Web bengali.cri.cn   
আইফোন ৭ আসছে!
  2015-08-20 19:54:47  cri


সম্প্রতি বিদেশি সংবাদ মাধ্যমের সূত্রে জানা গেছে, মার্কিন কোম্পানি অ্যাপেল আগামী সেপ্টেম্বরে আইফোনের নতুন সংস্করণ বাজারে মুক্তি দিতে পারে। এ নিয়ে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করবে। যার মানে প্রতিষ্ঠানটির আইফোনের পরবর্তী সংস্করণ আইফোন ৬ এস অথবা আইফোন ৭ সেপ্টেম্বরেই বাজারে আসছ।

জানা গেছে, আইফোনের এ নতুন সংস্করণে থাকবে আইওএস ৯ অপারেটিং সিস্টেম। অ্যাপেলের এ স্মার্টফোনটিকে ব্যবহার করা হয়েছে ফোর্স টাচস্ক্রিন প্রযুক্তি। এ প্রযুক্তিতে টাচস্ক্রিন ফোনের অ্যাপ্লিকেশন পরিবর্তন বা অন্যান্য ক্ষেত্রে ব্যবহার টাচস্ক্রিনে চাপের উপর নির্ভর করবে। এতে বার বার স্ক্রিনে টাইপ ও এক অ্যাপ থেকে অন্য অ্যাপে যাওয়ার ঝামেলা কমবে। আর পর্দার আকার হবে ৪.৭ এবং ৫.৫ ইঞ্চি। এর ক্যামেরা হবে টুলেন্স ১২ মেগাপিক্সেলের।

বিভিন্ন খবরে বলা হচ্ছে, ৬ ও ৬ প্লাসের চেয়েও আইফোন ৭ হবে আরো আধুনিক ও উন্নত। তাহলে পুরানো সংস্করণের তুলনায় নতুন সংস্করণটিতে আরও কি কি বিষয় যোগ করা হবে ? চলুন এক নজরে দেখে নেয়া যাক।

১. নীলকান্তমণি দিয়ে তৈরি স্ক্রিন

২. মাঝামাঝি পর্দা

আইফোন ৭ সংস্করণের পর্দা হবে আইফোন ৬ ও ৬ প্লাসের পর্দার মাঝামাঝি। অর্থাৎ অ্যাপল তার পরবর্তী হ্যান্ডসেট আইফোন ৭'র পর্দা ৫.২ ইঞ্চি করার কথা ভাবছে। আইফোন ৬ ও ৬ প্লাসের বড় স্ক্রিনের কারণে সমালোচনার মুখে পড়েছে হ্যান্ডসেট দু'টি। এসব বিষয় চিন্তা করেই আইফোনের স্ক্রিন নিয়ে নতুনভাবে চিন্তা শুরু করেছে বিশেষজ্ঞরা। এ ছাড়া, বড় পর্দার কারণে আইফোন ৬ ও ৬ প্লাস 'নারীবান্ধব' নয় বলেও অনেক ব্যবহারকারী অভিযোগ করেছেন।

৩. ক্যামেরায় দু'টি লেন্স ব্যবহার

আইফোন ৭ এর ক্যামেরায় দু'টি লেন্স ব্যবহার করা হবে। নতুন ডিজাইনে হ্যান্ডসেটটির পেছনের ক্যামেরায় দু'টি লেন্স ব্যবহারের ফলে এর যথার্থতা উপলব্ধি করা যায়।

৪.আরও বেশি রঙের মডেল

অ্যাপেল সাদা, কালো, গ্রে ও গোল্ড রঙ বেশি দেখা যায়। কিন্তু গ্রাহকদের আরো বেশি আকৃষ্ট করতে প্রতিষ্ঠানটি সিদ্ধান্ত নিয়েছে যে, পিঙ্কসহ বেশ কয়েকটি রঙের মডেল উন্মুক্ত করা হবে।

তবে বন্ধুরা, আইফোন সেভেন নিয়ে সবচেয়ে বড় খবরটি কি জানেন ? যদিও এ বিষয়ে এখনও মুখ ফুটে কিছু বলেছি কর্তৃপক্ষ। তবে বাজারে কিন্তু ঠিকই খবর বেরিয়েছে। আর তা হলো, কখনোই চার্জ দিতে হবে না আইফোন সেভেন।

কি বন্ধুরা চম্‌কে উঠলেন ? চার্জ ছাড়াও মোবাইল ফোন চলবে নাকি? অ্যাপলের সাম্প্রতিক এক প্যাটেন্ট থেকে ধারণা করা হচ্ছে আইফোনের পরবর্তী সংস্করণে থাকতে পারে সোলার প্যানেল। ফলে নিয়ম করে চার্জ দেওয়ার ঝামেলা আর থাকবে না।

অ্যাপলের এই প্যাটেন্টের বিস্তারিত তথ্য থেকে জানা গেছে, টাচস্ক্রিনের নিচে থাকবে সোলার প্যানেল। আর দিনভর চার্জ সঞ্চয় করবে এই প্যানেলটি।

তবে এই প্রযুক্তি অ্যাপল আদৌ ব্যবহার করবে কিনা, তা নিয়েও রয়েছে সংশয়। কারণ প্রচলিত চার্জিং প্রযুক্তির পরিবর্তে সোলার প্যানেল ব্যবহার কতটা কার্যকর হবে, সেটি নিশ্চিত নয়।

এছাড়া অ্যাপল যত প্রযুক্তিই উদ্ভাবন করে, সবই প্যাটেন্ট করে রেখে দেয়। কিন্তু এর অধিকাংশই কোন ডিভাইসে ব্যবহার করা হয় না। তাই এই প্রযুক্তিটিও শেষ পর্যন্ত আলোর মুখ দেখবে কিনা, সে ব্যাপারেও নিশ্চিত করে বলা যাচ্ছে না।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040