Web bengali.cri.cn   
শীতকালীন অলিম্পিক গেমস আয়োজনে পেইচিংয়ের ওপর আন্তর্জাতিক সমাজের আস্থা
  2015-08-14 16:30:46  cri

গত ৩১ জুলাই মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত আন্তর্জাতিক অলিম্পিক কমিটির পূর্ণাঙ্গ অধিবেশনে ২০২২ শীতকালীন অলিম্পিক গেমসের উদ্যোক্তা শহর নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে পেইচিং ও চাং চিয়াখৌ শহর যৌথভাবে শীতকালীন অলিম্পিক গেমস আয়োজনের জন্য নির্বাচিত হয়। এ দু'টি শহরে অলিম্পিকের মতো বড় ধরনের ইভেন্ট অনুষ্ঠানের ব্যাপারে ইতিবাচক মূল্যায়ন করেছে আন্তর্জাতিক সমাজ।

২০১৪ সালে রাশিয়ার সোচিতে অনুষ্ঠিত শীতকালীন অলিম্পিক গেমস বিশ্ববাসীর মনে গভীর ছাপ ফেলেছে। পেইচিং ও চাং চিয়াখৌ ২০২২ শীতকালীন অলিম্পিক গেমস আয়োজনের ব্যাপারে আবেদন করার পর চীন আন্তর্জাতিক বেতারের সংবাদদাতাকে এক বিশেষ সাক্ষাত্কার দিয়েছেন রুশ উপ-ক্রীড়ামন্ত্রী ইউরি নাগর্নিহ। তিনি বলেছেন, পেইচিং সবসময় বড় ধরনের ক্রীড়া ও প্রতিযোগিতার আয়োজন করে। এ ধরনের অভিজ্ঞতার কারণে পেইচিংয়ের শীতকালীন অলিম্পিক গেমস আয়োজনের যোগ্যতা রয়েছে। তিনি বলেন, আমরা খুব স্পষ্টভাবে জানি এবং স্বচক্ষে দেখেছি যে, পেইচিং ২০০৮ সালে সাফল্যের সঙ্গে সামার অলিম্পিক আয়োজন করেছে। পেইচিং হলো বর্তমানে বিশ্বের দ্রুত উন্নয়নশীল শহরগুলোর মধ্যে অন্যতম এবং আন্তর্জাতিক নগরী। পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রে ঐতিহ্যবাহী শহর। আমি এবং আমার সহকর্মীরা মনে করি, একটি সফল শীতকালীন অলিম্পিক গেমস আয়োজনে পুরোপুরি সক্ষম পেইচিং।

২০১৫ মিলান বিশ্বমেলা চলাকালে পেইচিং উইক নামে একটি কার্যক্রম অনেক পর্যটকের দৃষ্টি আকর্ষণ করেছে। মিলান বিশ্বমেলার প্রদর্শনী বিভাগের জেনারেল ম্যানেজার ও ইতালি প্যাভিলিয়নের প্রধান স্টেফানো গাট্টি বলেছেন, শীতকালীন অলিম্পিক গেমসে বিশ্ববাসীকে অভ্যর্থনা জানাতে সক্ষম পেইচিং। তিনি বলেন, পেইচিং ২০১৯ সালে উদ্যান বিষয়ক প্রদর্শনীর আয়োজন করবে। ২০১০ শাংহাই বিশ্ব মেলা আয়োজনের পর অব্যাহতভাবে বিশ্বব্যাপী মেলার দায়িত্ব পালন করবে। এর আগে ২০০৮ সামার অলিম্পিক গেমস আয়োজন করেছে পেইচিং। এসব থেকে বোঝা যায় যে, আন্তর্জাতিক মানের বড় ধরনের অনুষ্ঠান আয়োজনের ঐতিহ্য আছে পেইচিংয়ের। ফলে শীতকালীন অলিম্পিক আয়োজনের প্রতিদ্বন্দ্বিতায় শক্তিশালী অবস্থানে রয়েছে পেইচিং।

২০১৫ সালে চীনের বসন্ত উত্সব চলাকালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের বেভারলি শহরে শীতকালীন অলিম্পিক গেমস আয়োজনের আবেদন করে পেইচিং। সেখানে বৈদেশিক পরিচিতিমূলক সেমিনারে সমৃদ্ধ কার্যক্রমের মাধ্যমে পেইচিং সম্পর্কে ধারণা ও শীতকালীন অলিম্পিক গেমসের প্রতি জনসাধারণের ভালোবাসা প্রদর্শিত হয়েছে। বেভারলি শহরের সম্মেলন ও পর্যটক ব্যুরোর মহাপরিচালক জুলি ওয়াগনার পেইচিং ২০২২ শীতকালীন অলিম্পিক আবেদন প্রসঙ্গে প্রত্যাশা করেন। তিনি বলেন, আমার মনে হয়, পেইচিংয়ে আয়োজিত সামার অলিম্পিক গেমস ছিল ইতিহাসের সবচেয়ে চমত্কার অলিম্পিকগুলোর মধ্যে অন্যতম। আমরা পেইচিংয়ের শীতকালীন অলিম্পিক গেমস আয়োজনের আবেদনকে সমর্থন করি। পেইচিংয়ে শীতকালীন অলিম্পিক গেমস খুবই চমত্কার হবে।

দীর্ঘদিন পেইচিংয়ে চাকরি ও জীবনযাপন করা দক্ষিণ কোরীয় নাগরিক দক্ষিণ কোরিয়ার কেবিএস-এর সাবেক সংবাদদাতা, 'সুপার চায়না'র প্রযোজক চিন-বুম পার্ক সিআরআই-এর সংবাদদাতাকে বলেছেন, চীনের পেইচিং ও জাং চিয়াখৌ শহরের শীতকালীন অলিম্পিকস আয়োজনের যথেষ্ট ক্ষমতা আছে। তিনি বলেন, আমি মনে করি ১৮৯৬ সালে গ্রিসের এথেন্স অলিম্পিক গেমস থেকে আধুনিক অলিম্পিক গেমসের ইতিহাসে ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস ছিল সবচেয়ে সফল অলিম্পিক গেমসগুলোর মধ্যে অন্যতম। ২০০৮ পেইচিং অলিম্পিকের মাধ্যমে সারা বিশ্বের জনগণ স্বীকার করেছে যে, চীন শুধু অর্থনৈতিকভাবেই বড় রাষ্ট্র নয়, বরং সাংস্কৃতিক ক্ষেত্রেও শক্তিশালী রাষ্ট্র। বিশেষ করে, ৮ আগস্ট রাত ৮টা ৮ মিনিটে শুরু হওয়া উদ্বোধনী অনুষ্ঠান চীনের ৫ হাজার বছরের সুদীর্ঘ ইতিহাস ও সভ্যতার পরিচয় তুলে ধরা হয়েছে।

চলতি বছর লস অ্যাঞ্জেলসে আন্তর্জাতিক স্পেশাল অলিম্পিকসের চেয়ারম্যান টিমোথি শ্রিভার বলেন, অনেক আগেই চীন বিশ্বের সামনে বৃহত্ আকারের আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের ক্ষমতা দেখিয়েছে। চীন শীতকালীন অলিম্পিকের উদ্যোক্তা দেশ নির্বাচিত হলে, আমি জানি, সেটা একটি সুপার মহাসম্মেলন হবে। এতে আমার কোনো সন্দেহ নেই।

প্রেমা/তৌহিদ

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040