Web bengali.cri.cn   
ভারতের যুব প্রতিনিধি দলের চীন সফর
  2015-08-25 18:20:27  cri

আপনারা জানেন, চলতি বছর চীন ও ভারতের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬৫তম বার্ষিকী। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দু'পক্ষ নানা রকম অনুষ্ঠান আয়োজন করছে। এই আয়োজনের অংশ হিসেবে আগস্ট মাসের ২০ থেকে ২৭ তারিখ পর্যন্ত ভারতের ১৮৯জন যুব সদস্য নিয়ে একটি প্রতিনিধি দল চীন সফর করছেন। অল চায়না যুব ফেডারেশনের আমন্ত্রণে প্রতিনিধি দলটি চীনে এসেছেন। এই আট দিনে তারা চীনের পেইচিং, শাংহাই ও হাংচৌ শহর সফর করবেন এবং চীনের তরুণ-তরুণীদের সঙ্গে ভাব বিনিময় করবেন।

শ্রোতাবন্ধুরা, আজকের খোলামেলা অনুষ্ঠানে এ দলের দু'জন তরুণী সদস্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন। তাদের একজন ভারতের আসামের হাইলাকান্দি এলাকার মহিলা মোর্চার সভাপতি অনামিকা আচার্য্য। আরেকজন উড়িষ্যার সেবা প্রয়াস ফাউন্ডেশনের সদস্য লিঙ্কন সুবোধী। তাদের এবারের সফরের অভিজ্ঞতা এবং কর্মপরিকল্পনা সম্পর্কে তারা আমাদের সাথে কথা বলছেন। আমি এবং সহকর্মী টুটুল তাদের সঙ্গে এ সফরের নানা বিষয় নিয়ে আলোচনা করেছি। এখন আপনারা তাদের এই কথপোকথন শুনুন।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040