে কথা বলেছে। বর্তমানে জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশের চোখে চীন হলো বিশ্বশান্তি রক্ষার দৃঢ় শক্তি। কেবল চীনের অস্তিত্বের কারণেই মানবজাতির শান্তি নিশ্চিত হয়েছে।

গুর্ডেনিজ বলেন, '৩ সেপ্টেম্বর' কুচকাওয়াজের মাধ্যমে চীন বিশ্বের কাছে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষেত্রে তার আস্থা ও দৃঢ়প্রতিজ্ঞা তুলে ধরেছে। তিনি বলেন, আজ উন্নয়ন ও সংস্কারের ক্ষেত্রে চীনের প্রতি আস্থা দিন দিন বাড়ছে। এবারের কুচকাওয়াজের মাধ্যমে চীন বিশ্ববাসীর কাছে যে বার্তা দিয়েছে তা হলো, 'প্রতিরোধ যুদ্ধের দুঃখ-কষ্ট, ভবিষ্যতে পুনরাবৃত্তি হবে না।' একবিংশ শতাব্দীতে চীনা জনগণের উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি আমি।

প্রেমা/তৌহিদ

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040