Web bengali.cri.cn   
আর্থনীতিক সংবাদ --- ২০১৫/৮/৩
  2015-08-03 18:10:47  cri

১. আগামী ৫ বছরে চীনে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার উল্লেখযোগ্য মাত্রায় কমিয়ে আনা হবে। পাশাপাশি কৃষিখাতে পানির আরও কার্যকর ব্যবহারও নিশ্চিত করা হবে। সম্প্রতি দেশটির কৃষি মন্ত্রণালয় এ কথা ঘোষণা করে।

ছাংতুতে এক সেমিনারে কৃষিমন্ত্রী হান ছাংফু বলেছেন, ২০২০ সাল নাগাদ সেচের পানির ৫৫ শতাংশ ব্যবহার নিশ্চিত করা হবে। বর্তমানে এ হার ৫২ শতাংশ। এ ছাড়া, এ সময়ের মধ্যে রাসায়নিক সার ও কীটনাশকরের ব্যবহারও কমিয়ে আনা হবে।

মন্ত্রী বলেন, একটি পরিবেশবান্ধব কৃষি-ব্যবস্থা গড়ে তুলতে সার ও বর্জ্য, কৃষিকাজে ব্যবহৃত প্লাস্টিক এবং ফসলের খড়ের যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।

২.২০২১ সালের মধ্যে বাংলাদেশে তৈরি পোশাকের রফতানি-আয় পাঁচ হাজার কোটি মার্কিনডলারে নিয়ে যেতে একটি পথনকশা বা রোডম্যাপ করেছে বিজিএমইএ। চট্টগ্রামে ৬-৮আগস্ট অনুষ্ঠেয় বাংলাদেশ অ্যাপারেল অ্যান্ড সেফটি এক্সপোতে পথনকশাটি ঘোষণা করবে পোশাকশিল্প মালিকদের এই সংগঠন। পরে সেটি বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেয়া হবে। রাজধানীর বিজিএমইএ কার্যালয়ে সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানানো হয়।

গত ডিসেম্বরে আয়োজিত ঢাকা অ্যাপারেল সামিটে বিজিএমইএ ২০২১ সালে পোশাকরপ্তানি পাঁচ হাজার কোটি ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। এইলক্ষ্যে পৌঁছতে দেশ-বিদেশের বিশেষজ্ঞ, অর্থনীতিবিদ, ক্রেতা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও উদ্যোক্তাদের বিভিন্ন পরামর্শ ও অভিমত উঠে আসে সামিটে।সেগুলো যাচাই-বাছাই করে অস্ট্রেলিয়ার আরমিট ইউনিভার্সিটির ২১ জনের একটি দলপথনকশাটি তৈরি করেছেন।

জানা গেছে, পথনকশায় পাঁচ হাজার কোটি ডলারের রপ্তানি আয়ের চ্যালেঞ্জ, লক্ষ্যটি অর্জনে কী কী অবকাঠামো লাগবে ওকোনটি বাস্তবায়নে সরকারকে অগ্রাধিকার দিতে হবে, তা থাকবে। তা ছাড়া, সরকারেরকী ধরনের নীতি-সহায়তা প্রয়োজন ও লক্ষ্যটি অর্জিত হলে দেশ কীভাবে উপকৃতহবে, সেসবও থাকবে এতে।

৩.২০১৪ সালে বাংলাদেশে আবাসন খাতে ঋণের পরিমাণ আগের বছরের চেয়ে বাড়লেও, ব্যাংকগুলোর বিতরণ করা মোট ঋণেরহিসাবে ০.২৭ শতাংশ কমেছে। সম্প্রতি প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের ২০১৪ সালের আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদনে এই চিত্র উঠেএসেছে।

প্রতিবেদনে দেখা যায়, ২০১৪ সাল শেষে ব্যাংকিং খাতে মোট বিতরণ করা ঋণের পরিমাণ ছিল ৫ লাখ ৯হাজার ১০০ কোটি টাকা টাকা। এর মধ্যে আবাসন খাতে বিতরণ করা হয়েছে ৩৬ হাজার ২০০ কোটিটাকা, যা মোট ঋণের ৬.৫৬ শতাংশ।

২০১৩ সাল শেষে ব্যাংকের মোট বিতরণ করা ঋণের ৬.৮৩ শতাংশ ছিল আবাসন খাতে। তখন আবাসন খাতে ব্যাংকগুলো মোট ৩০ হাজার ৩৩৮ কোটি টাকার ঋণ বিতরণ করে।

৪.বাংলাদেশের মানচিত্রে যোগ হওয়া ছিটমহলের মানুষের জীবনমানের উন্নয়নে সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে অগ্রাধিকারমূলক কার্যক্রম গ্রহণ করতে ব্যাংকগুলোকে পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে এই নির্দেশনা জারি করা হয়।

