Web bengali.cri.cn   
বয়স ৩০ বছর হবার আগেই যে কাজ করা উচিত
  2015-08-13 12:37:54  cri


আপনারা হয়তো প্রতিদিনই আশেপাশে দেখতে পান যে, কিছু মানুষ নানা ধরনের আফসোস করছে। অনেক মানুষ আছে যারা তাদের যুব সময়ের কথা স্মরণ করে বিভিন্ন রকম আফসোস করে থাকেন। তারা বলেন, যদি এটা করতেন, যদি ওটা করতেন... ইত্যাদি নানা রকম কথা। তারা ভাবেন, যদি সময়মতো কাজটি করতে পারতেন অথবা সুযোগের সদ্ব্যবহার করতেন তাহলে জীবনটা আজ অন্য রকম হতে পারতো।

তাই বন্ধুরা, এ ধরনের মানুষের আফসোসে কিন্তু আপনার জন্য অনেক শিক্ষণীয় বিষয় আছে। কারণ, যে সময় আপনি পাচ্ছেন, তা মুহূর্তেই অতীত হয়ে যাবে। কথায় বলে, সময় ও স্রোত কারও জন্য অপেক্ষা করে না। তাই বন্ধুরা, সময় থাকতে সময়কে কাজে লাগানো উচিত।

শ্রোতা বন্ধুরা, আজকের এ অনুষ্ঠানে আমরা এ বিষয়েই কিছু কথা বলব। কারও বছর ৩০ হবার আগেই যে বিষয় বা কাজ করা উচিত সে সম্পর্কে আপনাদের কিছু জানিয়ে দেব।

১. ভালোবাসার কথা ভাবুন

৩০ বছর বয়সের আগে নিজের ভালোবাসার কথা ভাবুন। বেশি দেরি করবেন না। কারণ তরুণ বয়সেই ভালোবাসার শিক্ষা নেওয়া উচিত। শুধু খেয়াল রাখতে হবে, এটি যেন পরিবর্তনে বাধা হয়ে না দাঁড়ায়। বরং নিজেকে চিনে নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়া উচিত।

২. একটি লক্ষ্য ঠিক করুন

৩০ বছর বয়সটা কিন্তু অনেক দীর্ঘ সময়। সব কিছু বোঝার জন্য উপযুক্ত একটি সময়। তাই নিজের জীবনের একটি লক্ষ্য ঠিক করুন, সে লক্ষ্য ছোট বা বড় যাই হোক না কেনো। কারণ নিজের লক্ষ্য স্থীর না করার জন্য কিন্তু আপনাকে আফসোস করতে হবে। তাই ৩০ বছর বয়সের আগে নিজের ভবিষ্যত জীবনের কথা ভাবুন, লক্ষ্য ঠিক করুন।

৩. প্রতি মাসে কম-বেশি সঞ্চয় করুন

আপনি হয়তো ভাবছেন, আপনার আয় খুব বেশি নয় যে সঞ্চয় করবেন। তারপরও যা আয় করছেন, তা থেকে প্রতি মাসে কম-বেশি সঞ্চয় করুন। আপনার যদি একটু হিসেব করে ব্যয় করে সঞ্চয়ের অভ্যাস থাকে তাহলে সেই সঞ্চয় বিনিয়োগ করে নিজের অন্যান্য স্বপ্ন পূরণ করতে পারবেন, হয়তো একদিন ধনী হবার স্বপ্নও পূরণ হবে আপনার। তাই নিজের ভবিষ্যতের কথা ভেবে সঞ্চয় করুন।

৪. প্রত্যাখ্যান সহজভাবে গ্রহণ করুন

আপনার সব প্রস্তাবেই যে অন্যের সাড়া মিলবে এমন কোনো কথা নেই। এক্ষেত্রে আপনাকে এসব বিষয় সহজভাবে নিতে হবে। তুচ্ছ বিষয় পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়া শিখতে হবে। তাই জীবন চলার পথে কঠিন বিষয়গুলোও আপন করে নেওয়ার মানসিকতা তৈরি করুন।

৫. দ্রুত সুযোগ গ্রহণ করুন

প্রত্যেকের জীবনেই সুযোগ আসে। আর ভালো সুযোগ হঠাত্‌ করেই আসে। তাই দ্রুত সে সুযোগ গ্রহণ করুন। কারণ, সবাই সুযোগ গ্রহণ করতে পারে না। তাই সুযোগ সম্পর্কে জানুন এক্ষেত্রে শিখে নিতে হবে দ্রুত সুযোগ গ্রহণের উপায়।

৬. নিজের উন্নতির জন্য ভালো লোকের সঙ্গে থাকুন

আপনার জন্য কে ভালো এবং কে ক্ষতিকর, তা বোঝার মতো বয়স কিন্তু হয়েছে। তাই দেরি না করে, ক্ষতিকর সম্পর্ক ত্যাগ করুন। আর ভালো, উন্নত চরিত্রের বন্ধু গ্রহণ করুন।

৭. জীবন খুব ছোট-এ চিন্তা মাথায় রাখুন

অনেকেরই একথা খেয়াল থাকে না যে, জীবনটা খুব ছোট। সময় সীমিত। এ সীমিত সময়েই দ্রুত নিজের কাজগুলো শেষ করতে হবে। তরুণ বয়সেই এ বিষয়টি হৃদয় দিয়ে গ্রহণ করুন।

৮. নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিন

স্বাস্থ্যই সকল সুখের মূল। তাই সময় থাকতে নিজের স্বাস্থ্যের কথা ভাবুন। তরুণ সময়ে অনেকেই শক্তি থাকে বলে অনিয়মিত পরিশ্রম করেন। এ কারণে শেষ বয়সে নানা রকম অসুস্থতা দেখা দেয়। তাই ই কাজটি করবেন না। ৩০ বছর বয়সের আগে নিয়মিত চেকআপের রুটিন করে ফেলুন।

৮. নিজের শখ পূরণের চেষ্টা করুন

৩০ বছর বয়সের আগে নিজের শখগুলো পূরণের চেষ্টা করুন, যতটুকো সম্ভব। সহজে হাল ছাড়বেন না। বয়স হওয়ার পর আপনি দেখতে পাবেন যে, এ শখ পূরণ করায় আপনার জীবন কতো আনন্দময় হয়েছে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040