ছিটমহল বিনিময় চুক্তিঅনুযায়ী, আটষট্টি বছরের বন্দিত্ব শেষে পহেলা অগাস্ট বাংলাদেশের ভেতরে থাকা ভারতের ১১১টি ছিটমহল যোগ হয় বাংলাদেশের মানচিত্রে।অন্যদিকে, ভারত পেয়েছেসে দেশের অভ্যন্তরে থাকা বাংলাদেশের ৫১টি ছিটমহল।

৫.বাংলাদেশকে এবার ২৫ কোটি ডলার বাজেট সহায়তা দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।দেশের পুঁজিবাজার ওবীমা খাতের উন্নয়নে২৬টি শর্ত পূরণসাপেক্ষে চলতি ওআগামী অর্থবছরে সরকারএ ঋণ সহায়তাপাবে বলে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি)একজন জ্যেষ্ঠ কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন।

এ বিষয়ে জানতেচাইলে ইআরডির এডিবিডেস্ক প্রধান যুগ্মসচিব সাইফুদ্দিন আহমেদবলেন, আগামী ৯ও ১০ অগাস্টবাজেট সহায়তা নিয়ে এডিবির কর্মকর্তাদের সঙ্গে তাদের সমঝোতা বৈঠক রয়েছে।ওই বৈঠকে বিষয়টি চূড়ান্ত হওয়ারপর এডিবির ম্যানিলাস্থ সদর দপ্তরের বোর্ডসভায় অনুমোদনের জন্য পাঠানো হবে। এরপর বাংলাদেশ সরকারের সঙ্গে এডিবির চুক্তিসই হবে।

এডিবি এই ২৫কোটি ডলার দেবে দুই কিস্তিতে। প্রথম দফায় ৮টিশর্ত পূরণ সাপেক্ষে৮ কোটি ডলারছাড় করবে সংস্থাটি। ঋণচুক্তির ১৮ মাসেরমধ্যে ওই শর্তগুলো বাস্তবায়ন করতেহবে।

দ্বিতীয় কিস্তির অর্থ পেতে সরকারকে ১৮টিশর্ত বাস্তবায়ন করতে হবে।এটি করতে হবে২০১৭ সালের ডিসেম্বরের মধ্যে। তারপরই দাতাসংস্থাটি বাকি ১৭কোটি ডলার ছাড়দেবে।

৬.আগামী অক্টোবরের মধ্যেই বাড়তি ৮০০জনকে বিনক্রু নিয়োগ দেবে এয়ারইন্ডিয়া (এআই)। ভারতের রাষ্ট্রায়ত্ত এই বিমান সংস্থাটি জানিয়েছে, আগামী মাসতিনেকের মধ্যে ইযথেষ্ট নুতন কর্মী কাজে যোগ দেবেন। এতে অক্টোবরের শে ষশনিবার থেকে যখন শীতকালীন ফ্লাইট শুরু হবে, তখনআর যাত্রীদের কোনো দুর্ভোগের শিকার হতে হবেনা।

উল্লেখ্য, কর্মীর অভাবে বিমান সংস্থাটির খারাপ অবস্থা দেখে গত ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় বিমান পরিবহনমন্ত্রী সংস্থাটিকে ৮০০জন বিমানকর্মী নিয়োগের অনুমতি দিয়েছিল। এআই ইতিমধ্যেই ওই ৮০০জনকে নিয়োগের প্রক্রিয়া সম্পূর্ণ করেছে। এঁদের মধ্যে ৩১১ জনের একটি দল কাজে যোগও দিয়েছেন। বাকিদের মধ্যে ২৭০জন এখন বাধ্যতামূলক প্রশিক্ষণ নিচ্ছেন। ১১১ জনের প্রশিক্ষণ শুরু হতে পারে অগাস্টের মধ্যে।

৭. চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকে ভারতের বৃহত্তম গাড়ি বিক্রেতা মারুতি-সুজুকি ইন্ডিয়ার (এপ্রিল-মে-জুন) নিট মুনাফা বাড়ে শতকরা ৫৬ ভাগ। সম্প্রতি এ তথ্য জানায় সংস্থাটি। বিক্রি বাড়িয়ে ও প্রচার-সহবিভিন্ন দিকে খরচ কমিয়ে এসাফল্য পেয়েছে বলেও জানিয়েছেন সংস্থার কর্তাব্যক্তিরা।

তারা জানান, ডলারের সাপেক্ষে জাপানি মুদ্রা ইয়েন দুর্বল হয়ে পড়াতেও তাদের সুবিধা হয়ছে। কারণ, মারুতি তাদের কিছু গাড়ির যন্ত্রাংশ জাপান থেকে আনায় এবংমূল সংস্থা জাপানের সুজুকিকে রয়্যালটি দেয়। সাম্প্রতিক কালে ইয়েন দুর্বলথাকায় এই সব খাতে তাদের খরচ কমে যায়।

সংস্থাটি জানায়, এপ্রিল থেকে জুন--এই তিন মাসে তাদের মুনাফা এসে দাঁড়িয়েছে ১,১৯০ কোটি রুপিতে, যেখানে আগের বছর একই সময় তা ছিল ৭৬০ কোটি। মারুতি-সুজুকির দাবি, ভারতে গাড়ির চাহিদা ক্রমাগত বাড়ছে বলেই সংস্থাটির নিট বিক্রি শতকরা প্রায় ১৮ ভাগ বেড়েছে।

এদিকে, এক সমীক্ষা অনুসারে, আগামী ২০২০ সালের মধ্যে বিশ্বেরতৃতীয় বৃহত্তম গাড়ি-বাজার হতে যাচ্ছে ভারত। আর সেই বাজারের বড় অংশ নিজেদের দখলে আনতে আগামী দিনে প্রিমিয়াম গাড়ি বিক্রিতেও মারুতিজোর দিতে শুরু করছে।

৮.২০১৪-১৫ অর্থবছরে পাকিস্তানের মূল্য-সংযোজিত টেক্সটাইল পণ্যের রফতানি ৭.৫ শতাংশ বেড়ে দাঁড়ায় ৪৫২ কোটি ডলারে। আগের অর্থবছরে এ খাতের রফতানির পরিমাণ ছিল ৪২০ কোটি ডলার। সম্প্রতি পাকিস্তানের পরিসংখ্যান ব্যুরো এ তথ্য জানায়।

পরিসংখ্যান অনুসারে, ২০১৪-১৫ অর্থবছরে তৈরি পোশাক রফতানি বাড়ে ১০.৫ শতাংশ এবং নিট ওয়্যার রফতানি বাড়ে ৫.৩৭ শতাংশ।

৯.সম্প্রতি আনুষ্ঠানিকভাবে বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিওটিও)-র সদস্যপদ লাভ করেছে কাজাখস্তান। জেনিভায় এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজাখস্তানের প্রেসিডেন্ট নুরসুলতান নাজারবায়েভ এবং ডব্লিওটিও'র মহা-পরিচালক রবার্টো আজেভেদো।

অনুষ্ঠানে প্রেসিডেন্ট নুরসুলতান তার দেশকে সদস্যপদ দেওয়ায় বিশ্ব বাণিজ্য সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ডব্লিওটিও-তে অন্তর্ভুক্তির বিষয়টি চূড়ান্ত হবার পর থেকেই তার দেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে।

অনুষ্ঠানে কাজাখস্তানের পররাষ্ট্রমন্ত্রী জানান, ১৯৯১ সালে স্বাধীন হবার পর থেকেই তার দেশের অর্থনীতি দিন দিন শক্তিশালী হচ্ছে। ডব্লিওটিও-তে অন্তর্ভুক্তি কাজাখস্তানের অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

এসময় বিশ্ব বাণিজ্য সংস্থার মহা-পরিচালক কাজাখস্তান ও ডব্লিওটিও-র জন্য দিনটিকে 'ঐতিহাসিক মুহূর্ত' হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, ডব্লিওটিও-তে যোগ দেওয়ায় কাজাখস্তানে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং দেশের নাগরিকদের জীবনমান আরও উন্নত হবে। তিনি ডব্লিওটিও-র সদস্যপদকে কাজাখস্তানের উন্নয়নের প্রতি বিশ্ব সম্প্রদায়ের স্বীকৃতির প্রতীক হিসেবে বর্ণনা করেন।

উল্লেখ্য, গত কুড়ি বছর ধরেই কাজাখস্তান বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যপদ লাভের চেষ্টা চালিয়ে আসছিল। দীর্ঘ আলোচনার পর গত মাসে সদস্যপদ লাভের বিষয়টি চূড়ান্ত হয়। কাজাখস্তান ডব্লিওটিও-র ১৬২তম সদস্যরাষ্ট্র।

১০. প্রভাবশালী মার্কিন সাময়িকী টাইম বিশ্ব ইতিহাসের সবচেয়ে ধনী ১০ ব্যক্তিরএকটি তালিকা তৈরি করেছে। তালিকায় এক নম্বর স্থানটি পশ্চিম আফ্রিকার সম্রাট মানসা মুসার। তিনি সীমাহীন সম্পদের মালিক ছিলেন বলে টাইম দাবি করেছে। তালিকায় বাকি নয়টি স্থান যারা দখল করেছেন তারা হলেন যথাক্রমে: রোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা অগাস্টাস সিজার, চীনের সং সাম্রাজ্যের সম্রাট শেনজেন, ভারতীয় উপমহাদেশের মোগল সাম্রাজ্যের সম্রাট আকবর, সাবেক সোভিয়েত ইউনিয়নের শাসক জোসেফ স্টালিন, স্কটিশ বংশোদ্ভূত মার্কিন নাগরিক অ্যান্ড্রু কার্নেগি, যুক্তরাষ্ট্রের জ্বালানি তেল ব্যবসায়ী জন রকফেলার, ব্রিটিশ সম্রাট রুফুস, মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, এবং মঙ্গোলীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চেঙ্গিস খান। (আলিম)

মন্তব্য
Play
Stop
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040